আমার করা ডিজিটাল আর্ট

in Incredible India2 years ago

Picsart_23-02-19_23-17-20-572.jpg

আমি ও আমার আঁকা ছবি

আমি ছবি আঁকতে ভালোবাসি।মাঝে মাঝে ফাঁকা সময় পেলে নানা রকম ছবি আঁকি।আমার আঁকা বেশির ভাগই অ্যানিমে চরিত্রদের নিয়ে।আজকের যে পোস্টটা লিখছি সেটা আজকের আঁকা নয়।বেশ কিছু দিন আগে এটা একেছিলাম।

এটা কোনো বিশেষ চরিত্র না।কি আঁকব ভাবতে ভাবতে একটু গুগুলে উকি মারলাম।তার মধ্যে এই ছবিটা পছন্দ হল,খুব সহজে আঁকা যাবে এরকম ছবি খুঁজছিলাম।

ছবিটা এঁকেছি আমার ট্যাবে।অর্থাৎ বলা যেতে পারে এটা একটা ডিজিটাল আর্ট।ডিজিটাল আর্টকে অনেকেই আর্ট মনে করেন না।কিন্তু বলে রাখা ভালো ডিজিটাল আর্ট ও এক প্রকার আর্ট ফর্ম।

সময়ের সঙ্গে সঙ্গে যেমন নানান টেকনোলজি আমাদের জীবনে এসেছে।এই সব টেকনোলজির কারণে আমাদের জীবন যেমন প্রভাবিত হয়েছে তেমনি প্রভাবিত হয়েছে আর্ট ফর্মেও।আর্টিস্টের জীবন যদি কোনো কারণে প্রভাবিত হয়,তবে তার দ্বারা সৃষ্ট শিল্পের উপর তার প্রভাব পড়বে এটাই স্বাভাবিক।

এই ট্যাবের জন্য যে পেন রয়েছে সেটা একদম নরমাল আমাদের ডেলি লাইফে ব্যাবহৃত পেন এর মতনই। ট্যাব এর স্ক্রিন অন করে সেখানে লিখতে শুরু করলে একদম খাতা কলমে লেখার মতনই অনুভূতি হয়।তবে ডিজিটাল ড্রইং এর ক্ষেত্রে কিছু সুবিধে রয়েছে যেগুলো অস্বীকার করা যায়না।

ডিজিটাল ভাবে আঁকার সুবিধা

  • আলাদা খাতা,বা আর্ট পেপার কেনার প্রয়োজন নেই,নিজের হাতের কাছে প্রতিদিন ব্যাবহারের যে ফোন বা ট্যাব রয়েছে সেটাকেই আপনার ক্যানভাস হিসেবে ব্যাবহার করতে পারবেন।
  • আলাদা আলাদা রং ব্যাবহার করার বা কেনার প্রয়োজন পড়বে না।আপনার ডিভাইসে অসংখ্য ডিজিটাল রং রয়েছে ব্যাবহার করার জন্য।
  • কোনো অংশ যদি ভুল হয়ে যায় আঁকতে তবে সে জায়গাটা আপনি মিটিয়ে দিয়ে আবার নতুন করে আঁকতে পারবেন।কিন্তু খাতা কলম বা প্রচলিত আর্ট পেপারে কোনো জায়গা আঁকতে গিয়ে বড় রকম ভুল হয়ে গেলে সেটা ঠিক করার কোনো বেবস্থা নেই।

প্রচলিত পদ্ধতিতে আঁকার সুবিধা

  • টেকনোলজি যতই উন্নতমানের হোক সেটা কখনোই নিজের হাতে কাগজ স্পর্শ করার অনুভূতিকে হারাতে পারবে না।
  • ভুল হয়ে গেলে ঠিক করার সুযোগ কম,কিন্তু এটাই তো আমাদের জীবন।এটা তো আমাদের জীবনের সেই চরম শিক্ষা দেয়।

উপকরণ হিসেবে ব্যাবহার করেছি:

  • স্যামসাং গ্যালাক্সী এস সেভেন ফ্যান এডিসন
  • এস পেন
  • পেন আপ ড্রইং অ্যাপ
  • ছবি তোলার জন্য ব্যাবহার করেছি আমার শাওমি ১১ আই ফোন

অবশেষে বলব,আর্ট মনকে শান্ত করার,নিজেদের প্রতিনিয়ত উন্নত করার প্রচেষ্টা।নিজেদের মনের ভাব প্রকাশ করার মাধ্যম।তাই কে কোন ভাবে নিজের মনের ভাব প্রকাশ করছে সেটা একান্তই তার নিজের ব্যাপার।

নিচে পরপর সব স্টেপগুলো দিচ্ছি

IMG-20230219-WA0061.jpg

IMG-20230219-WA0055.jpg

IMG-20230219-WA0058.jpg

IMG-20230219-WA0056.jpg

IMG-20230219-WA0059.jpg

IMG_20230219_231224.jpg

IMG_20230219_231211.jpg

IMG_20230219_231234.jpg

IMG_20230219_231353.jpg

IMG-20230219-WA0041.jpg

IMG-20230219-WA0042.jpg

IMG_20230219_231445.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আরে বাহ আপনার আঁকা ছবিটি খুব সুন্দর, আর আপনি ছবি আকার প্রত্যেকটা স্টেপ। আমাদের সাথে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো যদিও আমি ছবি আঁকতে খুব বেশি এতটা আগ্রহ না। কারণ আমি কখনো আঁকি নাই। তবে আপনার ছবি আঁকার দৃশ্য গুলো দেখে। এবং স্টেপগুলো পড়ে আমার ছবি আঁকার ইচ্ছেটা অনেক বেশি জাগল। আজকে চেষ্টা করব একটা ছবি আঁকার জন্য।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ছবি আঁকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অবশ্যই আপনার অনকাঁচবি দেখার অপেক্ষায় রইলাম।ধন্যবাদ,❤️

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার আকা ছবিটি। আপনি যে এত সুন্দর করে আঁকতে পারেন এটা আগে জানতাম না। আপনি স্টেপ বাই স্টেপ আমাদের কে দেখিয়েছেন যে কিভাবে আর্ট করতে হয়। কখনো যদি সময় পাই আপনার দেওয়া স্টেপগুলো ফলো করে আর্ট করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।

 2 years ago 

টুকটাক আঁকি দাদা।অবশ্যই যখন আঁকবেন তখন আপনার দর্শক হওয়ার অপেক্ষায় থাকলাম।ধন্যবাদ

 2 years ago 

অপেক্ষায় থাকেন ভাই। হা হা হা।

Loading...

This post has been upvoted through Steemcurator09.

Congratulations! (1).png


Curated by - @ripon0630

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60371.26
ETH 2609.98
USDT 1.00
SBD 2.54