Steem engagement challenge-S12/W6|"The grand festival in my country."
Hello! Incredible India community
engagement challenge link: https://steemit.com/hive-120823/@meraindia/steem-engagement-challenge-s12-w6-or-what-is-the-grand-festival-in-your-country
Edit by Canva
আসসালামু আলাইকুম. আশা করি সবাই ভালো আছেন.
আমি যেহেতু বাংলাদেশে এই জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশেই বেড়ে ওঠা. তো জাতিগত হিসাবে বাংলাদেশি. এবং আমি মুসলমান হিসেবে তার মধ্যে ধর্মীয় প্রধান দুইটা উৎসব আছে. ঈদুল আযহা ও ঈদুল ফিতর. আমি ঈদুল ফিতরটাই আমার কাছে বেশি আনন্দদায়ক লাগে। ঈদুল আযহাও অনেক আনন্দদায়ক. ঈদুল ফিতরটাই আজকে আপনাদের মাজে তুলে ধরেছি। ঈদুল ফিতরে আমরা প্রায় তিরিশ দিনের মতো রোজা রেখে তারপরে ঈদের দিন পালন করি. ঈদের দিনটা আসলে একটা শান্তির দিন. এই দিনে কিভাবে আমাদের সময় গুলো চলে যায় তা তুলে ধরার চেষ্টা করেছি।।ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
ঈদের দিন সকালবেলায় আসলে বাচ্চাদের মন গুলো দেখতে খুব ভালো লাগে. শিশুরা নতুন জামা কাপড় পড়ে. এদিকে সেদিকে ছোটাছুটি করে. তারপর বাড়িতে সবাই নতুন কিছু রান্না করা try করে মিষ্টি, জাতীয় কিছু রান্না করে. সেমাই, পায়েস. এবং কত কিছু।
সব সময়ই মানে ঈদের দিনগুলোতেই বিশেষ করে আয়োজন করা হয় এবং আমি যখন ছোট ছিলাম তখন সবচেয়ে বেশি আনন্দদায়ক লাগতো. যে নতুন জামা কাপড় পরে বড়দের কাছ থেকেনতুন টাকা নেওয়া. এটা আসলে কি বলে বোঝাবো যে এই আনন্দটা কতটুকু তা প্রকাশ করার মত না।
তো এখন তো আর ছোট নেই, এখন বড় হয়ে গিয়েছি. তো এখন নিজের মধ্যে ওই আনন্দটা কাজ করে. যে ছোটদেরকে নতুন টাকা গুলো দিলে তাদের চেহারার দিকে তাকালে মনে হবে যে আসলে আমি ওই সময়টা এরকম আনন্দ পেয়ে আসছি.
তো এরপর যে ধর্মীয় কাজ গুলো আছে যেমন তারপর আমরা সবাই একসাথে নামাজ জামাআতে ঈদের নামাজটা আদায় করি. অনেক বড় জায়গা নিয়া নামাজের আয়োজন হয়. বিভিন্ন এলাকা থেকে বা আশেপাশের গ্রাম থেকেও সেখানে মানুষ চলে আসে. সবাই একত্রে নামাজ পরার মজাটাই অন্যরকম এই সময়টাতে আসলে কোন ভেদাভেদ থাকে না.
সবাই একসাথে জামাতে আদায় করার পরে আরো বেশি চমৎকার লাগে. যে যারা একটু অস্বচ্ছল তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে. এমনকি আমরা নিজেরাও তাদেরকে বাড়িতে দাওয়াত দিই. বলি "আমরা চলেন একসাথে খাওয়া দাওয়া করি". ঈদের দিনটাতে এইরকম হয় তা কিন্তু না সারা বছরই এইরকম সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বাঙালিরা একটু আত্মীয়তাপরায়ন। সবাই নিজের মন থেকে আর কি যতটুকু পারে ততটুকু সাহায্য সহযোগিতা করে।
মানুষ সামাজিক জীব হিসেবে মানুষ কখনো চাইবে না যে তার পরিবারকে রেখে কখনো সে এই আনন্দের মুহূর্তগুলো একা কাটাক আমার দেশে থাকতে চাইবো এবং আমার পরিবারের সাথে উৎযাপন করব. কেননা এই আনন্দের দিনগুলো আসলে সব সময় পাওয়া যায় না. এগুলোকে কেন আপনি অবহেলায় ফেলে দিবেন বা ছেড়ে দিবেন. এই জিনিসগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।আমার পরিবার বলতে যে শুধু পরিচিত আত্মীয়জন এরকমও না আমি আমার যে সমাজে থাকি সেই সমাজটাও আমি একটা পরিবার মনে করি. তার মানে আমি তাদেরকে সাথে নিয়ে এই আনন্দের মুহূর্তগুলো কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করি.
ঈদুল ফিতরটা আসলে পছন্দ করার কারণ এইটাই যে এই সময়টাতে আমরা যখন রোজা রাখি ওই সময়তে আমরা যে struggle করি সাধারণত যারা দৈনিক টানাপোড়নের মধ্যে চলে এবং অনাহারের মধ্যে দিন কাটায়. আমরা আসলে এই রোজার মাধ্যমে তাদের অবস্থাটা বুঝতে পারি. এছাড়াও সবচেয়ে বেশি ভালো লাগে এইটাই যেদিন ঈদের দিন আমরা সবাই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যাই যে আসলে কে বড়লোক বা কে ধনী? বাংলাদেশে এসে ঘুরে যাবেন এবং নিজের মনকে তখন বলতে পারবেন যে আসলে সত্যিকারের একটা আনন্দময়ী উৎসব পালন করতে পেরেছেন .
@trtareq,
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় শুরু হওয়ার পূর্বেই পোস্ট করেছেন।
অনুগ্রহ পূর্বক, পরবর্তীতে অংশগ্রহণ করার পূর্বে অবশ্যই শুরু ও শেষ হওয়ার সময় সতর্কতার সাথে দেখবেন।
তাছাড়া আপনার achievement1 verified নেই।
yes, of course. Next time I will be more secure about time.