যন্ত্রণা - ন ডরায়steemCreated with Sketch.

in Incredible India2 years ago (edited)

যন্ত্রণা

দুই বছর আগে যখন covid এর কারণে সমগ্র পৃথিবী বন্ধ হয়ে যাওয়ার দোরগোড়ায় দাড়িয়েছিল,ঠিক সেই সময়ের একটা গান আপনাদের সঙ্গে আজ শেয়ার করব।আশা করব আপনাদের পছন্দ হবে।

কোভিডের প্রথম প্রকোপ কাটিয়ে আমরা যখন আবার একটু একটু করে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিলাম তখন আমার তিন বন্ধু মিলে একটা নতুন ক্যাফে খুলেছিল।কলেজ বন্ধ,দীর্ঘ কয়েক মাস বাড়িতে বন্দী থাকায় মস্তিষ্ক অচল হয়ে পড়েছিল।বাড়িতে এভাবে বন্দী অবস্থা কাটাতে দিনের বেশির ভাগ সময় সেই ক্যাফেতেই থাকতাম।বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম এবং এসব এর মাঝেই কখনো কখনো আমাদের বসত গানের আসর।আগের পোস্টেও আমি বলেছি আর্ট এমন একটা মাধ্যম যা আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় আমরা বেঁচে আছি।

বন্ধু ভিডিও করছে সেই এই ক্যাফের মালিক তার নাম ওয়াক্তবার,যে গিটার বাজাচ্ছে তার নাম শুভদীপ।শুভদীপ অসাধন গিটার বাদক,সঙ্গে খুব ভালো গানও গায়।

সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে এসে দাড়িয়ে বন্ধুদের সঙ্গে প্রতিদিন দেখা হওয়া এবং উপরি পাওনা হিসেবে গানের আড্ডা মনকে সব সময় চনমনে করে রাখত।এই সময়ই আমি ও শুভদীপ একটা গান করেছিলাম করোনা সচেতনতা, ফেসবুকে সেটা আপলোড করার মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে গেছিল।তাই আরো উৎসাহ নিয়ে আমরা আরো বেশি বেশি করে গানের আসর বসাতাম।

এই যে গানটা আমরা এই ভিডিও তে গেয়েছি সেটা বাংলাদেশের ন ডরায় নামের একটা অন্যধারার সিনেমা থেকে নেওয়া।হটাতই ইউটিউবে এটা সেটা স্ক্রল করতে করতে গানটা একদিন শুনে ফেলেছিলাম।গানটা শোনার পর ভীষন ভাবে মন ছুঁয়ে গেছিল।গায়কের নাম মোহন শরীফ।

উনার নাম আগে কোনোদিন শুনিনি,কিন্তু গানটা শোনার পর এবং সেই গানের ভিডিও গ্রাফি বেশ ভালো লেগেছিল।তাই শুভদীপ কে বলেছিলাম গানটা শুনতে।সে শোনার পর তার ও গানটা খুব পছন্দ হয়,এবং আমরা ঠিক করি এই গানটা আমরা গায়ব।

সেরকমই এক সন্ধ্যা বেলা আমরা সেই ক্যাফে তে উপস্থিত হই। ক্যাফেতেই সব সময় একটা গিটার থাকত।সেই গিটার নিয়েই গানটা আমরা গেয়েছিলাম।আমি যেহেতু গিটার বাজাতে পারি ন তাই শুভদীপ গিটার বাজায় এবং আমরা দুজন গান গায়।সেখানে কিছু দর্শক উপস্থিত ছিল আমাদের উৎসাহ দেওয়ার জন্য।পুরো ব্যাপারটাই ভীষন মজার ছলে ভিডিও গ্রাফী করেছিলাম।আজ হটাত গ্যালারি খুঁজতে খুঁজতে পুরনো ভিডিওটা পেলাম।সেখান থেকে ইউটিউব এ আপলোড করার পর স্টিমিট এ এসে আপনাদের মাঝে শেয়ার করলাম।কেমন লাগল অবশ্যই জানাবেন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আসলেই করুনা কালীন সময়টা আমাদের সবারই স্মরণীয় একটা সময় বলে সব সময় মনে থাকবে।

ওই সময়টার কথা মনে হলে আমার এখনও গা শিহরিত হয়ে ওঠে, বন্ধু-বান্ধবের সাথে দেখা করা যাবে না। পরিবারের একজনের সাথে আরেকজনের কথা বলা যাবে না। খুব করুন একটা দৃশ্য ছিল ওই সময়টা।

আমার নিজের চোখে দেখা আমাদের বাড়িতে একজন কাকু বিদেশ থেকে বাড়িতে এসেছিলেন। তখন ওনাকে বাড়িতে আসতে দেয়া হয়নি। প্রথম অবস্থায় উপজেলা সদরে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে নিয়ে উনাকে পরীক্ষা করা হয়েছিল। এরপরে উনি সুস্থ ছিলেন তার পরেও উনাকে সদর হসপিটালে 15 দিন রেখেছেন। আসলে এই দৃশ্যগুলো আমাদের সামনে যদিও খুব একটা করুন দৃশ্য নয়। তবে এই দৃশ্যগুলোর কথা আমাদের এখনো মনে পড়ে।

আপনার গান শুনে মনে হচ্ছে আপনি অনেক ভালো একজন গায়ক। অনেক ভালো লাগলো আপনার গানটা, এক কথায় অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটা গান শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ সুন্দর হয়েছে তো গানটি। মনে হচ্ছে অনেক আনন্দ উপভোগ করলেন আপনারা। আমিও ভিডিওটি দেখে আনন্দ উপভোগ করলাম। আপনাদের গান গাওয়া আরো মধুর হোক, এই কামনা করি। ভালো থাকবেন

Loading...

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.21
JST 0.038
BTC 98006.84
ETH 3638.04
USDT 1.00
SBD 3.85