Better Life With Steem || The Diary game || 23 March 2024

in Incredible India2 months ago
নমস্কার বন্ধুরা,,,

কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টি কর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আপনাদের সাথে আমার নতুন একটা দিনের কার্যক্রম তুলে ধরতে চলেছি। চলুন তাহলে আজকের পোস্টটি শুরু করা যাক,,,

20240323_223523_0000.jpg
সকাল থেকে রাত

প্রতিদিন যেভাবে মায়ের ডাকেই ঘুম থেকে উঠে থাকি আজও তার ব্যতিক্রম হয় নি। আমার মা থাকতে এলার্মের কোনো প্রয়োজনই পড়ে না আমার। আজকের সকালের আকাশটাও খুব রৌদ্রজ্বল ছিলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিলাম এবং রাস্তায় হাঁটতে গিয়েছিলাম।

IMG_20240323_183326_928.jpg

রাস্তা থেকে বাড়িতে এসে কিছু সময় কাটানোর পর সকালের খাবার খেয়েছিলাম। সকালের খাওয়া শেষ করে একটু পরই একটা কলা খেয়েছিলাম। ভাত খাওয়ার পর যেকোনো ফল খাওয়াটা আমাদের শরীরের জন্য অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। কলায় প্রচুর পরিমানে ভিটামিন-A এবং ভিটামিন-E রয়েছে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

IMG_20240323_183330_923.jpg

সকালে খাওয়া শেষ করার পর বাড়িতেই বসে ছিলাম। ফটোগ্রাফিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো কাঠ বাদাম । আমাদের বাড়িতেই কাঠ বাদাম গাছ রয়েছে। বাড়িতে বসে কিছু ভালো লাগছিলো না আর হাতে তেমন কাজও ছিলো না তাই ভাবলাম কিছু বাদাম ভেঙ্গে খাওয়া যাক।

যেমন ভাবনা তেমন কাজ, সাথে সাথে বেশ কয়েকটা বাদাম ভেঙ্গে খেলাম। আর তাছাড়া আমি ব্যক্তিগতভাবে দোকানে কিনতে পাওয়া বাদামের থেকেও এই কাঠ বাদামই বেশি পছন্দ করি মাঝে । তাই বেশ কয়েকটা বাদাম খেলাম আর বাবার জন্যেও কয়েকটা বাদাম ভেঙ্গে রাখলাম।

IMG_20240323_183329_225.jpg

আপনাদের সাথে আজ একটা মজার ঘটনা শেয়ার করবো। বাড়িতে বসে থাকতে ভালো লাগছিলো না তাই রাস্তায় গিয়েছিলাম। সেখানে গিয়েই দেখলাম যে একটা ছোট বাচ্চাকে তার বাবা সাইকেল চালানো শেখাচ্ছে।

তখন আমিও দাঁড়িয়ে বিষয়টা উপভোগ করছিলাম আর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো কারন আমার বাবাও আমাকে এভাবে সাইকেল চালানো শিখিয়েছিলো। যাই হোক, এবার মজার ঘটনায় আসা যাক,,,

ঐ বাচ্চাকে যখন ওর বাবা সাইকেল চালানো শিখাচ্ছিলো তখন একটা পর্যায়ে বাচ্চাটা সাইকেল নিয়ে রাস্তায় পড়ে গিয়েছিলো। আসলে এটা খুব সাধারণ ঘটনা, সাইকেল চালানো শিখতে গেলে পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। তবে বাচ্চাটা পড়ে গিয়েই ওর বাবার উপর রাগ করছে আর ওর বাবাকে বলছে,,,

তুমি কিছু পারো না, এত মানুষের ভিতর তুমি আমাকে ইচ্ছা করে ফেলে দিছো। এত লোকের কাছে আমার আর মানসম্মান থাকলো না।

বাচ্চাটার এই কথাটা শুনে ওখানে থাকা লোকজনের সবার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো!

ছোট বাচ্চাদের পাকা পাকা কথা শুনতে এত বেশি ভালো লাগে কি আর বলবো। এই ঘটনায় খুব আনন্দ পেয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি, আপনাদের ভালোই লেগেছে।

IMG_20240323_183325_246.jpg

দুপুরে সময় মতো স্নান ও খাওয়া-দাওয়া দুটোই শেষ করেছিলাম। তারপর কিছুসময় ঘুমিয়েছিলাম। বিকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো মাঠে হাঁটতে গিয়েছিলাম এবং সন্ধ্যা নামতেই বাড়িতে চলে এসেছিলাম।

IMG_20240323_183334_333.jpg

বাড়িতে এসে ক্রিকেট ম্যাচ দেখছিলাম। কাল থেকে IPL শুরু হয়েছে, সেই ম্যাচই দেখছিলাম। রাতের খাওয়ার সময় হলে রাতের খাওয়া সম্পন্ন করেছিলাম। চাঁদের স্নিগ্ধ আলোয় রাতের আকাশটা অসাধারণ সুন্দর লাগছিলো। এভাবেই খুব সাধারণ একটা দিনের কার্যক্রম শেষ করলাম।

END
Sort:  
Loading...

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For March 2024 Curated by - <@goodybest>

Note: Try and engage meaningfully with fellow users, comment and upvote on their post, as this will help you to have good Voting CSI

Join Newcomers' community group 👇

https://discord.com/invite/zPUbmKeV

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

 2 months ago 

@goodybest, Thank you very much for your support.🙏

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy

 2 months ago 

কাঠবাদাম আমি ভীষণ পছন্দ করি, আর এই বাদামটা খেতে খুবই সুস্বাদু হয় আমার শ্বশুরের একটা কাঠ বাদাম গাছ রয়েছে এবং আমি এই কাঠবাদাম গুলো প্রতিদিন সকালে কুড়িয়ে নিয়ে আসি।
তবে এ বছর খুব একটা কাঠবাদাম হয়নি,, বেশ ভালো লাগলো খুব সুন্দর একটি পোস্ট পড়ে।

 2 months ago 

আপনার মতো আমারও কাঠবাদাম খুব প্রিয়। আমাদের বাড়িতেই যেহেতু এর গাছ রয়েছে তাই সহজেই এর স্বাদ নিতে পারি।

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66251.96
ETH 3068.34
USDT 1.00
SBD 3.70