Better Life With Steem || The Diary game || 28 April 2024

in Incredible India3 months ago
20240428_122024_0000.jpg

Hello Everyone,,,

নমস্কার বন্ধুরা! অন্যান্য সময় দেরিতে ঘুম থেকে উঠলেও গরমের দিনে বেশি বেলা করে আর ঘুমাতে ইচ্ছে করছে না। তাই আগের তুলনায় এখন বেশ আগেই উঠছি ঘুম থেকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিলাম। এখন রাত পোহালেই আর সকাল হচ্ছে না একদম দুপুর হয়ে যাচ্ছে।

রোদের কারনে সারাদিনই তেমন বাইরে যাওয়া থেকে বিরত থাকি তাই সকালে কিছুসময় রাস্তায় হাঁটাহাটি করলাম। তাপমাত্রা কবে যে কমবে সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছি। তাই আবহাওয়ার খবরা-খবর দেখছিলাম।

কিন্তু দুঃখের বিষয় যে আগামী কয়েকদিনের ভিতর বৃষ্টির কোনো সম্ভবনাই নেই। দেখে মনটা আরও বেশি খারাপ হয়ে গেলো।যাই হোক, তারপর বাড়িতে চলে আসলাম এবং সকালের খাবার খেলাম।

IMG_20240428_202015_701.jpg
IMG_20240428_202017_749.jpg

সকালের খাওয়া শেষ করে কিছুসময় বাড়িতে কাটানোর পর প্রয়োজনীয় কাজে বাজারে গিয়েছিলাম। বাইরে যে কি রোদ! কি আর বলবো। প্রয়োজন না হলে আমি সচারাচর বাড়ি থেকে বের হই না এখন। বাজারে গিয়ে এক প্যাকেট স্যালাইন এবং আইস কুল পাউডার কিনলাম।

এই প্রচন্ড গরমের কারনে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে অতিরিক্ত মাত্রায় জল বেরিয়ে যায়। সেই ঘাটতি পূরন করতে স্যালাইন অনেক বেশি অবদান রাখে। তারপর সোজা বাড়িতে চলে আসলাম। রোদ আর গরমের মধ্যে হেঁটে যাতায়াত করা খুব কষ্টের এজন্য গাড়িতে যাওয়া-আসা করলাম।

LocationProductBD Price(Tk)Steem Price
BangladeshORsaline130 TK3.07
BangladeshIce Cool Powder55 Tk1.42

বাড়িতে এসে খুব ক্লান্ত লাগছিলো। রোদের মধ্যে থেকে এসেই সাথে সাথে স্নান করা উচিত নয় তাই কিছু সময় ফ্যানের বাতাসে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করলাম। তারপর দুপুরের স্নান সেরে নিলাম।

IMG_20240428_202639.jpg

এটা কি কেউ বলতে পারবেন? অধিকাংশ হয়ত বলবেন কোনো একটা পাখি। কিন্তু না, এটা কোনো পাখি না।

IMG_20240428_224708_924.jpg

এবার বুঝতে পারছেন এটা কি? হয়ত বুঝতে পেরেছেন। এটা হলো ছোটবেলার খুব প্রিয় একটা জিনিস, ঘুড়ি । আজ বিকেলে যখন কারেন্ট না থাকায় বাড়িতে গরম সহ্য করতে না পেরে মাঠে গিয়েছিলাম তখন দেখলাম কয়েকটা ছোট বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে।

মাঠে বেশ জোরালো বাতাস বইছিলো। আর তাছাড়া ঘুড়ি উড়াতে গেলে একটু জোরালো বাতাস না হলে হয় না। কয়েকজন ছোট ছোট ছেলেরা মিলে নানা পদের ঘুড়ি উড়াচ্ছিলো। একজন দেখি সাপ ঘুড়ি উড়াচ্ছে। নামের সাথে এর আকারেরও বেশ মিল রয়েছে।

এসব দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ছিলো আর সেই সাথে আমার দাদুর কথা। আমার দাদু আমাকে বিভিন্ন রকম ঘুড়ি বানিয়ে দিত। বয়স্কদের থেকে এসব কাজে হয়ত আর কেউ অভিজ্ঞ হয় না। আর আমি এভাবে ঘুড়ি উড়াতাম।

কত যে ঘুড়ির সুতা কেটে গিয়েছে আর তার জন্য কান্না করতে করতে ঘুড়ির পিছন পিছন দৌড়েছি কেটে যাওয়া সুতা ধরার জন্য তার ঠিক নেই। সুতা কেটে হয়ত কোনো উঁচু গাছে বেধে যেত না হয় জলে গিয়ে পড়তো। সুতা কেটে ঘুড়ি চলে গেছে তাতে কি? পরদিন দাদু আবারও নতুন করে ঘুড়ি বানিয়ে দিতো।

এসব কথা ভাবতে ভাবতে হঠাৎই দেখি একটা বাচ্চার ঘুড়ির সুতা কেটে গিয়েছে, তখন মনে অবশ্য মুচকি হাসি এসেছিলো। ভাবতে না ভাবতেই সত্যি হয়ে গেলো। আর তাছাড়া ঘুড়ি উড়াতে গেলে এসব খুব স্বাভাবিক একটা ব্যাপার।

ঘুড়িটা বেশি উঁচুতে উড়ছিলো না তাই ছিড়ে গিয়ে খুব কাছেই পড়ছিলো আর তখন সেই ছেলেটা গিয়ে সেটাকে সংগ্রহ করে নিয়ে আসে এবং পুনরায় আবারও উড়াতে শুরু করে।

IMG_20240428_202019_604.jpg

তখন আমি ভাবলাম যে বাচ্চাটার সাথে একটু মজা করা যাক- আমি বাচ্চাটাকে বললাম যে, ঘুড়ি ছিড়ে গেলে সবাইকে খাবার খেতে দিতে হয় না হলে বারবার ছিড়ে যায়।

ওদের অবুঝ মন, এই কথা শুনে খুব ঘাবড়ে গেলো এবং গভীর চিন্তায়ও পড়ে গেলো বটে। তখন ছেলেটা দৌড়ে ওর মায়ের কাছে চলে যায় কথাটার সত্যতা যাচাই করার জন্য। তারপর কিছুসময় পর আমাকে এসে বললো, এসব মিথ্যা কথা, আমার মা বলেছে এমন কিছু হয় না।

প্রায় সন্ধ্যা হয়ে এলো এবং সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেলো তখন আমিও বাড়ি চলে আসবো বলে ঠিক করলাম।

সবাইকে ধন্যবাদ সময় দিয়ে আমার লেখা পড়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 3 months ago 

আসলেই এখন আর সকাল হয় না। ৭ টা বাজার আগেই রোদ ঊঠে দুপুর করে ফেলে।

এক সময় এই আইসকুল পাওডার প্রতিদিন মাখতাম, অনেকদিন পর আপনার ডায়েরির মাধ্যমে আজকে দেখতে পেলাম।

গরমে গা ঘামালে অবশ্যই আমাদের নিয়ম মেনে স্যালাইন খাওয়া উচিত।

 3 months ago 

একদমই তাই এখন সকাল হতেই দুপুরের মতো প্রখরতা দেখতে পাওয়া যাচ্ছে। আইস কুল পাউডার গায়ে মাখলে বেশ শীতল একটা অনুভূতি পাওয়া যায়। এজন্য ব্যবহার করে থাকি।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

আমরা যদি রাতে দ্রুত না ঘুমাতে যাই তাহলে কখনোই সকালের সুন্দর দৃশ্য দেখতে পাবো না। সকালের আবহাওয়া কেমন তাও বলতে পারব না। রাতে যেমন দ্রুত ঘুমাতে যাওয়া শরীরের জন্য উপকার সকালে ভোরে ঘুম থেকে উঠা শরীরের জন্য উপকার।

এখন অতিরিক্ত গরম পড়ার কারণে অনেকেই রাতে ঘুমাতে পাচ্ছে না তাই সকালে যখন একটু ঠান্ডা আবহাওয়া অনুভব করা হয় তখন ঘুমটা ভালো হয়।।

 3 months ago 

একদমই তাই সকাল সকাল ঘুম থেকে না উঠলে সকালের সুন্দর আবহাওয়াটা আমরা মিস করে যাই। আমাদের সকলেরই রাতে সকাল সকাল ঘুমানো ও ভোরে ঘুম থেকে ওঠা উচিত তবে মাঝে মধ্যে সেটা হয়ে ওঠে না। এমনিতে গরম আর তারপর যদি কারেন্ট না থাকে তাহলে ঘুমের সমস্যা হবে এটাই স্বাভাবিক।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

 3 months ago 

আমার কমেন্টি পড়ে খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমি সহমত পোষণ করছি এই গরমে কাদের না থাকলে বিকল্প কিছু করার ব্যবস্থা নিতে হবে যেমন সোলার প্যানেল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67947.42
ETH 3264.67
USDT 1.00
SBD 2.66