Incredible India monthly contest of August #2| What are your thoughts on the community system within the Steemit platform?

in Incredible India4 months ago
Incredible India monthly contest of August #2_ What are your thoughts on th_20240826_225132_0000.jpg

নমস্কার বন্ধুরা

আশা করি সবাই খুব ভালো আছেন। কমিউনিটির নতুন আরও একটা কনটেস্ট শুরু হয়েছে। আজ আমি প্রতিযোগিতার বিষয়বস্তুর উপর নিজের মন্তব্য তুলে ধরতে চলেছি। তবে তার পূর্বে এডমিন ম্যাম @sduttaskitchen কে অনেক ধন্যবাদ জানাই প্রতিনিয়ত প্রতিযোগিতার আয়োজন করার জন্য। চলুন তাহলে শুরু করা যাক -

আমার তিনজন বন্ধুকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি,

@rubina203,
@mdrasel442,
@mdsahin111

Are you for or against the community system on the steemit platform? Share your opinion with proper rationale!

আমি এত দিন কমিউনিটির অন্যান্য যেসকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সেগুলোর তুলনায় এবারের বিষয়বস্তুটা অনেকটা ভিন্ন। এবারের প্রতিযোগিতায় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে নিজের মতামত প্রদান করার চেষ্টা করবো।

আমার সামান্য অভিজ্ঞতার আলোকে যদি উপরোক্ত প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আমি বলবো হ্যা! আমি কমিউনিটি সিস্টেমের পক্ষে

স্টিমিট প্লাটফর্মের সাথে আমার জার্নি নয় মাস । সেই তুলনায় আমার অভিজ্ঞতা অন্য সবার থেকে সামান্য মাত্র। তবে এই সামান্য অভিজ্ঞতার আলোকে এটুকু বলতে পারি যে স্টিমিট প্লাটফর্মে কমিউনিটির গুরুত্ব অনেক।

Screenshot_2024-08-24-20-49-21-677_com.discord.jpg Screenshot From Discord

আমি কেন কমিউনিটি সিস্টেমের পক্ষে তার অনেক কারন রয়েছে। তার সব থেকে বড় কারন কমিউনিটি সিস্টেম যদি না থাকতো তাহলে আমি এই প্লাটফর্মে কাজ করতে পারতাম কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। একটা প্লাটফর্মে কাজ করতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হয়, অনেক কিছু বুঝতে অসুবিধা হয় তবে কমিউনিটি সিস্টেমের মাধ্যমে সকল সমস্যা দুর করা সম্ভব। অন্য কোনো কমিউনিটিতে কাজ করার অভিজ্ঞতা আমার নেই তবে Incredible India কমিউনিটিতে অন্তর্ভুক্ত প্রতিটা সদস্যের কার্য বিষয়ক যেকোনো সমস্যা অবিলম্বে সমাধান করা হয়। তাছাড়া নিয়মিত টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে সকল সদস্যকে স্টিমিট প্লাটফর্মের সকল নিয়মাবলি ও সঠিক দিক নির্দেশনা দেওয়া হয়। যেটা প্রতিটা স্টিমিয়ানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারন সঠিক নিয়ম পালন না করলে এই প্লাটফর্মে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

Do you think communities hold any significance for newbies and other users? How?

উপরোক্ত প্রশ্নটা দেখার পর আমার সর্বপ্রথম স্কুলের কথা মনে পড়লো। ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন আমাদের শিক্ষা বিষয়ক তেমন কোনো ধারনা ছিলো না। স্কুল থেকে আমাদের একটু একটু করে লিখতে ও পড়তে শেখায়।

কমিউনিটিকে একটা স্কুলের সাথে তুলনা করা যেতে পারে কারন স্কুলে যেমন শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান ও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দিকনির্দেশনা দেওয়া হয় তেমনই একটা কমিউনিটিতেও প্রতিটি নতুন স্টিমিয়ানকে সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়।

IMG_20240825_224534.jpg Screenshot From My Steemit Wallet

স্টিমিট প্লাটফর্মে যুক্ত হওয়ার পর নতুনদের এই প্লাটফর্ম সম্পর্কে কোনো ধারনা থাকে না। আমি যখন এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম তখন জানতামই না যে এখানে কাজটা কি। তবে Incredible India কমিউনিটিতে যুক্ত হওয়ার পর এখানকার সকলে আমাকে সব দিক থেকে সাহায্য ও উচিত পরামর্শ দিয়েছে এবং সেভাবে কাজ করেছি।

কমিউনিটির এডমিন ম্যামকে, ধন্যবাদ জানাই আমাকে এখানে কাজ করতে দেওয়ার সুযোগ এবং সঠিক সময়ে উপযুক্ত পরামর্শ দেওয়ার জন্য। আজ আমার ওয়ালেটে ৮২৯.৬৭৫ স্টিম পাওয়ার রয়েছে এবং এই পরিমানের ০.০০০০০১ % পাওয়ারও কমিউনিটির বাইরে থেকে অর্জন করিনি।

কমিউনিটিতে যুক্ত হওয়ার পর কিভাবে পাওয়ার আপ করতে হবে, কিভাবে নিজেকে ক্লাবের অর্ন্তভুক্ত থাকতে হবে সবই এই কমিউনিটি থেকে শিখেছি। তাই অন্য সবার ক্ষেত্রে উওরটা কি হবে জানি না তবে আমার নিকট কমিউনিটি সিস্টেম অনেক বেশি জরুরি।

If all communities quit operating on the steemit platform, do you manage yourself on this platform? Share your opinion.
IMG_20240727_192136.jpg

আগেই বলেছি আমি নিঃসন্দেহে কমিউনিটি সিস্টেমের পক্ষে অবস্থান করবো কারন কমিউনিটি সিস্টেম না থাকলে আমি এই প্লাটফর্ম থেকে যতটুকু অর্জন করেছি বা শিখতে পেরেছি তার কিছুই পারতাম না। একজন নতুন সদস্যকে যেভাবে হাতে ধরে সব কিছু শিখিয়ে দেওয়া হয় সেটা কেবলমাত্র কমিউনিটি সিস্টেমের মাধ্যমেই সম্ভব।

স্টিমিট প্লাটফর্মে যতটুকু অর্জন করেছি সেটা কমিউনিটির কারনেই। তাই কমিউনিটি সিস্টেম থাকবে না এটা আমি ভাবতে চাই না। এই প্লাটফর্মে কমিউনিটি সিস্টেমের গুরুত্ব বলে শেষ করা যাবে না। কমিউনিটি সিস্টেম এই প্লাটফর্মে চিরদিন থাকবে এই আশা রাখি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

সমাপ্ত
Sort:  
If all communities quit operating on the steemit platform, do you manage yourself on this platform? Share your opinion.
IMG_20240727_192136.jpg

আগেই বলেছি আমি নিঃসন্দেহে কমিউনিটি সিস্টেমের পক্ষে অবস্থান করবো কারন কমিউনিটি সিস্টেম না থাকলে আমি এই প্লাটফর্ম থেকে যতটুকু অর্জন করেছি বা শিখতে পেরেছি তার কিছুই পারতাম না। 🙏

একজন নতুন সদস্যকে যেভাবে হাতে ধরে সব কিছু শিখিয়ে দেওয়া হয় সেটা কেবলমাত্র কমিউনিটি সিস্টেমের মাধ্যমেই সম্ভব। 🌈

স্টিমিট প্লাটফর্মে যতটুকু অর্জন করেছি সেটা কমিউনিটির কারনেই। ❤️

আপনার ভোট দিয়ে @xpilar.witness-কে Steem's witness হিসেবে নির্বাচন করা যাক! 🙌 এর জন্য আপনার @steemitwallet.com/~witnesses গিয়ে "Vote" দিতে হবে। #SteemCommunity #XpilarWitness

|

সমাপ্ত
|
|-|#xpilarwitness #steem #steemit #community".

Loading...
 4 months ago 

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রতিটা প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং যথার্থই বলেছেন। কমিউনিটি সিস্টেম না থাকলে আমরা এ প্লাটফর্ম থেকে যতটুকু অর্জন করেছি এবং শিখেছি তা কখনোই সম্ভব হতো না।কেবলমাত্র কমিউনিটি সিস্টেমের মাধ্যমেই সম্ভবহয়েছে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101120.17
ETH 3683.12
USDT 1.00
SBD 3.16