Better Life With Steem || The Diary game || 22 March 2024

in Incredible India2 months ago
Hello Everyone
20240322_125125_0000.jpg

নমস্কার বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। সৃষ্টি কর্তার কৃপায় নতুন একটা দিনের কার্যক্রম শেষ করলাম। আজকের পোস্টটিতে আপনাদের সাথে আমার নতুন একটা দিনের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করবো।

সকালবেলা
IMG_20240322_194131_940.jpg

মায়ের ডাকে আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। এত সকালে ঘুম থেকে ওঠার আসল কারন কাল যেহেতু একাদশীর উপবাস ছিলাম তাই আজ সকালে পারণ করতে হবে। এজন্য মা সকাল সকাল ঘুম থেকে ডেকেছিলো।

গতকাল বিকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আজ সারা রাতই বলতে গেলে বৃষ্টি হয়েছে কিন্তু সকালের আকাশটা বেশ রৌদ্র উজ্জল ছিলো। তাই সকালের পরিবেশটা বেশ উপভোগ্য ছিলো। সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান শেষ করে সকালের খাবার খেয়েছিলাম।

IMG_20240322_194132_052.jpg

সকালের খাওয়া শেষ করে শরীরটা খুব দুর্বল লাগছিলো। তাই আগে থেকে বাড়িতে এনে রাখা আপেল কেটেছিলাম খাওয়ার জন্য। তারপর সবাই মিলে আপেল খেয়েছিলাম। শরীরটা একটু খারাপ লাগছিলো এজন্য আজ আর বাইরে কোথাও যাইনি বাড়িতেই ছিলাম এবং কিছুসময় ঘুমিয়েছিলাম।

IMG_20240322_194131_189.jpg

কিছুদিন আগে মা বাড়িতেই মুরগির বাচ্চা ফুটাতে দিয়েছিলো। কাল সেই ডিমগুলো থেকে সব মিলিয়ে ১৩টা মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে। ঘুম থেকে উঠে দেখি মা সেগুলোকে বাইরে খেতে দিয়েছে কিন্তু মুরগিটা খাবার না খেয়ে তার বাচ্চাদের নিয়ে বসে আছে। পৃথিবীর সব প্রাণীই তার সন্তানকে নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করে। ঠিক তেমনই মুরগিটি খাবার না খেয়ে নিজের বাচ্চাদের পেটের নিচে রেখে বসে রয়েছে। বিষয়টা দেখে খুব ভালো লাগলো এজন্য ফটোগ্রাফি করে রেখেছিলাম।

দুপুরবেলা
IMG_20240322_194131_922.jpg

বেশ কিছু দিন পুকুর থেকে মাছ ধরা হয় না তাই ভাবলাম আজ মাছ ধরতে যাবো। তাই দুপুর হতেই বরাবরের মতোই বাবা আর আমি পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। পুকুরে বেশি পরিমানে মাছ থাকায় বেশি সময়ের প্রয়োজন পড়ে না মাছ ধরতে। তবে আজ মাছ ধরতে যখন পুকুরে নেমেছিলাম তখন পায়ে একটা কাটা ফুটে গিয়েছে, তখন অবশ্য বিষয়টা বুঝতে পেরেও গুরুত্ব দেই নি। বাড়িতে এসে স্নান করতেই বিষয়টা খুব ভালো ভাবে অনুভব করলাম। তখন অনেক চেষ্টা করে সুচ ব্যবহার করে পায়ে ফুটে যাওয়া কাটাটা বের করলাম।

কি আর বলো! কাটা বের করতে গিয়ে ব্যথায় চোখ দিয়ে জল বেরিয়ে আসলো কিন্তু বের তো করতেই হবে। তারপর দুপুরের খাবার খাওয়া শেষ করলাম এবং দুপুরে কিছুসময় ঘুমিয়েছিলাম।

বিকাল থেকে রাত
IMG_20240322_194131_760.jpg
IMG_20240322_194131_110.jpg

বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ির পাশের মাঠে হাঁটতে গিয়েছিলাম। বিগত দিন বৃষ্টির কারনে বিকালে হাটঁতে যেতে পারিনি তাই আজ বিকাল হওয়ার জন্য খুব অপেক্ষায় ছিলাম। মাঠে অনেকেই ধানের চাষ করেছে। সবুজ ধান ক্ষেতের পাশে দাড়িয়ে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম, তখন কিছু ফটোগ্রাফি করার লোভ সামলাতে পারলাম না।

IMG_20240322_191205.jpg

সন্ধ্যা পর্যন্ত বাইরে কাটিয়েছিলাম এবং বাড়িতে ফেরার সময় দোকান থেকে সবার জন্য সিঙ্গারা কিনলাম। সিঙ্গারা খেলে গ্যাসের সমস্যা হবে জেনেও, কিছু কিছু সময় খুব খেতে ইচ্ছা করে। সিঙ্গারা কিনে আর কোথাও দেরি না করে বাড়িতে চলে আসলাম। আর এভাবেই আমি আমার আরেকটা দিনের কার্যক্রম শেষ করেছিলাম। ভালো থাকবেন সবাই।।

END
Sort:  
 2 months ago 

প্রতিদিনের তুলনায় গতকালকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলেন। কারণ আপনাদের একাদশীর উপবাস ছিল বিধায় এজন্য উঠেছিলেন। দুপুরে আপনি এবং আপনার বাবা মিলে আপনাদের পুকুরে মাছ ধরেছেন। আসলে নিজের পুকুরের মাছের স্বাধই আলাদা।
ধন্যবাদ সারাদিনের কার্যক্রম তুলে ধরার জন্য।

 2 months ago 

হ্যা আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছিলো। ঠিকই বলেছে পুকুরের মাছের স্বাদই আলাদা। নিজেদের পুকুর থাকায় আমাদের বাইরে থেকে তেমন মাছ কিনতে হয় না।।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

 2 months ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ দিনলিপিটি উপস্থাপন করার জন্য। দিনটি আপনি খাওয়া দাওয়া ও কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছেন। সবচেয়ে আনন্দের খবর হলো আপনাদের বাসার মুরগী ডিম ফুটিয়ে বাচ্চা বের করেছে। এরপর বাবার সাথে মাছ ধরতে গিয়েছিলেন। আমি বর্তমানে পুকুরে মাছ ধরা খুব মিস করি।

ভালো থাকবেন ভাই। শুভকামনা রইলো।

 2 months ago 

গ্রামে বাস করলে পুকুরে মাছ ধরাটা নিয়মিত হয়ে যায় তবে শহরে থাকলে একটু খুব মিস করবেন এটাই স্বাভাবিক। হ্যা আমাদের বাড়িতে মোট ১৩ টা মুরগির বাচ্চা হয়েছে।।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

Loading...
 2 months ago 

The food looks scrumptious!

 2 months ago 

Thank you mam,

 2 months ago 

একদম ঠিক পৃথিবীর সব মায়েরা এরকম নিজে না খেয়ে নিজেই সুস্থ না থেকে বাচ্চাকে আগলে রাখে। যেমনটা আপনাদের পোষা মুরগির ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।। মুরগিগুলো বাচ্চাটা নিয়ে বসে আছে তবে বেশ ভালো লাগলো শুনে 13 টা মুরগির বাচ্চা ফুটে বের হয়েছে।। ধন্যবাদ খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।।

 2 months ago 
  • আপনার পুকুরের মাছগুলো দেখে খুব লোভ হচ্ছে। কাছাকাছি হলে তো একটা ব্যবস্থা করা যেত তাই না। তবে একথা বলার অপেক্ষা রাখে না এই মাছগুলো খেতে খুব সুস্বাদু। উপবাস থাকলে শরীর এমনিতে একটু ক্লান্ত লাগে। মায়ের বিকল্প হয় না তা মানুষ বলুন আর প্রাণীকুল বলুন।
 2 months ago 

হ্যা আপু, সত্যিই মাছগুলো সুস্বাদু আর কাছাকাছি থাকলে একটা ব্যবস্থা অবশ্যই করতাম। একদম ঠিক বলেছেন মায়ের বিকল্প খোজাটাও বেকামির।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

 2 months ago 
  • পৃথিবীতে যদি নির্ভেজাল খাত বিহীন ভালোবাসা কেউ দেয় তাহলে একমাত্র মানুষ হলো মা। এই ছোট মাছগুলো খেতে অসাধারণ লাগে তাছাড়া আপনার পুকুরে মাছগুলো একেবারেই টাটকা। টাটকা মাছের স্বাদগুণ হয়।

Posted using SteemPro Mobile

 2 months ago 

একদম ঠিক তাই, মায়ের ভালোবাসার মতো ভালোবাসা কেউ দিতে পারে না। মা বাবার উপর কেউ নেই।

বাজারে যেসব মাছ পাওয়া যায় তার অধিকাংশই ফরমালিনযুক্ত তবে পুকুর থেকে ধরা এই মাছগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে।

ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য।

 last month 
  • আমি আপনার সাথে একমত। বাবা-মার ভালোবাসা তুলনা হয় না। আর মাছের কথা কি বলবো ,সব মাছেই কম বেশি ফরমালিন দেওয়া থাকে। আর এই ফরমালিনহোল এক ধরনের বিষ। তাই যতটুকু সম্ভব কম খাওয়াই ভালো। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমার ভাতিজা মাছ ধরা দেখতে খুব পছন্দ করে। আপনাদের মত পুকুর থাকলে হয়তো সারাদিন মাছ এ ধরত। পুকুর নেই বলে সারাদিন মোবাইলে মাছ ধরার ভিডিও দেখে।

 2 months ago 

আমাদের বাড়িতে বড় পুকুর রয়েছে আর পুকুর ভর্তি মাছ। মাছ ধরতে তো আমার বেশ ভালো লাগে। অনেক জাতেরই মাছ রয়েছে আমাদের পুকুরে।

ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 64693.66
ETH 2975.51
USDT 1.00
SBD 3.70