Better Life With Steem || The Diary game || 4th September 2024

in Incredible Indialast month
20240904_234640_0000.jpg
সকালবেলা

ঘুম থেকে উঠে রোদ ঝলমলে একটা সকাল দেখতে পেলাম। সকালের রোদ নাকি মিষ্টি হয় তবে আজকে সকালে রোদের তেজ সত্যি অসহনশীল ছিলো। বাইরে রোদের দিকে তাকানো সম্ভব হচ্ছিলো না। তবুও বাইরে ফ্রেশ হতে গিয়েছিলাম।

IMG_20240904_184351.jpg

আমি ঘুম থেকে উঠতেই আমার পিছন পিছন ঘুরতে থাকে আমার বিড়ালটা। আমি স্নান করতে গেলেও কলের পাশেই বসে থাকে যতক্ষণ না পর্যন্ত আমার স্নান শেষ হয়।বিগত একটা পোস্টে বলেছিলাম যে আমার আগের বিড়ালটা মারা গিয়েছে। এই বিড়ালটা কদিন আগেই এনেছি বাড়িতে আর এত অল্প দিনের মধ্যে আমার উপর অনেক বেশি নির্ভর হয়ে পড়েছে ও। আমিও ওর ভালোবাসার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছি।

আজ বুধবার তাই প্রতি সপ্তাহের মতো বাবা খুলনাতে গিয়েছে। তাই বাড়িতে কাজের একটু চাপ ছিলো অন্য দিনের তুলনায়। আমাকেও খুলনা চলে যেতে হবে, কোচিং শুরু হয়েছে আবার তবে নানা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আটকে আছি।

দুপুরবেলা
IMG_20240904_184309_396.jpg

বাড়ির কাজগুলো শেষ করে অনেকটা ক্লান্ত লাগছিলো। তবে প্রায় স্নান করার সময় হয়ে গিয়েছিলো এজন্য বিশ্রাম না নিয়ে পাশের বাড়ি ফ্রেন্ডদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে মনটা ভালো করার চেষ্টা করলাম। আর তাছাড়া কিছু সময় বাদেই বাবা খুলনা থেকে চলে আসবে তখন আরও কিছু কাজ থাকে। সেই কাজগুলো শেষ করেই স্নান করবো। যাক, প্রায় ২.৩০ মিনিট নাগাদ বাবা দিয়ে বললো যে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে।

IMG_20240904_184309_311.jpg

তখন আমি সাথে সাথে রাস্তায় চলে আসলাম। একটু বাদেই বাবা চলে আসলো। তারপর গাড়ি থেকে সকল জিনিসপত্র নামিয়ে নিলাম। প্রতি সপ্তাহে খুলনা থেকে গাড়িতে করে এভাবে মুরগির ফার্মের জন্য সারা সপ্তাহের জিনিসপত্র আনতে হয়। যাই হোক, সব কাজ সেরে বাড়িতে এসে স্নান সেরে নিলাম। আজ বাড়ির পাশের এক কাকার মেয়ের অন্নপ্রাশন। সেখানে নিমন্ত্রণ থাকায় বাড়িতে দুপুরের খাবার খায়নি।

বিকালবেলা
IMG_20240904_184309_306.jpg
IMG_20240904_184308_596.jpg

বিকাল ৪.৩০ মিনিট নাগাদ নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য ডাক দিলো। তখন বন্ধুরা মিলে কাকার বাড়িতে গিয়েছিলাম। সবাই মিলে খাওয়া শেষ করলাম। গরমের মধ্যে খেতে বসে ভীষণ অসহ্য লাগছিলো। তাই তাড়াতাড়ি খেয়ে উঠলাম।

কাকাদের বাড়িতে একটা ছোটো লেবু গাছ দেখলাম এবং সেটায় অনেক লেবু ধরেছে। এই লেবু গাছের জাতের নাম কি সেটা জানতে চাইলে একজন বললো যে এটা নাকি চীনা জাতের লেবু গাছ। ছোট গাছে এত বেশি লেবু ধরতে আগে দেখিনি।

খেতে কেমন সেটা জানি না তবে দেখতে বেশ সুন্দর লাগছিলো। দেখতে ভালো হলেই যে খেতে ভালো হবে তেমন কোনো মানে নেই। মুখে মিষ্টি কথা বলা মানুষগুলোর ভিতরের দিকটা থাকে সম্পূর্ণ ভিন্ন। জানি না এই লেবু গাছের ক্ষেত্রে বিষয়টা এমন কিনা!

রাত্রিবেলা
IMG_20240904_184308_952.jpg

সন্ধ্যার পর রাস্তায় এসে কিছু সময় পায়চারি করছিলাম। এখনও রাতে প্রতিদিন গ্রামের মানুষ পাহারা দিচ্ছে কারন এখন কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারছে না। জানি না কবে এসব দুর হবে সমাজ থেকে। সকলের সাথে রাস্তায় কিছু সময় কাটানোর পর বাড়িতে চলে আসলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।

সমাপ্ত
Sort:  
Loading...
 last month 

সকালের রোদটা খুব মিষ্টি হয়, সকালে মিষ্টি হতে বাহিরে হাঁটলে খুব আনন্দ লাগে, আসলেই গরমের সময় খেতে খুব অসহ্য লাগে, আমি সারাদিনি কার্যক্রম দিকে খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য

 last month 

বাবা বাসায় না থাকলে কাজের চাপ একটু বেশি হয় আসলে যারা কাজ করে বাসায় তারা না থাকলে একটু কাজ বেশি করতে হয়।।

আজ নিমন্ত্রণ খেতে গেছিলাম নিশ্চয়ই অনেক আনন্দের সাথে খেয়েছেন।। শুনে খারাপ লাগলো আপনারা এখনো নিশ্চিত ভাবে ঘুমাতে পারছেন আসলে এটা খুবই অমানবিক কাজ হচ্ছে যারা এগুলো করছে।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65676.04
ETH 2615.45
USDT 1.00
SBD 2.65