Better Life With Steem || The Diary game || 30th August 2024

in Incredible India2 months ago

মানুষকে অবহেলা করার মতো সহজ কাজ আর হয়ত কিছুই নেই পৃথিবীতে। অন্তত কাউকে সম্মান করার থেকেও হাজার গুণ সহজ কাজ তাকে অপমান করা। অপরকে সম্মান করতে নিজের মধ্যে নূন্যতম মূল্যবোধ থাকতে হয় তবে অপমান করতে সেসবের কিছুই দরকার পড়ে না। কারো কাছে অবহেলার পাত্র হয়ে উঠতে খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না। কাউকে একটু বেশি মূল্য দিয়ে দেখবেন, দুদিন পর আপনিই তার কাছে মূল্যহীন হয়ে পড়বেন! এটাই বাস্তবতা।

IMG_20240830_121023_258.jpg

সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাস্তায় বেরিয়ে একটা নীলকন্ঠ ফুলের ফটোগ্রাফি করার মাধ্যমে নিজের কার্যক্রম শুরু করলাম। অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করা হয় না, খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। নীলকন্ঠ ফুল আমাদের খুব পরিচিত। বিশেষ করে হিন্দুধর্মাবলম্বীরা শিব ঠাকুরের পূজায় নীলকন্ঠ ফুলের ব্যবহার করে থাকে।

কিছুসময় রাস্তায় হাঁটাহাটি করার পর বাড়িতে এসে সকালের খাবার খেয়ে নিলাম। একটানা বৃষ্টির কারনে পাড়ের মাটি ধুয়ে পুকুরে পড়েছে এজন্য পুকুরে অক্সিজেন এর ঘাটতি দেখা দিয়েছে। একারনে পুকুরের মাছ মারা যাচ্ছে। বিগতদিন বিভিন্নরকম ঔষধ দেওয়া হয়েছিলো পুকুরে এজন্য আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে।

তাই আজ পুকুরে নেমে সাতার কেটে পুকুরে অক্সিজেন সরবরাহ করতে হবে। আপনারা হয়ত জেনে থাকবেন, জলে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে জল উলোট-পালোট করে দিলে অক্সিজেনের ঘাটতি অনেকটাই কমে যায়। দুপুরে স্নানের সময় বাবা আর আমি গিয়ে সেই কাজটা করলাম। অনেকদিন পুকুরে সাতার কাটা হয় না তাই একটুতেই হাঁপিয়ে গিয়েছিলাম আমি।

IMG_20240830_115431_860.jpg
IMG_20240830_115432_102.jpg

দুপুরের খাওয়া শেষ করে কিছুসময় ঘুমিয়েছিলাম। বিকালে ঘুম থেকে উঠে রাস্তায় আসতেই দেখলাম যে ড্রেজার মেশিন নিতে এসেছে। আসলে রাস্তার পাশে এতদিন যাবত ড্রেজার মেশিন দিয়ে পুকুর খননের কাজ করানো হচ্ছিলো। কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন যাবত তাই আজ ট্রাকে করে নিতে এসেছে।

ট্রাকে ড্রেজার উঠানোর প্রক্রিয়াটা বেশ ঝুকিপূর্ণ মনে হলো আমার কাছে। এভাবে উঠানোর সময় যেকোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। যাক হোক, অনেক সাবধানতার সহিত উঠানো হয়েছিলো।

IMG_20240830_115431_879.jpg
IMG_20240830_115432_339.jpg

নীল আকাশের সৌন্দর্য সব সময় সুন্দর হয়। তবে মাঝে মাঝে আকাশে মেঘের এমন কিছু নকশা তৈরি হয় যেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। তেমনই অসাধারণ একটা মুহুর্ত ফটোগ্রাফি করার সুযোগ পেয়েছিলাম আজ।

আজ সারাদিন বৃষ্টি হয়নি তবে সন্ধ্যার সময় আকাশে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিলো। বিদ্যুৎ চমকানোর ঝলকানিতে সমস্ত আকাশ যেন আলোয় আলোকিত হয়ে যাচ্ছিলো। আবারও বৃষ্টি নামবে এটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিলো। তাই বৃষ্টির আগেই বাড়িতে চলে আসলাম। বৃষ্টি হলেই কারেন্ট চলে যাচ্ছে তাই আগে ভাগেই ফোনটা চার্জে দিলাম কারন এটা ছাড়া তো সবই অচল মনে হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন।

END
Sort:  
 2 months ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবে আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ‌

বিকালে একটু ঘোরাঘুরি করলে মনটা ফ্রেশ থাকে।ড্রেজার মেশিন ট্রাকে উঠানোর এই সময়টা অনেক রিকসের কেননা ড্রেজার মেশিন অনেক ভারী হওয়াতে ট্রাক উল্টে যাওয়ার ভয় রয়েছে।

 last month 

এই পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর করে আপনার দিনলিপি তুলে ধরেছেন। অপরকে সম্মান করা যেখানে মনুষ্যত্বের পরিচয়, সেখানে অবহেলা করা যেন এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই অবহেলা মানুষকে ভীষণভাবে আঘাত করে, এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।আর আকাশের মেঘের নকশা বা বিদ্যুতের ঝলকানি যেমন প্রকৃতির বিস্ময়, তেমনি সেটাকে ধারণ করার জন্য আপনার ফটোগ্রাফির দৃষ্টিভঙ্গিও দারুণ।সুস্থ থাকবেন,ভালো থাকবেন, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 months ago 

বর্তমান সময়ে মানুষ অন্যকে সম্মান দিতে চায়না, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে, মানুষ যখন অন্য কাউকে সম্মান দিবে তখন সেও অন্য কারো কাছ থেকে সম্মান পেতে থাকবে, ফুলের ফটোগ্রাফি দিয়ে দিন শুরু করেছেন, কুকুরে মাছেদের অক্সিজেনের ব্যবস্থা করেছে, সারাদিনে কার্যক্রম দেখে ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Loading...
 2 months ago 

একদম সঠিক বলেছেন ভাই আপনি একজন মানুষ তে গুরুত্ব বেশি দিবেন কয়েকদিন পর দেখবেন সেই মানুষটা আপনাকে অবহেলা শুরু করে দিচ্ছে।। শুনে ভালো লাগলো আপনি পুকুরে নেমেছিলাম আর অক্সিজেন বাড়ানোর জন্য পরিষ্কার করেছেন।। বর্তমান সময়ে মাটি খনন করার জন্য এরকম মেশিন মুহুর্তের মধ্যেই অনেক মাটি খনন করতে পারে।।

 2 months ago 

আমাদের আধুনিক যুগের কিছু পশু বনে বাস করে না। লোকালয়ে বাস করে। এরা কোন ধরনের পশু জানেন তো?এরা হচ্ছে ভালো মানুষের মুখোশধারী পশু ।সৃষ্টিকর্তা এদেরকে মনুষ্যত্ব দিয়ে যদিও তৈরি করেছে, কিন্তু এরা মনুষ্যত্বকে মানুষের জন্য ব্যবহার করে না ।তাই আমার দৃষ্টিতে এরা মানুষ নয়। এরা এই পশুগুলোই কোন মানুষকে অপমান করতে এক বিন্দু দ্বিধাবোধ করে না ।ভালো মানুষরা এদের সাথে ভালো ব্যবহার করলে, সম্মান করলে ,এই মানুষরূপী পশুগুলো ভালো মানুষগুলোকে দুর্বল মনে করে ,অসহায় মনে করে। এরা মানুষকে সম্মান করতে জানেনা।

নীল রং আমার খুব প্রিয় রং আপনার নীল আকাশের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে আমার জীবনে একটা সময় গেছে নীলকন্ঠ ফুল ছাড়া আমি পূজা সম্পন্ন করতে পারিনি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68067.40
ETH 2621.09
USDT 1.00
SBD 2.68