বন্ধুর জন্মদিন পালনের প্রথম পর্ব

in Incredible India2 years ago
IMG_20230205_223359.jpg
গালে কেক মাখা বার্থডে বয়

আজ সকালে ঘুম থেকে উঠে তেমন বিশেষ কিছুই হয়নি।দিনভর পড়াশোনা আর ক্যান্টিনে খাওয়া দাওয়া। কাল রাতে একটা ছোট ভাই স্টিমিটে অ্যাকাউন্ট বানিয়েছিল এবং নিজের ভেরিফিকেশনের পোস্ট করেছিল,সেখানে একটু ভুল ছিল সেটা ওকে কল করে জানায়।এ ছাড়া তেমন বিশেষ কিছু বলার বা লেখার মতন ঘটেনি।

IMG_20230205_221903.jpg
চলছে কেক কাটার পর্ব

তবে কাল এক বন্ধুর জন্মদিন ছিল। কাল রাত বারোটায় জন্মদিন পালনের কথা ছিল কিন্তু বিশেষ কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি।তাই কাল কেক কিনে এনে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল আজ কাটা হবে তাই।মোটামুটি সন্ধে থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কেক কাটার সময় নিয়ে আলোচনা হচ্ছিল।

IMG_20230205_222452.jpg
গভীর মনোযোগ সহকারে চলছে কেক ভাগের কঠিন প্রক্রিয়া

সবার কথা মতন ঠিক হয়েছিল রাত ১০ টা নাগাদ কেক কাটা হবে।যে বন্ধুর জন্মদিন ছিল,তার নাম মলয়।মলয় যে কোনো জায়গায় যাওয়ার কথা হলেই সব লাস্টে ও বেরোই।মলয় মানেই লেট।

আজ ওর জন্মদিন,এদিনও তার হেরফের হয়নি।আমরা সবাই কলেজের সামনে একটা জায়গা রয়েছে,সেখানেই সবার জন্মদিন পালন করি,সেখানে ১০ টা বাজতেই পৌঁছে গেছি অথচ বরাবরের মতন একজনই লেট।আমাদের প্রিয় মলয়,বার্থডে বয়।

কেক ডিস্ট্রিবিউশন(গভীর মাত্রায় স্ল্যাং রয়েছে নিজ দায়িত্বে কানে হেডফোন লাগিয়ে শুনবেন,কান থেকে রক্ত বেরোলে কতৃপক্ষ দায়ী না)

সব শেষে মলয় এলো,আমরা আগেই কেক নিয়ে পৌঁছে গেছি সঠিক জায়গায়।কিন্তু কেকের উপর যে আগুনের ফুলঝুরি টা জ্বালানো হয়,তার জন্য দেশলাই আনতে ভুলে গেছি।এবার কে দেশলাই আনতে যাবে?ঠিক ধরেছেন,যার জন্মদিন সেই যাবে দেশলাই আনতে।আমরা ধরে বেধে মলয়কেই পাঠালাম,বেচারা আবার ফিরে কোথা থেকে একটা দেশলাই জোগাড় করে আনল।

যথারীতি কেক কাটা হল,ছবি তোলা হল,প্রচণ্ড চেঁচামেচি হল,প্রতিবার সবার জন্মদিন যা হয় এবারও তার ব্যাতিক্রম হল না।এবার কেক ভাগের পালা।আমরা আছি ১২ জন,এবং একজন বন্ধু বিশেষ কাজে বাইরে গেছে,তাই তার ভাগের কেক নিয়ে সব মিলিয়ে ১৩ জনের কেক ভাগ হবে।১৩ টা ভাগ করা হল।

IMG_20230205_221649.jpg
বার্থডে বয় কে দিয়ে দেশলাই আনানোর মুহূর্ত

এবার সব ভাগ তো আর সমান ভাবে ভাগ করা সম্ভব না।কম বেশি এদিক ওদিক তো হয়ই।তাহলে কে কোন ভাগটা নেবে?ঠিক হল ছোট বেলায় ঠিক যে ভাবে আমরা ক্রিকেট খেলার সময় কে আগে ব্যাট পাবে ঠিক করতাম,এখানেও সেভাবেই কেক ভাগ হবে।মলয় উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে,হাসান এক একটা স্লাইসের উপর কেক কাটার চাকুটা রাখবে।যখন যার নাম মলয় বলবে,সেই কেকের ভাগ উক্ত ব্যক্তি পাবে।

এভাবে বেশ মজা,কথা কাটাকাটি ইয়ার্কির মাধ্যমে নিজের নিজের ভাগের কেক আমরা পেলাম।কেক খাওয়া শেষ হয়েছে প্রায়,এমন সময় হঠাৎ ই কেউ একজন পেছন থেকে মলয়ের একটা ঠ্যাং ধরে ফেলেছে,আর যায় কোথায়?অমনি বাকিরা সবাই মিলে বেচারাকে চ্যাং দোলা করে তোলা হল,এবং পশ্চাদ্দেশে বেধড়ক মার মারা হল।

মারধর হয়ে গেছে,হটাত কে একজন আমাদের মধ্যেই পেছন থেকে চেঁচিয়ে উঠল যে দাড়িয়ে থাকবে তার পেছনে লাথি মারা হবে।অমনি আমরা সবাই সতর্ক হয়ে গেছি।সবাই বসে পড়েছি।এর পর কিন্তু এক বিশাল মজার খেলা হয়েছিল,কিন্তু সেটা আজ লিখছি না...অপেক্ষা করুন...

বাকি মজার ঘটনা পরবর্তী পোস্টে লেখা হবে...ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 
  • জন্মদিনের আয়োজনটি দেখে খুব ভালো লাগলো ভাইয়া। যদিও বা বার্থডে বয় লেট করে এসেছে তবুও শেষ পর্যন্ত ১৩ জন বন্ধু মিলে কেক কেটে জন্মদিনটি পালন করেছেন।

  • জন্মদিনের ফুল ঝুরিতে আগুন লাগানোর জন্য দিয়াশলাই আনতে ভুলে গেছেন বলে,যার জন্মদিন তাকেই পাঠালেন দিয়াশলাই খুঁজতে ব্যাপারটি বেশ মজার ছিল।

  • তার চেয়েও মজার ছিল কেক কেটে ১৩টি ভাগে ভাগ করে মলয়কে দিয়ে নাম ডেকে কেক খাওয়ার মজার ভিডিওটি।

  • আপনাদের বন্ধুত্বের গভীর মিল দেখে সত্যিই ভালো লাগলো, আর এভাবেই সব সময় যেন বন্ধুত্বের সম্পর্ক অটল থাকে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ

Loading...
 2 years ago 
  • বন্ধুর জন্মদিন মানেই তো বাকি বন্ধুগুলো নিয়ে অন্যরকম এক আনন্দের আয়োজন।

  • আপনাদের বার্থডে পার্টির আয়োজন দেখে বেশ ভালই লাগলো অনেক আনন্দ উপভোগ করছেন।
    বুঝতে পারছি পোষ্টের ফটোগ্রাফি এবং পোস্ট পড়ে বুঝতে পারলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57913.08
ETH 2452.28
USDT 1.00
SBD 2.36