নতুন একটা খাবার খেলাম
আজ বিকেলের দিকে চা খেয়ে আসার পরও কিছু ক্ষণের মধ্যেই খিদে পাচ্ছিল।ঘরে কিছুই খাবার নেই।আগে ম্যাগি থাকত।শেষ কয়েকদিন থেকে সেটাও নেই।কিছু খাবার শেষ হলেই ব্লিঙ্ক ইট থেকে অর্ডার করে নিতাম।কিন্তু লাস্ট প্রায় একমাস থেকে ব্লিঙ্ক ইট বন্ধ।এখানে সার্ভিস দিচ্ছে না।তাই ঘরের খাবার শেষ হয়ে গেলেও কিছুই কেনা হয়নি।
এদিকে পরীক্ষার জন্য ঘরে রান্নাও বন্ধ।ক্যান্টিন থেকেই খাচ্ছি।তাই ঘরে খাওয়ার মতন একটা খড়কুটো পর্যন্ত নেই।ঘড়িতে সময় মাত্র সাড়ে সাত,এখন ক্যান্টিনে কিছু খাবার পাওয়া যাবে না।অন্য দিন সাড়ে নয়,বা নটার দিকে খেতে যায় কিন্তু আজ এত খিদে পাওয়ায় ক্যান্টিন যাওয়ার কথা ভাবছিলাম।কিন্তু সে সুযোগও নেই।
তাই কিছুই করার নাই দেখে শেষ অব্দি খুলল জোমাটো।এখন থেকেই কিছু একটা অর্ডার করার উদ্দেশে খুলে বসলাম।অনলাইনে অর্ডার করলেই আমি সব প্রথম চিলি চিকেন,ফ্রাইড রাইস খুঁজি।আমার খুব পছন্দের খাবার।সেটা নাহলে দাদা বৌদির বিরিয়ানি।এই আমার ধরা বাধা অর্ডার।কালকেই দাদা বৌদি বিরিয়ানি খেয়েছিলাম তাই আজ অন্য কিছু খাবো ভাবলাম।আর প্রতিবারই চিলি চিকেন খাই,তাই ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করা যাক।
খুঁজতে খুঁজতে একটা চাইনিজ রেস্টুরেন্ট পেলাম নাম চাইনা সোশ্যাল।রিভিউ দেখলাম ভালই।তাই খুঁজে খুঁজে একটা নতুন খাবার পেলাম গ্রিন কারি চিকেন বউল,সঙ্গে থাকবে স্যালাড ও একটা চাটনি।চাইনিজ রেস্টুরেন্ট এর স্যালাড আমার খুব পছন্দ।
খাবার অর্ডার দিয়ে আবার পড়তে বসে গেলাম এখন ঘড়িতে প্রায় ৮ টা বাজে।অ্যাপ এ দেখালো অপেক্ষা করতে হবে ৩২ মিনিট।পেমেন্ট অ্যাপ এই করে দিয়েছিলাম,একশ টাকা ডিসকাউন্ট কুপন ব্যাবহার করে খরচ পড়ল ২২৩ টাকা।
দেখতে দেখতেই সময় হয়ে গেল, ফোনে ডেলিভারি বয় কল করল।দাদাকে বললাম ভুল করে যেনো বয়জ হোস্টেল ঢুকে যেও না,ইন্টার্ন বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর ঢুকবে।একটু পর দাদা উপরে এসে ঘরের সামনে ডেলিভারি দিয়ে গেলেন।দাদাকে ধন্যবাদ ও অ্যাপ এ রেটিং দিয়ে বিদায় দিলাম।
দীর্ঘক্ষণ পেটের মধ্যে এক দুনিয়া খিদে নিয়ে বসে ছিলাম।এবার তো হামলে পড়তে হবে।খাবার কেমন হবে সেটা তো খাবার খাওয়ার পর বুঝব কিন্তু প্যাকিং অসাধারন রয়েছে।প্যাকিং দেখলেই অর্ধেক পেট ভরে যাওয়ার কথা।দৌড়ে দৌড়ে থালা ধুয়ে বসে পড়লাম।এক এক করে প্রথমে ভাত বের করলাম,তার পর গ্রিন চিকেন,একটা চাটনি এবং শেষে বাধা কপির পাতা দিয়ে স্যালাড (এটা আমার আন্দাজ)।
খাবারটা সতিই অসাধারন ছিল।এই খাবার টা এই প্রথম খেলাম। চিকেন টা খুব একটা আহামরি না হলেও সঙ্গে চাটনি ও স্যালাড খুবই অন্য রকম টেস্টি ছিল।
খেতে খেতে বুঝলাম ভাত এ কুলোবে না।খিদে যা পাহাড় প্রমাণ পেয়েছে তার কাছে এই টুকু ভাত এ কিছু হবে না।হাত ধুয়ে ক্যান্টিন যাবো ভাত আনতে,তখনই পাশের রুমমেট বলল যে তার কাছে দুপুর এর ভাত রয়েছে চাইলে সেটা খেতে পারি।সেই মতন দুপুরের ভাত টাও সাবাড় করলাম। সত্যি বলতে তারপরও কিছুটা খিদে ছিল,কিন্তু আর খেলাম না।ভাবলাম দরকার হয় রাতে না হয় বাইরে বেরিয়ে কিছু খেয়ে নেব।
আপনার পোস্ট পড়া শুরু করলাম আর দেখলাম আপনার প্রচন্ড খিদে পেয়েছে। কিন্তু এমন এমন খাবার রয়েছে যার দাম অনেক বেশি। তার সাথে আজকে অর্ডার করলে কালকে খাবার পাওয়া যাবে। এটা খুবই দুর্ভাগ্য এখন খিদে পেয়েছি আর খাবারটা আসবে কালকে এটা কি হয়।
যাইহোক অবশেষে খুজতে খুঁজতে একটা রেস্টুরেন্ট পেলেন যার রিভিউ অনেক ভালো ছিল। সেখান থেকে আপনি নতুন একটা খাবার ট্রাই করার জন্য নতুন একটা খাবারের অর্ডার দিলেন। সেটা দেখে খুবই ভালো লাগলো।
যাইহোক আপনি কোন একটা কিছু ব্যবহার করে ১০০ টাকা ডিসকাউন্ট দিয়ে খুব ভালো একটা খাবার অর্ডার করলেন। খাবারটার নাম হচ্ছে গ্রীন কারি চিকেন বাউল ।যদিও খাবারটার কথা আমি আর কখনো শুনিনি। আপনার পোস্ট থেকেই প্রথম শোনা হয়তোবা খাবারটা অনেক বেশ ভালই হয়েছে।
আপনার পোষ্টের পরবর্তী অংশে পড়ে বুঝতে পারলাম আপনার প্রচন্ড খিদে। তার উপরে খাবারটা অনেক মজাদার ছিল আসলে। আমাদের নোয়াখালীর ভাষা একটা কথা বলে। যে পেটে ক্ষুধা থাকলে নাকি কচুর শাক ও মুরগির মাংসের রোস্ট হয়ে যায়। আমি ঠিক জানিনা কথাটা কতটুকু সত্য তবে মনে হচ্ছে আপনার সাথে এমনই হয়েছিল।
যাইহোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আপনি নতুন একটা খাবার ট্রাই করেছেন। সেই সাথে আপনার খিদেটাও মিটে গেল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.