Better Life With Steem || The Diary game ||26th January 2024

in Incredible India6 months ago

Hello Everyone,,,

কেমন আছেন সবাই? আশা করি, সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সৃষ্টিকর্তার কৃপায় আরও একটা দিনের কার্যক্রম শেষ করেছি। আমি আপনাদের সাথে জানুয়ারি ২৬, ২০২৪ তারিখের সারাদিনের কার্যক্রম শেয়ার করার চেষ্টা করবো।

20240127_022227_0000.png

প্রতিদিনের মতো আজও মায়ের ডাকে ঘুম থেকে উঠেছিলাম। সকালে উঠতেই শীতের প্রকোপটা খুব ভালো ভাবেই বুঝতে পারলাম। তাই একটু বাইরে হাঁটাহাটি করে আবার শুয়ে পড়লাম।

তারপর সকাল ৯ টার দিকে আবার উঠেছিলাম। উঠে ফ্রেশ হতে না হতেই মা সকালের খাবার খেতে ডেকেছিলো। আমিও মায়ের ডাক শুনে সকালের খাবার খেতে গিয়েছিলাম। আসলে সব মায়েরা এমনই হয়, আমরা আমাদের শরীর নিয়ে যতটা ভাবি তার থেকেও বেশি ভাবে আমাদের মায়েরা।

IMG_20240126_182705_211.jpg

সকালে খাওয়া দাওয়া করার পর আজ তেমন কোনো কাজ ছিলো না। এজন্য বাড়ির পাশে বিলে একটু রোদের স্বাদ উপভোগ করতে গিয়েছিলাম। বিলে অনেকেই গ্রীষ্মকালীন ধানের চাষ করছে। সেখানে দাড়িয়ে তাদের কাজ দেখেছিলাম কিছুসময়।

IMG_20240126_182703_467.jpg

চাষ করা হচ্ছে


IMG_20240126_182701_883.jpg

রোপনের সময়

কৃষি কাজ যে কতটা পরিশ্রমের কাজ সেটা একমাত্র কৃষকই জানে। আমরা দেখে হয়ত তা অনুভবও করতে পারি না। আসলে এইসময়টা আমাদের এখানে সবাই তরমুজের চাষ করে, তবে একটানা বেশ কয়েক বছর তরমুজ চাষ করার পর আর ফলন তেমন একটা ভালো হয়না। এজন্য এবার সবাই ধানের চাষ করছে।

কৃষক জমির একপাশে জমির চাষাবাদ সম্পন্ন করছে। অন্যপাশে রোপন কাজ সম্পন্ন করছে।

IMG_20240123_191006_637.jpg

দাড়িয়ে কিছুসময় চাষাবাদ দেখে বাড়িতে চলে এসেছিলাম। তারপর বাড়িতে ফুলের বাগানে কিছু কাজ করছিলাম তখন ভাবলাম যে কিছু ফটোগ্রাফি করা যাক। আপনারা এখন যে গাছটা দেখতে পারছেন এটার নাম আমার জানা নেই। তবে খুব সুন্দর দেখতে।

এটাকে ফুল গাছ বলবো না কি বলবো নিজেও বুঝতে পারি না কারন এই গাছের পাতার রং ই এমন। আবার সবুজ পাতাও হয় মাঝে মাঝে এজন্য খুব পছন্দের এই গাছটা।। চলুন আপনাদের কিছু ফুলের ফটোগ্রাফি দেখানো যাক,,,

ফুলের ফটোগ্রাফি

IMG_20240127_000302_194.jpg

IMG_20240127_000300_143.jpg

IMG_20240127_000258_851.jpg

IMG_20240127_000256_965.jpg

IMG_20240127_000252_304.jpg

IMG_20240127_000254_717.jpg

আমার অনান্য পোস্টগুলো পড়লে বুঝতে পারবেন যে আমি ফুল কতটা ভালোবাসি। আমাদের আশেপাশে নানা জাতের, নানা রং এর ফুল পাওয়া যায় সেটা আমাদের ধারনারও বাইরে। ফুলের সৌন্দর্য প্রকৃতি নিজেই নিজের হাতে তৈরি করে। আশা করি, ফুলের ফটোগ্রাফি আপনাদের ভালো লেগেছে।।

কিছু সময় বাগানে ফুলের ফটোগ্রাফি করার পর স্নান শেষ করে দুপুরের খাবার খেয়েছিলাম।

IMG_20240126_182707_738.jpg

শীতের দিনে প্রতিদিন রাতেই ব্যাডমিন্টন খেলতে যাই। এজন্য বিকালে বাজারে গিয়েছিলাম ব্যাডমিন্টন খেলার ফেদার বা কর্ক কিনতে। আমাদের এখানে প্রতি পিস ১৪০ টাকা করে নিয়েছিলো। আমি এক পিস কিনেছিলাম। তারপর বাড়িতে চলে আসি।

IMG_20240127_012145_214.jpg

সন্ধ্যায় দোকানে গিয়ে এক কাপ চা খেয়েছিলাম। যদিও চা আমি খুব বেশি পছন্দ করি না তবে শীতের সময় মাঝে মাঝে খাওয়া হয়।।

IMG_20240127_012353_900.jpg

চা খাওয়া শেষ করে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলাম। এবার শীতের মাত্রাটা অনেকাংশ বেশি আর তাছাড়া শীতের সময় ব্যাডমিন্টন একটি জনপ্রিয় খেলা। এমনিতেও খেলাধুলা শরীরের জন্য খুব উপকারি।।

IMG_20240127_013019_646.jpg

রাত ১০ টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলার পর বাড়িতে চলে এসেছিলাম। তখন আকাশ পরিষ্কার ছিলো আর আকাশে চাঁদ উঠেছিলো। তাই ভাবলাম একটা ফটোগ্রাফি করা যাক।

বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাওয়া শেষ করেছিলাম। এরই মধ্যে দিয়ে নিয়ে আরও একটি দিনের কার্যক্রম শেষ করেছিলাম।।

Sort:  
Loading...
 6 months ago 

বর্তমান সময়ের প্রত্যেকটা জায়গায় ধানের চারা রোপণ করা হচ্ছে। আপনি আজকে আপনাদের ওখানকার বেশ কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সন্ধ্যায় ব্যাটমিন্টন খেলা হবে না এটা তো হতে পারে না। কারণ এটা শীতের সময়। ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

শীতের সময় ব্যাটমিন্টন খেলা প্রতিদিনের কাজ। এটা শরীর ভালো রাখতে অনেকটাই সাহায্য করে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।।।

 6 months ago 

প্রতিদিনের মত আজকেও আপনার মায়ের ডাকে ঘুম ভাঙ্গে ৷ তারপর সকালের নাস্তা টা সেরে ফেলেন তারপর মানুষজন ধান চাষ করতেছে সেই ধান চাষ করা দেখতে গিয়েছিলেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 6 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।।

 6 months ago 

আজকের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন। বিশেষ করে জবার ফোকাস খুব ক্লিয়ার ছিল। শীতের রাতে ব্যাডমিন্টন মানেই যেন মজা আর মজা। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 6 months ago 

ঠিকই বলেছেন, শীতের রাতে ব্যাডমিন্টন না খেললে যেন হয়ই না। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত জানানোর জন্য।।

 6 months ago 

বর্তমানে প্রায় অঞ্চলে ধানের চারা রোপন করা হয়েছে, আর ঠিক সেরকম আপনাদের ওখানেও গ্রীষ্মকালীন ধানের চারা রোপন করা হচ্ছে।
তবে আমাদের এখানে কিছুদিন আগে কার্যক্রম শেষ হয়ে গিয়েছে।
বিকালে চা খাওয়ার ফটোগ্রাফিটা কিন্তু বেশ সুন্দর ছিল।

 6 months ago 

আমাদের এখানে বর্তমানে ধানের চারা রোপনের কাজ চলছে। আমার ফটোগ্রাফি আপনার পছন্দ হয়েছে এটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66930.79
ETH 3268.09
USDT 1.00
SBD 2.64