Better Life With Steem || The Diary game || 4 April 2024

in Incredible India7 months ago
20240404_154415_0000.jpg

Hello Everyone,,,

নমস্কার বন্ধুরা! আশা করি, সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি তবে দিনগুলো এতো বেশি ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি সেটা বলে বুঝানো যাবে না। যাই হোক, আজকের পোস্টটিতে আমি আপনাদের সামনে আমার নতুন একটা দিনের কার্যক্রম তুলে ধরতে চলেছি।

IMG_20240404_181958_243.jpg

বেশ অনেকদিন পরই পোস্ট লিখতে বসেছি। সত্যি বলতে ফোনটা হাতে নেওয়ার সময়ই পাচ্ছি না। বিভিন্ন কাজের কারনে বেশিরভাগ সময়ে বাড়ির বাইরেই থাকতে হচ্ছে। আজ সকাল ৭ টায় ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতো মুরগির ফার্মে গিয়ে তাদের সকালের খাবার দেওয়া ও ডিম তুলে আনার কাজ করি। যাই হোক, এগুলোতো প্রতিদিনের কাজ তাই নতুন করে আর বিস্তারিত বললাম না।

মোটামুটি কাজ শেষ করে ১০.৩০ মিনিটের দিকে সকালের খাবার খেয়েছিলাম এবং তারপর কিছু আঙ্গুর ফল খেয়েছিলাম। বিগতদিন বুধবার ছিলো, বাড়ির পাশের কাকা খুলনা গিয়েছিলো, তখন তার কাছে আপেল আর আঙ্গুর ফল আনতে দিয়েছিলো। খাওয়া শেষ করে পরবর্তী সময় বাড়িতে বিভিন্ন কাজ করছিলাম।

IMG_20240404_181958_720.jpg
IMG_20240404_181957_909.jpg

কয়েকদিন পরই শ্রাদ্ধানুষ্ঠান তাই তার জন্য অনেক কিছু কেনাকাটার প্রয়োজন। আজ যেহেতু বৃহস্পতিবার, আমাদের এখানে এই দিনেই বাজার বসে তাই, আমার আর দাদাকেই এসব কেনার দায়িত্ব দেওয়া হলো। দুপুরে স্নান শেষ করলাম তারপর খাওয়া-দাওয়া শেষ করার পর বাজারের উদ্দেশ্যে রওনা হলাম।

বাজারে গিয়ে ব্রাহ্মণের লিখে দেওয়া ফর্দ অনুযায়ী সকল কিছু কেনা শুরু করলাম। একটা দোকান থেকে অনেক কিছু কেনার প্রয়োজন ছিলো, প্রথমে সেখানে গিয়েছিলাম এবং গিয়ে দেখি প্রচন্ড ভীড়। আমাদের যেহেতু অনেক কিছু কিনতে হবে তাই অন্যদের টুকটাক জিনিসপত্র দিয়ে আমাদের গুলো দেওয়া শুরু করলো।

IMG_20240404_181958_535.jpg

তারপর চলে আসলাম পানের দোকানে। বাড়িতে লোকজন আসলে তাদের খেতে দেওয়ার জন্য পান এবং সেই সাথে সুপারিও কিনতে হবে। তাই পান কিনলাম মোট ৫৫০ টাকার এবং ২৫০ টাকার সুপারিও কিনলাম। এসব কেনা শেষ হলে সেখান থেকে বেরিয়ে আসলাম।

তারপর আরও অনেক কিছু কিনেছিলাম তবে সন্ধ্যা হয়ে আসছিলো এজন্য তাড়াহুড়োয় ছবি তুলতে পারিনি।

IMG_20240404_181958_381.jpg

বাড়িতে আসার আগে দাদা বললো, বাড়িতে ব্যবহার করার জন্য তার একটা জুতা (চপ্পল) কিনতে হবে। তাই জুতার দোকানে গিয়েছিলাম এবং দাদা জুতা পছন্দ করলো। সেটার মূল্য ১২০ টাকা নিয়েছিলো। অনুষ্ঠানের সকল জিনিসপত্র কেনা শেষ হলেও এখনও বাড়ির বাজার করা হয়নি, এদিনে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তাই তৎক্ষনাৎ বাজার করা শুরু করলাম। বাজার করা শেষ করে বাড়িতে ফেরার সময় বাবা-মায়ের জন্য দই কিনে এনেছিলাম এবং যার মূল্য ১৫০ টাকা নিয়েছিলো।

বাড়িতে এসে গাড়ি থেকে একেক করে সব জিনিসপত্র বাড়িতে নিয়ে আসলাম এবং ফ্রেশ হয়ে নিলাম। তারপর যেসকল কেনাকাটা করা হয়েছে সেগুলোর দামসহ হিসাবের খাতায় লিখে রাখলাম। সব কিছু হিসাব ভুক্ত করার পর বাবা ও জেটুর সাথে পরবর্তী দিনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করলাম কিছুসময় আলোচনা করলাম।

IMG_20240404_181958_371.jpg

খুব ক্ষুধা লেগেছিলো তাই রান্না শেষ হলে রাতের খাওয়া শেষ করলাম। তারপর কিছু কমলা খেয়েছিলাম। আজ আমার দিদিমা এসেছে আমাদের বাড়ি তাই আসার সময় কমলা ও আরও অন্যান্য ফল এনেছিলো। সারাদিন একটু ঘুমানোর সময় পাচ্ছি না, এজন্য খাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়েছিলাম। কখন যে ঘুম এসে গিয়েছে নিজেও ঠিক পাইনি।

END
Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 7 months ago 

Thank you so much.

Loading...
 7 months ago 

আপনার বিগত পোস্টে পড়েছিলাম আপনার ঠাকুরমা আর এই পৃথিবীতে নেই। আর এসব নিয়ে কয়েকদিন থেকে আপনি অনেক ব্যস্ততার মাঝে দিন পার করতেছেন। এর মাঝে শ্রাদ্ধের অনুষ্ঠান হবে এসব নিয়ে বাইরে অনেক কেনাকাটা করা নিয়ে ব্যস্ত ছিলেন।

একটি ব্যস্তময় দিন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81449.68
ETH 3207.32
USDT 1.00
SBD 2.82