Better Life With Steem || The Diary game || 19th May 2024

in Incredible India2 months ago
20240519_000211_0000.jpg

Hello Friends,,,

নমস্কার বন্ধুরা! আশা করি সবাই খুব ভালো আছেন। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিলো এজন্য আবহাওয়া বেশ খানিকটা শীতল ছিলো তবে কদিন যেতে না যেতেই আবার পুরানো অবস্থায় ফিরেছে। তাপমাত্রা দিন দিন আবার বেড়ে চলেছে।

সকাল থেকে দুপুর
IMG_20240519_171432_965.jpg

একমাত্র সকালেই শীতল হাওয়া বইছে এবং বেলা বাড়ার সাথে সাথে গরম পড়া শুরু করছে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সতেজ বাতাস গ্রহণ করার জন্য মাঠে হাঁটতে গিয়েছিলাম। সেখানে অনেকেই সবজি বাগান করেছে। সবজি বাগানের পাশ দিয়ে কিছুসময় হাঁটাহাঁটি করলাম এবং রোদের প্রখরতা বাড়তেই বাড়িতে চলে আসলাম।

ততক্ষণে মায়ের রান্না প্রায় শেষ, সকাল সকাল খাওয়া শেষ করলাম। বিশেষ করে আমার বাবা সময়কে খুব গুরুত্ব দেয়। সময়ের কাজ সময়ে করাটা পছন্দ করে। যদিও আমি প্রায়শই খাওয়া দাওয়া নিয়ে অনিয়ম করি আর এখনও বাবা আমাকে এই ব্যপারে বকে বকে বোঝানোর চেষ্টা করে।

এসব কারনেই হয়ত বাবা মায়ের কাছে তার সন্তান সারাজীবন ছোটই থেকে যায়। পিতা-মাতার কাছ থেকে সন্তানরা সারাজীবনই শেখায়। আমাদের মাঝে অনেকেই অল্প বয়সে তার বাবা-মাকে হারায় আর তারাই হয়ত পৃথিবীর সব থেকে বেশি অভাগা।

IMG_20240519_131432_544.jpg

খাওয়া শেষ করার পর আজ বাজারে একটা কাজ ছিলো। আসলে বাড়িতে একটা সিলিং ফ্যান রয়েছে তবে তেমন একটা ব্যবহার করা হয় না। এমনিতে বাড়িতে আমরা তিন জন লোক আমি খুলনা থাকি আর বাবা-মা বাড়িতে। বাড়িতে অনেকগুলো টেবিল ফ্যান রয়েছে এজন্য সিলিং ফ্যানের ব্যবহার করা হয় না। আর একারণে ব্যবহার না করতে করতে ফ্যানে সমস্যা দেখা দিয়েছে তাই সেটা খুলে মেকারের কাছে ঠিক করতে নিয়ে যাবো।

যদিও আমি বাড়িতে ঠিক করার চেষ্টা করেছিলাম তবে পারিনি এজন্য বাধ্য হয়ে বাজারে নিয়ে যাবো। সব কিছু গুছিয়ে নিয়ে গাড়িতে উঠে বাজারে যাওয়ার আগে এক দাদার কাছে ফোন করে জেনে নিলাম যে মেকারের দোকান খুলেছে কিনা।

গাড়িতে উঠলাম আর ১০ মিনিটের মধ্যে বাজারে পৌঁছে গিয়েছিলাম। দোকানের সেই দাদার হাতে অনেক কাজ ছিলো এজন্য আমাকে কিছু সময় অপেক্ষা করতে হলো তারপর আমার কাজে হাত দিলো। সব কিছু ভালো ভাবে দেখে শুনে পরীক্ষা করে বললো যে ফ্যানের কয়েলে সমস্যা হয়েছে এবং নতুন করে কয়েল পাল্টাতে হবে।

প্রতি সপ্তাহে বাবা খুলনাতে যায় তখন বাবাকে নতুন কয়েল আনতে বলবো। এখানে সব কাজ করতে করতে ঘড়িতে অনেক বেজে গেলো। এর মধ্যে বাবাও একবার ফোন করলছিলো। দুপুর প্রায় ২ দার দিকে গাড়িতে উঠে বাড়িতে চলে আসলাম।

রাস্তায় রোদের প্রখরতা যে কতটা বেশি সেটা রাস্তায় না বেরোলে বুঝতাম না। বিশেষ করে পিচের রাস্তা অনেক বেশি গরম হয়ে যায়। বাড়িতে এসে খুব ক্লান্ত অনুভব করছিলাম। একটু বিশ্রাম নিয়ে স্নান সেরে দুপুরের খাবার খেলাম এবং ঘুমিয়েছিলাম।

বিকাল থেকে রাত
IMG_20240519_181433_307.jpg

বিকালে ঘুম থেকে উঠলাম অতঃপর মাঠে হাঁটতে বের হলাম। কিছুসময় পর একটা বন্ধু এলো। দোকান থেকে চিপস কিনে এনে খেতে খেতে দুজনে গল্প করলাম। বন্ধু বান্ধবের সাথে গল্প আড্ডা দিলে মন এমনিতেই ভালো হয়ে যায়।

IMG_20240519_183332_503.jpg
IMG_20240519_181432_944.jpg

প্রকৃতি কতই না বিচিত্র তাই না! মুহুর্তেই রূপ বদলায়। এখন একরকম কিন্তু ২ মিনিট পর সম্পূর্ণ আলাদা, একদম অন্য রকম। খোলা মাঠে বসে সেগুলো উপভোগ করলাম। তবে সন্ধ্যা নামতে বাড়িতে চলে আসলাম।

IMG_20240519_212032_554.jpg

মা আজ গরুর দুধের পায়েস রান্না করেছে। বাড়িতে গরু আছে অনেকগুলো এবং দুটোতে দুধ দেয় এজন্য কেনার প্রয়োজন পড়ে না। আমার কাছে বিশেষ করে দুধের সর ভালো লাগে। ছোটবেলা থেকেই অনেক অনেক বেশি প্রিয়। সময় মতো রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে পোস্ট লেখা এবং এর পাশাপাশি বন্ধুদের পোস্টে কিছু কমেন্ট করলাম। এভাবেই আমার আরেকটা দিনের কার্যক্রম শেষ করলাম। ভালো থাকবেন সবাই।

সমাপ্ত
Sort:  
Loading...
 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সকাল বেলার আবহাওয়াটা অনেক সুন্দর লাগে মাঠে হাটতে খুবই ভালো লাগে। সময়ের কাজ সময়ে করাই হলো ভালো মানের কাজ। বাড়িতে লোক সংখ্যা না থাকলে যেমন অনেক কিছু নষ্ট হয়। আমার বাড়িতে এরকম কয়েকটা ফ্যান নষ্ট হয়ে আছে।
আর বন্ধুদের সাথে আড্ডা দিলে মন যতই খারাপ থাকুক না কেন মনটা অনেক ভালো হয়ে যায়। ধন্যবাদ ভাই আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো

 2 months ago 

হ্যা সকালের আবহাওয়াটা সব সময়ই সুন্দর হয়ে থাকে। একদম ঠিক বলেছেন বাড়িতে লোকজন ছাড়া জিনিস বেশি হলে অনেক জিনিসই অকেজ অবস্থায় পড়ে থাকে। একদম ঠিক সময়ের কাজ সময়ে করা উচিত আমাদের। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।

 2 months ago 

সকালবেলায় ঠান্ডা হওয়া পাওয়া গেলেও দুপুরের দিকে পাওয়া যায় প্রখর রোদ। যেটা আসলে সহ্য করার মতো না। আমি নিজেও সহ্য করতে পারি না। ফ্যান এর কয়েল নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করার জন্য অনেকটা সময় লাগে। নতুন কয়েল লাগালে হয়তোবা আবার নতুন করেই ফ্যানটা চালু হবে।

আপনার মা দুধ দিয়ে পায়েস রান্না করেছে, দেখতেই তো অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে। দুধের সর আমি নিজেও পছন্দ করি। তবে আমাদের গরু নেই কিনে খেতে হয়। সেজন্য মাঝে মাঝে খাওয়া হয় আবার মাঝে মাঝে খাওয়া হয় না। সময়ের কাজ আমার মনে হয় সময়ের সাথে করে ফেলা ভালো। এতে করে অন্ততপক্ষে কষ্ট কম হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

সকালবেলা গ্রামের রাস্তাগুলোতে হাটাহাটি করতে খুব ভালো লাগে।
আসলে সন্তানরা সব সময় বাবা মায়ের কাছে ছোটই থাকে। যতই সন্তান বড় হয়ে যাক না কেন বাবা সবসময় ভালো দেখতে নির্দেশনা দিবেই এটাই স্বাভাবিক।
বিকেলবেলা বন্ধু মিলে চিপস খেয়েছেন আর গল্প বলেছেন। সত্যিই এভাবে বন্ধুদের মাঝে বসে আড্ডা দিতে খুব ভালো লাগে।
আপনার মা গরুর দুধের পায়েস রান্না করেছে। দেখে মনে হচ্ছে খেতেও সুস্বাদু হয়েছে।

সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

সকালবেলা হাঁটাহাঁটি করার উপকারী দিক রয়েছে। একদমই তাই বাবা মায়ের কাছে সন্তান সব সময় ছোট থাকে। বন্ধুর সাথে বসে কিছু সময় আড্ডা দিয়েছিলাম। হ্যা পায়েসটা আসলেই ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য।

 2 months ago 

সকালে হাটাহাটি করা একটা ভালো অভ্ভাস বিশেষ করে গ্রামের সবজি বাগান কিংবা ফসলের ক্ষেতের পাশ দিয়ে হাঁটাটা।
এরকম পরিবেশ আর সতেজ বাতাস আমরা শহরে পাই না। তবে রোদ ভালো করে বাড়ার আগেই বাসায় চলে এসে ভালো করেছেন কারণ যা বিশ্রী রকমের গরম পরেছে।

সময়ানুবর্তিতা খুব ভালো একটা অভ্ভাস তাই আপনার বাবা এই বিষয়ে আপনাকে শাসন করে ভালো করেছে। ঠিকই বলেছেন বাবা মায়ের কাছে আমরা সব সময় ছোটই থেকে যাই।
ইলেক্ট্রনিকস জিনিস ব্যবহার না করলে নষ্ট হয়ে যাই এজন্যই হয়তো আপনাদের ফ্যানটা নষ্ট হয়েছে।
আপনার তোলা আকাশের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। দুধের সর আপনার মতো আমরা খুব ভালো লাগে যদিও এখন আর খাওয়া হয় না।

আপনার দিনলিপি পরে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়।

 2 months ago 

শহরে সব কিছু থাকলেও গ্রামের মতো প্রকৃতি নেই। গ্রামের তুলনায় শহরে গরমের পরিমান অনেক বেশি। একদমই তাই সময়ানুবর্তিতা অনেক বড় একটা গুন যেটা সবার মধ্যেই থাকা আবশ্যক। শুধু ইলেকট্রনিক এর জিনিস নয় যেকোনো জিনিসই ব্যবহার না করলে অচল হয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য।

 2 months ago 

আমরা যত বড়ই হই না কেন বাবা-মার কাছে ছোট থেকে যায় সব সময়। তাদের ভালোবাসা আমাদের জন্য সেই বৃদ্ধকাল পর্যন্তই থাকে। তবে আমরা সন্তানরা কিন্তু মাঝে মধ্যে এই ব্যাপার গুলো বোঝার চেষ্টা করি না।

বাড়িতে যদি সিলিং ফ্যান থাকে তাহলে এমনই হয় কারণ টেবিল ফ্যানের দিকে বেশি নজর দারি করা হয়।। তাছাড়া আপনার বাড়িতে সদস্য অনেক কম যে কারণে ব্যবহার করা হয় না।
সবশেষে বলতে চাই আপনি কিন্তু আমার লোক লাগিয়ে দিয়েছেন দুধের সর টা দেখিয়ে আমি দুধের সর অনেক পছন্দ করি ধন্যবাদ। খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যা মা বাবার কাছে আমরা কখনও ছোট হই না। তাদের ভালোবাসায় কখনও মরচে ধরে না। বাড়িতে অনেকগুলো টেবিল ফ্যান এজন্য সেলিং ফ্যানের ব্যবহার করা হয় না আর এজন্য অকেজো হয়ে পড়েছে। দুধের সর আমার ভীষণ ভালোবাসি, আপনিও ভালোবাসেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য।

 2 months ago 

আমি প্রতিদিন সকালে উঠেই দেখি রোদ উঠে গেছে আর তাপ অনেক বেশি।। শুনে ভালো লাগলো আপনার বাবা সময়ের অনেক মূল্য দেয় আসলে প্রতিটি মানুষের সময়ের মূল্য দেওয়া উচিত।। আর হ্যাঁ যে কোন জিনিসের ব্যবহার বন্ধ রাখলে একটা সময় সেটা সমস্যা দেখা দেয়।।

 2 months ago 

প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রখর রোদের তাপে মুখ ঝলসে যাওয়ার উপক্রম হয়। আমার বাবা সময়ের কাজ সময়ে করতে ভালোবাসে আর আমাকে এভাবে চলতে বলে। তবে আমি মাঝে মাঝে অনিয়ম করে ফেলি। সব কিছু ব্যবহারের মধ্যে থাকলে ভালো থাকে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51