Better Life With Steem || The Diary game ||2nd February 2024

in Incredible India9 months ago

Hello Everyone,,,

কেমন আছেন সবাই? আশা করি, সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগ পোস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে দিনগুলো কেমন পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না।

20240203_130232_0000.png

আমি আজ আপনাদের সাথে ফেব্রুয়ারী মাসের ২ তারিখ, শুক্রবার কিভাবে পার করলাম সেটা তুলে ধরার চেষ্টা করবো। আশা করি, মনোযোগ দিয়ে পড়বেন।

IMG_20240202_190337_644.jpg

পরপর দুদিন বৃষ্টিময় আর মেঘলা দিন কাটানোর পর আজ সূর্যের মুখ দর্শন করলাম। সত্যি বলতে সূর্যের মুখ দর্শন করে খুব ভালো লাগছিলো। মাত্র দুদিন আকাশটা মেঘলা ছিলো কিন্তু মনে হচ্ছে যেন কতদিন সূর্যের মুখ দেখিনি।

IMG_20240202_185005_429.jpg
20240203_083853_0000.png

আর তাছাড়া আজকের সকালটা শুরু হয়েছিলো সুখের কিছু মুহুর্ত নিয়ে। আজ রাত ৩ টার দিকে আমাদের পরিবারে নতুন একজন সদস্য জন্ম নিয়েছে। সকালে উঠে তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম।

এই নতুন সদস্যটি দেখতে যেমন মায়াবি, স্বভাব ঠিক তার বিপরীত। বাড়ির এদিন থেকে ওদিক ছোটাছুটি করে এখন মায়ের পাশে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে।

যাই হোক, তারপর ফ্রেশ হয়ে সকালের খাবার খেতে গিয়েছিলাম। খাওয়া শেষ হলে একটু রাস্তায় বেরিয়েছিলাম।

IMG_20240202_184952_307.jpg

আমাদের বাড়ির পাশেই মন্দির, যেখানে নাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। সেখানে গিয়ে দেখি যারা মন্দির সজ্জিত করার কাজে নিয়োজিত তারা মন্দিরের প্রবেশ দ্বার তৈরির কাজে ব্যস্ত। বেশ অনেকটাই সম্পন্ন করে ফেলেছে। এসব কাজ খুব সাবধানতার সাথে নিখুঁতভাবে করতে হয় এজন্য সময়ও বেশি প্রয়োজন হয়।

কিছুসময় দাড়িয়ে তাদের কাজ দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেছিলো বুঝতেই পারিনি। দুপুর মানের স্নান করার সময় আগত। তাই বাড়িতে এসে স্নান করা শেষ করে দুপুরের খাবার খেয়েছিলাম।

IMG_20240202_184950_574.jpg

এখনকার এই আবহাওয়ায় দুপুরের খাওয়া শেষ করার পর কেমন জানি ঘুম ঘুম ভাব চলে আসে। তাই প্রতিদিন দুপুরে খাওয়ার পর একটু ঘুমানোর অভ্যাস কিন্তু আজ আর ঘুমায়নি। বাড়ির পাশে আমার একটা দিদির বাড়িতে গেছিলাম যজ্ঞে নিমন্ত্রণ জানানোর জন্য।

IMG_20240202_185007_147.jpg
বেশ অনেকক্ষণ সময় দিদির সাথে কথা বলার পর আবার বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছিলাম। যদিও দিদি আসতে দিতে চাচ্ছিলো না কিন্তু নানা অজুহাতে আমি বাড়িতে চলে এসেছিলাম।

একটানা অনেকদিন ব্যাডমিন্টন খেলার কারনে ডান হাতে প্রচন্ড ব্যাথা হয়েছে। কোনোভাবে কমছে না এজন্য বাড়িতে আসার সময় ডাক্তারের কাছ থেকে ঔষধ কিনে এনেছিলাম। তারপর বাড়িতে আসতে আসতে সন্ধ্যা ঘনিয়ে এসেছিলো।

সন্ধ্যার পর বাড়িতে এসে দেখি মা রাতের রান্না করছে। তখন মায়ের পাশে বসে গল্প করছিলাম আর রান্না করা দেখছিলাম। তখন ইন্ডিয়া থেকে আমার বড় জেঠুমনি ফোন করেছিলো। তারপর বাবা জেঠুমনির সাথে কথা বলছিলো বিভিন্ন বিষয়ে।

IMG_20240202_221329.jpg
IMG_20240202_221246.jpg

অনেকক্ষণ যাবত কথা বলছিলো ততক্ষণে মায়ের রান্না শেষ হয়ে গিয়েছিলো। তারপর সবাই মিলে একসাথে রাতের খাওয়া শেষ করেছিলাম।

খাওয়ার সাথে সাথে ঘুমানো ঠিক না এজন্য ভাবলাম যে রাস্তা থেকে কিছুসময় হেঁটে আসি। তখন প্রায় রাত ১০ টা বেজে গিয়েছিলো। রাস্তায় গিয়ে দেখি তখনও গেট সাজানোর কাজ করছে।

যেহেতু রাতে আর কোনো কাজ ছিলো না তাই সেখানে দাড়িয়ে কিছুসময় তাদের কাজ দেখেছিলাম। তারপর বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম। বলতে পারেন, খুব স্বাভাবিকভাবেই আমি আমার দিনটি পার করেছি।

ধন্যবাদ সবাইকে

Device NamePoco X4 Pro
Camera64 MP
Shot ByTanay Ray
LocationBangladesh

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScvz9dthUQrdpr5f9UcisyxdeAZkfojghv5jvwTkDcmGjRb3HThbFPjq2Dqkp7SwCuBtLmxZJnEgLdrBNn7atvgGx6NRHudbwaH2pqfiGPhQ.png

Sort:  
Loading...
 9 months ago 

পরিবারের নতুন সদস্য আসলে অনেক বেশি আনন্দ লাগে। বিশেষ করে আপনাদের গরুর বাছুরটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আসলে আপনার দিদি আপনাদের বাসায় আসতে চায় নি। তারপরে অনেক জোরপূর্বক নিয়ে এসেছেন। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 9 months ago 

আমি দিদিকে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম। নিমন্ত্রণ করেই বাড়িতে চলে এসেছিলাম। আসার সময় আমাকে আসতে দিচ্ছিলো না। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।

 9 months ago 
  • হ্যাঁ ভাই, প্রথম দিন খেলার পর ভারি বাজে ভাবে ব্যাথায় ফেঁসে যেতে হয়। তবে খেলা বন্ধ করলে মুশকিল। খেলা চালিয়ে যেতে হবে তাহলে ধীরে ধীরে কমে যাবে।

  • আমরা এতোটাই অলস যে এই খেলার প্রথম দিনের পরই অসুস্থ হয়ে পড়ি। যদি আমরা নিয়মিত পরিশ্রম বা শারীরিক ব্যায়াম করি তাহলে এই সমস্যা হয় না।

 9 months ago 

হ্যা দিদি, ঠিকই বলেছেন প্রথমদিন খেললে একটু ব্যাথা হবেই, তবে প্রতিনিয়ত খেললে সেরে যায়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত জানানোর জন্য।

 9 months ago 

নতুন সদস্য টি দেখতে অনেক সুন্দর হয়েছে ৷ তারপর দেখতে পেলাম মন্দিরের অনুষ্ঠানের গেটের কাজ চলতেছে ৷ তারপর দেখলাম ব্যাডমিন্টন খেলাতে আপনার হাতে প্রচুর ব্যাথা তার জন্য ঔষুধ কিনে নিয়ে আসলেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 9 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত করার জন্য।

 9 months ago 

খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি। আপনাদের পরিবারের নতুন একটি সদস্য জন্ম নিয়েছে শুনে বেশ ভালো লেগেছে আমার কাছে,
আর হ্যাঁ যেটা আপনি বলছিলেন দেখতে কিন্তু সত্যি মায়াবী লাগছে, আর ওরা এমনটাই করে জন্ম না হওয়ার কিছুদিন পর্যন্ত অনেক ছোটাছুটি করে। যেটা দেখতে আমার কাছে ভীষণ ভালোই লাগে

 9 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মতামত করার জন্য।।

 9 months ago 

আসলেই গত কয়েকদিন আগে এরকম আকাশ অনেকটা মেঘলা ছিল কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছিল। আপনাদের বাসায় নতুন অতিথির আগমন হয়েছে জেনে খুব ভালো লাগলো। আপনাদের বাড়ির পাশে যজ্ঞ অনুষ্ঠান হবে সেখানে সাজানোর কাজ চলতেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর করার জন্য কি উপস্থাপন করার জন্য।

 9 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76015.33
ETH 2892.38
USDT 1.00
SBD 2.58