Better Life With Steem || The Diary game ||30th January 2024

in Incredible India7 months ago

Hello Everyone

নমস্কার বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, সবাই অনেক বেশি ভালো আছেন। সৃষ্টিকর্তার কৃপায় সুস্থভাবে আরও একটা দিন পার করেছি। দেখতে দেখতে বছরের প্রথম মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। আমি আপনাদের সাথে ৩০ জানুয়ারি ২০২৪ তারিখের সারা দিনের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করবো
20240130_203914_0000.png

আজ সকাল ৮.০০ টায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আজ অবশ্য মায়ের ডাক দেওয়ার আগেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়েছিলাম। তারপর প্রতিদিনের মতো রাস্তায় হাটতে গিয়েছিলাম।

শীতের সময় সকালে আমাদের সবারই একটু ব্যায়াম করা উচিত। ব্যায়াম করলে শরীর ভালো থাকে এবং শীতের সময় শরীরের তাপ বাড়াতেও সাহায্য করে। আর তাছাড়া ডায়বেটিস রোগ থেকে দুরে থাকতে হলে প্রতিদিন সকালে হাটার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। ডায়বেটিস কতটা ভয়ংকর সেটা আমরা সবাই জানি। তাই আমাদের প্রতিদিন সকালে নিয়মিত হাঁটা উচিত।

IMG_20240130_220820.jpg

যাই হোক, তারপর হাঁটতে হাটঁতে দেখি কয়েকজন লোক গাছ কাটছিলো। শীতের সময় জলে দাঁড়িয়ে করাত (আপনাদের এখানে অন্য নামও হতে পারে) দিয়ে গাছ কাটছিলো। কিছুসময় গাছ কাটা দেখার পর সেখান থেকে চলে এসেছিলাম। সেখান থেকে আসার আগে একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

তারপর কিছুসময় পর বাড়িতে চলে এসেছিলাম। আপনারা জানেন যে আমাদের এখানে নাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে,তাই সে উদ্দেশ্যে আমি কিছু দিন আগে চাঁদা তুলতে গিয়েছিলাম কিন্তু আমাদের উপর আবারও দায়িত্ব পড়লো আমতলা নামে একটা গ্রামে চাঁদা তুলতে যাওয়ার।

চাঁদা তুলতে গেলে বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এজন্য সকালেই স্নান করে বেরোনোর সিদ্ধান্ত নিলাম।এজন্য স্নান করে খেয়ে নিলাম। সকালের খাওয়া শেষ করে চাঁদা তুলতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম।

IMG_20240130_200445_217.jpg

সবাই একত্রিত হয়ে আমাদের গন্তব্য মানে আমতলা গ্রামের দিকে রওনা হয়েছিলাম। অন্যদিন একসাথে অনেক লোক বেরিয়েছিলাম কিন্তু আজ ছিলাম মাত্র চার জন। কম লোক যাওয়া কারন মূল কারন হলো, গ্রামটা অনেক ছোট এজন্য বেশি লোক যাইনি। যাই হোক, আমরা প্রায় সকালে ১০ টার দিকে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম।

শস্য ক্ষেত

IMG_20240130_200454_911.jpg
IMG_20240130_200453_381.jpg

বিভিন্ন বাড়িতে ঘুরতে ঘুরতে আমি একটা বাড়িতে শস্যক্ষেত দেখতে পেলাম। যেটা দেখতে এককথায় অসাধারণ লাগছিলো। শস্য ক্ষেতটা অনেক বড় ছিলো এবং মৌমাছি ফুল থেকে মধু আহরণ করছিলো।

শস্য ক্ষেতের মনোরম পরিবেশ আর সৌন্দর্য দেখে ফটোগ্রাফি করার লোভ সামলাতে পারলাম না, তাই মোবাইল দিয়ে কিছু ফটোগ্রাফি করলাম তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম।

মা সরস্বতী

IMG_20240130_200447_634.jpg

কিছুসময় পর অন্য একটা বাড়িতে দেখতে পেলাম একজন লোক মা সরস্বতীর মূর্তি তৈরি করছে। আপনারা জানেন যে, কিছুদিন পর সরস্বতী পূজা। সেই উপলক্ষে ভাস্কর মূর্তি বানানোর কাজ আরম্ভ করেছে।

ভাবতেই অবাক লাগে, ভাস্কর কত সুক্ষ্ম হাতে এসব কাজ করে থাকে। আমাদের আশেপাশের প্রতিটা মানুষই কোনো না কোনো কাজে দক্ষ ও পারদর্শী হয়ে থাকে। ভাস্করের নিখুত হাতের ভাস্কর্য দেখতে খুব ভালো লাগছিলো।কিছুসময় দাঁড়িয়ে দেখলাম তারপর আবার কাজে লেগে পড়লাম।

IMG_20240130_200451_330.jpg

সবাই মিলে কাজ করার মজাই অন্যরকম। কাজ করতে করতে কষ্ট হলেও সেটা কষ্ট মনে হয় না। একটা বাড়িতে যেতেই দেখা পেলাম দুটো বিড়ালমশাইয়ের। তারা দুজন রোদে ঘুমিয়েছিলো কিন্তু আমাদের দেখতেই তারা আমাদের দিকে তাকিয়ে ছিলো। যখন আমি তাদের ছবি উঠাতে গিয়েছিলাম তখনই একজন হয়ত লজ্জা পেয়ে উঠে চলে গিয়েছিলো।😄

জবা ফুল

IMG_20240131_132918_139.jpg

ফুল সবারই অনেক প্রিয় আর জমা ফুল হলে তো কথাই নেই। ফুল বাড়ির সৌন্দর্য কয়েকগুন বাড়াতে সাহায্য করে। নিজের সাধ্যমত ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম।আশা করি, আপনাদের ভালো লেগেছে।

আমাদের সকল কাজ শেষ করে বাড়িতে আসতে আসতে বিকাল ৫ টা বেজে গিয়েছিলো। যেহেতু সকালে স্বান করে গিয়েছিলাম তাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম।

উপরে আমি আপনাদের আমার ব্যস্তময় একটা দিনের কিছুটা ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, মনযোগ দিয়ে পড়েছেন। পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন।

ধন্যবাদ সবাইকে

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
Loading...

প্রতিদিন সকালে হাঁটতে যাওয়া খুবই ভালো একটা অভ্যাস। আমাদের এখানেও গাছ কাটার এই যন্ত্রটিকে করাত বলে। আপনার তোলা শস্য ক্ষেত আর জবা ফুলের ছবিগুলো খুব ভালো হয়েছে। আপনার সারাদিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

আমার তোলা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

 7 months ago 

শুধু শীতের সময় সকালে না প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করা উচিত আমাদের শরীর সুস্থ রাখার জন্য।

ফুলের প্রতি আমার অনেক ভালোবাসা আমার কাছে অনেক ভালো লাগে ফুলের সংস্পর্শে থাকতে দুর্দান্ত হয়েছে আপনার জবা ফুলের ফটোগ্রাফি।

দাদাভাই বেশ ভালই লাগলো আপনার একটি দিনের কার্যক্রম পড়ে আপনার পরবর্তী দিনালিপি আরবি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।

 7 months ago 

ফুলের স্পর্শে আসলে সবার মনই ভালো হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 7 months ago 

আপনার ডায়েইর পড়তে বসা মানে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপভোগ করা। আজকেও পুকুরে গাছ কাটার ছবিটি আপনি অনেক দূর থেকে দক্ষ হাতে ধারণ করেছেন, পাশাপাশি সরিষা ফুল ও জবা ফুলের ছবি গুলোও দারুণ ছিল।

 7 months ago 

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। শুভকামনা রইল আপনার জন্য।

 7 months ago 

শীতের সময়টা আমাদের কাছ থেকে একটু একটু করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কুয়াশা তো সকালবেলা এখন খুব কম দেখা যায়। বন্ধুদের সাথে আমতলা গ্রামে গিয়েছেন। সেখানে গিয়ে সরস্বতী মূর্তি তৈরি করে একটা লোক সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে পোষা বিড়াল গুলো শীতের সময়ে একটু রোদের আলো দেখতে পেয়ে। রোদের তাপমাত্রা উপভোগ করার জন্য বের হয়ে এসেছে। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য এবং মূল্যবান মতামত প্রদানের জন্য। শুভকামনা কামনা রইল আপনার জন্য।।

 7 months ago 

আপনার মতামতের উওর দিতে একটু দেরি হয়ে গেলো তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলেই অনেকটাই কমে গেছে এখন। আপনাকে অনেক ধন্যবাদ মতামত প্রদানের জন্য।

 7 months ago 

সরিষা ফুলের ফটোগ্রাফি দুটো বেশ সুন্দর হয়েছে সাথে জবা ফুলটা দেখতে ভীষণ ভালো লাগছে।
ও হ্যাঁ বিড়াল দুটো খুনসুটিও কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে।

 7 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন।

 7 months ago 

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59626.66
ETH 2519.04
USDT 1.00
SBD 2.43