একাকিত্ব!

in Incredible Indialast month

একাকিত্ব বোধ পৃথিবীর সব থেকে কষ্টের অনুভুতিগুলোর মধ্যে একটা। দুই ধরনের মানুষ একাকিত্ব অনুভব করতে পারে। যার পাশে থাকার মতো কেউ নেই সে একাকিত্ব বোধ করতে পারে আবার কেউ কেউ এমনও থাকে যার আশেপাশে সকলে থাকার পরও নিজেকে একা মনে করে!

pexels-freestockpro-1172207.jpgSource

যার কেউ নেই সে যদি নিজেকে একা মনে করে তাহলে দোষের কিছুই নেই তবে যদি কোনো ব্যক্তির সবাই থেকেও নিজেকে একা মনে করে তবে সে হয়ত পৃথিবীর দুঃখী মনে করে নিজেকে।

আমি মনে করি, একাকিত্বের অনুভূতিটা তখন আসে যখন মনের কথাগুলো বলার মতো কেউ থাকে না! যখন নিজের ভালো লাগা - খারাপ লাগা, নিজের হাসি- আনন্দ, দুঃখ - কষ্ট নিজের ভিতর চেপে রাখা ছাড়া উপায় থাকে না কারন এই অনুভুতিগুলো বলার বা বোঝানোর মতো কেউ নেই।

মানুষ তখনই নিজেকে অনেক অসহায় মনে করে যখন সে বুঝতে পারে যে তার সুখ বা দুঃখের কোনো ভাগিদার নেই। সম্পত্তির ভাগ অন্যকে দেওয়ার সময় আমাদের খারাপ লাগে কিন্তু অপরদিকে আমাদের দুঃখের কোনো ভাগি নেই এটা ভেবেও খারাপ লাগে।

সুখের মুহুর্তগুলো ভাগ করলে সুখ বাড়ে আর দুঃখের মুহুর্ত ভাগ করে দিলে মনের কষ্ট অনেকটাই হ্রাস পায়। এর কারনটা কি বলুন তো?

জীবনে সুখি হওয়ার জন্য খুব বেশি অর্থ সম্পদের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সুখী হওয়ার জন্য জীবনে এমন একজনকে সব সময় পাশে দরকার যার সাথে জীবনে প্রতিটা মুহুর্ত ভাগ করে নেওয়া যায়, সেটা হোক সুখ অথবা দুঃখ।

সম্পদ আজ আছে কাল নাও থাকতে পারে তবে জীবনে যদি এমন কেউ পাশে থাকে যার সাথে জীবনের চাওয়া ও না পাওয়ার পার্থক্যটা বলার মতো সুযোগ থাকে তাহলে যেকোনো খারাপ পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখা যায়।

কিছু কিছু সময় আমাদের এমন হয়ে থাকে যখন মনের কোনো কথা অন্যকে বলার জন্য ছটপট করি। যতক্ষণ না পর্যন্ত সেটা অন্য কারো সাথে শেয়ার করি ততক্ষণ যেন শান্তি পাই না কিছুতেই। তবে যদি এমন কেউ না থাকে যাকে মনের ভাষাগুলো বোঝানো যায় তখন নিজের অনুভুতিগুলো নিজের পেটেই মারা যায়!

আমাদের মন যতই খারাপ থাকুক না কেন আমরা যদি বন্ধুদের সাথে আড্ডা দেই তাহলে মনটা অনেকটাই হালকা হয়ে যায়। তবে সেটা না করে যদি একা একা বন্ধ ঘরে বন্দী থাকি তাহলে মন ভালো হওয়া তো দুরের কথা বরং আস্তে আস্তে মানুষ ডিপ্রেশনে চলে যায়।

আমি যদি আমার পেটের কথা অন্য কাউকে বলতে না পরি তাহলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। সকল পরিস্থিতিতে হাসিখুশি থাকতেই সব থেকে বেশি ভালোবাসি কারন আমার মন খারাপ আমার আশেপাশের লোকজনকে দেখিয়ে হাসি ঠাট্টার পাত্র হতে ইচ্ছে করে না!

মাঝে মাঝে একটা বিষয় খুব বেশি মনে হয়, জীবনে অন্য কিছুর প্রয়োজন থাকুক আর নাই বা থাকুক একাকিত্ব দুর করার মতো কাউকে খুব দরকার।

( আমি কিন্তু খুব কমই একাকিত্ব অনুভব করি কারন আমার আশেপাশে যারা রয়েছেন তারা সকল পরিস্থিতিতে আমার পাশে থাকেন তবে আজ শুয়ে শুয়ে ভাবছিলাম, যদি কখনও একা হয়ে যাই তাহলে আমারও এমনই অনুভূতি হবে!)

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76416.42
ETH 2864.57
USDT 1.00
SBD 2.57