Better Life With Steem || The Diary game || 3 April 2024

in Incredible India6 months ago

Hello Everyone

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে। আজকের পোস্টে আপনাদের সাথে আমার নতুন একটা দিনের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করবো। সময় নষ্ট না করে শুরু করা যাক-

20240403_225459_0000.jpg

আজ ৩রা এপ্রিল ২০২৪, বুধবার। প্রত্যেক বুধবারে বাবাকে প্রয়োজনীয় কাজে খুলনাতে যেতে হয়। যেহেতু আমাদের এখন অশৌচ তাই এ অবস্থায় বাবা খুলনা যেতে পারবে না তবে সমস্যার কিছু নেই। কারন আমাদের বাড়ির পাশে আমার এক কাকাও প্রত্যেক বুধবার খুলনাতে যায় আর এজন্য আমাদের প্রয়োজনীয় জিনিস তার কাছে আনতে দিলে সে এনে দেবে।

সকালে ঘুম থেকে উঠে দেখি খুলনা যাওয়ার জন্য ঠিক করা গাড়িটি চলে এসেছে তাই গাড়িতে ডিম তুলে দিলাম। বলে রাখা ভালো, সপ্তাহের সমস্ত ডিম এই দিন খুলনাতে নিয়ে বিক্রি করা হয়।

সেখানে মোটামুটি কাজ শেষ হলে বাড়িতে চলে আসি এবং ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর আবার মুরগির ঘরে গিয়ে ওদের খেতে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ শেষ করলাম।

IMG_20240403_193504_308.jpg

সেখান থেকে বাড়িতে এসে নিজেকে পরিষ্কার করে সকালের খাবার খেলাম। তখন মোটামুটি সকাল ১০.৩০ টা বেজে গিয়েছে। সকালের খাওয়া শেষ করে প্রতিদিনের মতো ফল ( আপেল) খেয়েছিলাম।

বিগতদিন বাজার থেকে আপেল কিনে এনেছিলাম। এই আপেলগুলো প্রতি কেজি ১৯৫ টাকা নিয়েছিলো। যদিও মাঝে মাঝে এর থেকে বেশি দাম দিয়েই কিনতে হয়। বর্তমান সময়ে ফল ব্যবসায়ীরা ফল তাজা রাখতে অনেক অসৎ উপায় অবলম্বন করে, এজন্য যেকোনো ফল কিনে সরাসরি না খাওয়াই ভালো।

আমি বাজার থেকে কেনা এই ফলগুলো খাওয়ার আগে প্রায় ৩০ মিনিট ধরে জলে ভিজিয়ে রাখি এবং তারপর খেয়ে থাকি। এটা আমার কোনো নিজস্ব পদ্ধতি নয়, মূলত একদিন এক ডাক্তার আমাকে এভাবে ভিজিয়ে রেখে তারপর ফল খেতে বলেছিলো।

IMG_20240403_193505_160.jpg

এখন বাড়িতে সারাদিন টুকটাক করে কিছু না কিছু কাজ করতে হচ্ছে এজন্য বাড়ির বাইরে যাওয়ার সময় পাচ্ছি না তাই সারাদিন বাড়িতেই ছিলাম। দুপুর গড়িয়ে আসলে সময় মত স্নান ও খাবার খেয়েছিলাম। খাবার খাওয়ার কিছুক্ষণ বাদেই খুলনা থেকে গাড়ি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে আসলো। তখন আমি সেখানে গিয়ে গাড়ি থেকে সেগুলোকে নামিয়ে রাখলাম। এখন দিনের বেলায় বেশ প্রচন্ড গরম পড়ছে, আর তাছাড়া কিছু সময় কাজ করলে তো আরও বেশি পরিমানে অসহ্য গরম লাগছে।

সব কাজ শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুসময় ফ্যানের বাতাসে নিজেকে জুড়িয়ে নিলাম। তারপর সেই কাকার কাছ থেকে সকল হিসাব ও টাকা বুঝে নেওয়ার জন্য তার বাড়িতে গিয়েছিলাম। তারপর কাজার কাছ থেকে সব হিসাব বুঝে নিয়ে বাড়িতে চলে আসলাম।

IMG_20240403_193504_867.jpg
IMG_20240403_193504_476.jpg

বাড়িতে আসার সময় রাস্তার পাশে ফুটে থাকা কিছু ফুল দেখতে পেলাম। এই গাছটার নাম অবশ্য আমার মনে পড়েও পড়ছে না, যদি দেখতে সুন্দর হয় তবে গাছের নাম দিয়ে কাজ কি!

আমাদের এখানে সচারাচরই এই গাছটা দেখা যায়। রাস্তার পাশে সারি দিয়ে এক একটি গাছে থোকায় থোকায় ফুল ফুটেছে আর সেগুলো দেখতে সত্যিই অপূর্ব লাগছিলো!!

IMG_20240403_193505_038.jpg

আজ বিকালটা বাড়ির পাশে বসেই উপভোগ করলাম। যদিও এই উপভোগের সময়সীমা খুবই সামান্য ছিলো কারন বিকাল হতেই মাঠে যেতে হয়, বেঁধে রাখা গরুগুলোকে বাড়িতে আনার জন্য। যাই হোক, সন্ধ্যা পূর্ববর্তী সকল কাজই শেষ করলাম। এভাবেই আরেকটা দিনের অন্ত টানলাম।

END

Sort:  
Loading...
 6 months ago 

আপনার সারাদিনের কার্যক্রম গুলো পড়ে ভালো লাগলো। আপনি আপেল বাদে কোন ফল ৩০ মিনিট ভিজিয়ে রাখার পর তারপর খান। বিষয়টি জেনে ভালো লাগলো কারণ যে কোন ফল খাওয়ার আগে সেদিকে ভালোভাবে পরিষ্কার করে খেতে হয়।

সুন্দর একটি দিনের কার্যক্রম শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

বাজার থেকে আনা ফল নুন পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখলে ফরমালিন মুক্ত করা যায়, ভালো করেছেন ভিজিয়ে রেখে, তবে আপনার ওখানে আপেলের দাম অনেক কম মনে হলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64