Incredible India monthly contest of August #1| Implication of discipline!

in Incredible Indialast month
Incredible India monthly contest of August #1_20240815_234627_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কমিউনিটির চলমান কনটেস্ট নিয়ে নিজের মতামত তুলে ধরবো। তার পূর্বে এডমিন ম্যামকে অনেক ধন্যবাদ জানাই আমাদের জন্য প্রতিনিয়ত প্রতিযোগিতার আয়োজন করে নিজের মতামত শেয়ার করার সুযোগ ও অন্যের পোস্ট পড়ে জ্ঞান বৃদ্ধির দার খুলে দেওয়া জন্য।

What is the definition of discipline?

শৃঙ্খলা হলো একটি নৈতিক গুন। যেটা সৃষ্টির সেরা জীব হিসাবে প্রতিটি মানুষের মধ্যে থাকা জরুরি। আমার কাছে শৃঙ্খলা মানে কিছু নিয়ম, বাধা- নিষেধ এর সমন্বয়। যেটা আমাদের পথ নিদর্শক হিসাবে কাজ করে এবং লক্ষ্যে পৌঁছাতে ভূমিকা রাখে।

প্রতিটা জায়গায় সেটা হোক স্কুল, কলেজ বা অন্যান্য কর্ম স্থল, সবক্ষেত্রেই সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে আর এগুলো মেনে চলাই শৃঙ্খলা। প্রতিটা প্রতিষ্ঠানেই সকল কাজ সুন্দরভাবে পরিচালনা করার জন্যেই মূলত বিভিন্ন নিয়মের উল্লেখ্য থাকে।

একটা সহজ কথা বলি, কোনো দেশের অভ্যন্তরে যদি জনগনের মধ্যে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয় তাহলে সেটার কারনে কেউ শান্তিতে থাকতে পারে না। তাহলে এটা তো নিঃসন্দেহে বলা যায়, শৃঙ্খলা হলো শান্তির বাহক। দেশ, সমাজ, পরিবার তথা ব্যক্তি জীবনে শান্তির জন্য শৃঙ্খলা বজায় রাখা আবশ্যক।

Do you think it's essential to maintain discipline in our personal and professional lives? Why?

হ্যা! অবশ্যই আমি নিঃসন্দেহে মনে করি যে আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা অন্তত জরুরি। প্রতিটা মানুষের জীবনে একটা লক্ষ্য বা স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরনের ক্ষেত্রে প্রথম ধাপ হলো জীবনকে শৃঙ্খলাবদ্ধ করা।

শৃঙ্খলাবদ্ধ করা মানে জীবনকে নিয়মের মধ্যে আবদ্ধ করা। আমরা যারা পড়াশুনা করি তারা পড়ায় মনোনিবেশ করার জন্য বা পরিক্ষায় ভালো করার জন্য প্রতিদিন একটা রুটিনমাফিক পড়াশুনা করি। এখানে রুটিনমাফিক পড়াশুনা করাটাই হলো জীবনকে নিয়মের মধ্যে আবদ্ধ করা আর এভাবেই প্রতিটা ক্ষেত্রে আমরা শৃঙ্খলাবদ্ধ হতে পারি।

একটা সহজ উদাহরণ দেই যেটা বুঝতে আমাদের সকলেরই সুবিধা হবে। আমরা যারা স্টিমিট প্লাটফর্মে কাজ করি তাদের একটাই লক্ষ্য যেন আমরা এই প্লাটফর্মে নিজের নামের সুবিচার করতে পারি এবং আরও উচ্চ স্তরে পৌঁছাতে পারি। তবে একবার ভেবে দেখুন তো, আমরা যদি স্টিমিট প্লাটফর্মের সকল নিয়মকানুন তথা শৃঙ্খলা না মেনে কাজ করি তাহলে কি আমরা আমাদের অবস্থানের উন্নতি করতে পারবো?

  • একদমই নয়! এটা কখনও সম্ভব নয়।

শুধুমাত্র এই প্লাটফর্মেই নয়। জীবনের যেকোনো জায়গায়, যেকোনো প্লাটফর্মে উন্নতি করতে হলে অবশ্যই নিজেকে তথা নিজের মনকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে।

সেটা হোক লেখাপড়া, চাকরি, হতে পারে সেটা কৃষিকাজ।
আমরা যে কাজই করি না কেন তার উদ্দেশ্য থাকে লক্ষ্য অর্জন করা। শুধুমাত্র উদ্দেশ্যে থাকলেই হবে না বরং সেটা অর্জন করতে হলে শৃঙ্খলাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

How does discipline help us to develop? Describe.

শৃঙ্খলা শব্দটার ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। তবে আমি এটুকু মনে করি জীবনের ছোট বড় প্রতিটা ধাপ অতিক্রম করতে হলে সেখানে শৃঙ্খলার ভূমিকা অবশ্যই রয়েছে। শৃঙ্খলা শব্দটা শুনতে যতটা সহজ মনে হয় সেটা মেনে চলা বাস্তবে এতটাও সহজ কাজ নয়। যদি এতটাই সহজ হতো তাহলে মানুষে মানুষে এত হানাহানি থাকতো না।

আমি যদি কিছু জানতে বা শিখতে চাই তাহলে সেই বিষয় নিয়ে বারবার অনুশীলন করতে হবে এবং সেই বিষয়ের সাথে জড়িত সকল নিয়ম কানুন শৃঙ্খলার সাথে মেনে চলতে হবে। যদি আমি ভালো ছাত্র, শিক্ষক, ডাক্তার যেটাই হতে চাই না কেন তাহলে অবশ্যই আমাকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে।

শৃঙ্খলা আমাদের সময়ের মূল্য বুঝতে শেখায়। শৃঙ্খলা আমাদের নিয়মানুবর্তিতা শেখায়। শৃঙ্খলা আমাদের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা মাফিক চলতে শেখায়। শৃঙ্খলা আমাদের কৃতজ্ঞতাবোধ ও গুণীজনের সম্মান করতে শেখায়। জীবনে উন্নতির পিছনে এমন কোনো বিষয় নেই যেটার সাথে শৃঙ্খলা বোধ জড়িয়ে নেই। সকলে ভালো থাকবেন।

আমার কয়েকজন বন্ধুকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি,

jahidul21,
sayeedasultana,
mukitsalafi

END
Sort:  
Loading...
 last month 

আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনি এই কনটেস্ট পার্টিসিপেট করেছেন এবং এই কনটেস্টে প্রশ্নের উত্তরগুলো অনেক সুন্দর করে করেছেন আমাদের মাঝে শেয়ার এবং আমি অবশ্যই চেষ্টা করব এই কনটেস্ট পার্টিসিপেট করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49