Better Life With Steem || The Diary game || 14th February 2025
১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস। যদিও প্রিয়জনকে ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন নেই। তবে এই দিনটা সকলে নিজের প্রিয়জনের সাথে একটু ভিন্নভাবে পার করার চেষ্টা করে।
কর্মব্যস্ততার কারনে সব সময় হয়ত প্রিয়জনের সাথে ঘুরতে যাওয়া হয়ে ওঠে না তবে এই দিনটা সবাই নিজের মতো করে কাটানোর চেষ্টা করে। আশা করি, আপনারাও নিজের পরিবারের সাথে দিনটা উপভোগ করেছেন।
আজ সকালে ঘুম থেকে দেরিতেই উঠেছিলাম৷ বিগত কয়েকদিন শীত কমে যাওয়ায় কিছুটা সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তবে আবহাওয়া আবারও পরিবর্তন হয়েছে। শীত আর গরম যেন দু'দিন পর পর পালাক্রমে পরিবর্তন হচ্ছে।
যখনই ভাবছি শীত বোধহয় চলে যাচ্ছে ঠিক সেদিন থেকে আবারও শীত পড়ছে। এজন্যই হয়ত সকলে বলে, প্রকৃতির উপর কারো হাত থাকে না। প্রকৃতি তার নিজ গতিতেই ছুটে চলে!
সকালে ঘুম থেকে উঠে বাড়ির সবজি ক্ষেতে হাঁটাহাটি করছিলাম। যদিও এখন বাজারে সবজির দাম খুবই কম তবে বাজারের তুলনায় বাড়ির সবজিই বেশি তাজা ও কীটনাশক মুক্ত।
কয়েকদিন আগেও বাজারে সবজির দাম অনেক বেশি ছিলো। যদিও এসময় সবজির দাম অনেক দমে যায় তবে অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি দাম কমে গেছে। তার কারন -
- বাজারে সবজির অতিরিক্ত দাম হওয়ার কারনে সকলেই বাড়িতে কম বেশি সবজির চাষ করেছে এবং বিক্রির উদ্দেশ্যেও অনেকে চাষ করেছে আর একারনেই বাজারে সবজির চাহিদা অনেকটা কম এজন্য দামও তুলনামূলক কম.
![]() |
---|
আজকের দিনে সকলে তার প্রিয়জনকে নিয়ে ঘুরতে যায় তবে আমার দিনটা কাটলো ঠিক অন্যভাবে। আজকে সারা দিন বাড়িতে মায়ের সাথেই ছিলাম। ভালোবাসা দিবসের পুরো দিনটা বাড়িতে বাবা মায়ের সাথেই কাটিয়েছি।
বাড়িতে বসে বই পড়ছিলাম। যদিও মনের ভিতর অনেক কিছু নিয়ে নানা ভাবনা ঘুরপাক খাচ্ছিলো তবে সকল ভাবনা পাশে রেখে পড়ায় মন বসানোর চেষ্টা করছিলাম।
আজ ভালোবাসা দিবস উপলক্ষে অনেক দিন পর কমিউনিটিতে হ্যাং আউট এর আয়োজন করা হয়েছিলো তবে কয়েকজন মাত্রই অংশগ্রহণ করেছিলাম। তাই হ্যাং আউট করা সম্ভব হয় নি। তবে হ্যাং আউট না হলেও এডমিন ম্যাম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছিলো। কমিউনিটিতে নতুন কিছু উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সেটা সকলের জন্যেই ভালো হবে বলে আমার বিশ্বাস।
সাধারণ সবাই একসাথেই ভাত খাই তবে রাতে আমার খেতে ইচ্ছা করছিলো না তাই মা আমার জন্য ভাত গুছিয়ে রেখেছিলো। একটু রাত করে আমি রাতের খাবার শেষ করলাম, আজ মা মাছের ডিম ভেজেছিলো৷ মাছের ডিম আমার ভীষণ ভালো লাগে তবে মাছের পেটে ডিম হলে মাছের স্বাদ অনেকটা কমে যায়। এভাবেই আমি আমার কার্যক্রম শেষ করলাম।
আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। সত্যিই দাদা এডমিন ম্যাম যে উদ্যোগটি নিয়েছে এই উদ্যোগটি যদি বাস্তবায়ন হয় তাহলে কমিউনিটির জন্য অনেক ভালো হবে। আপনার সারাদিনের কার্যক্রম খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনার সাথে আমিও পুরোপুরি সহমত, ম্যামের নতুন উদ্যোগ সফল হলে সেটা সকলেই ভালো হবে। হয়ত কেউ বিপদে পড়লে একাট পক্ষে তার পাশে থাকা সম্ভব হয় না। তবে এই উদ্যোগের মাধ্যমে সকলের চেষ্টায় অন্যের পাশে দাড়াতে পারবো। ভালো থাকবেন।
প্রিয় মানুষকে ভালোবাসা দেয়ার জন্য কোন নির্দিষ্ট দিন বা ক্ষন ঠিক নেই যে কোন সময় চাইলেই আমরা প্রিয় মানুষকে ভালোবাসা উৎসর্গ করে দিতে পারে আপনার দিনটা একটু অন্যরকম ভাবেই কেটেছে আপনি তো আপনি আপনার সবচাইতে ভালোবাসার মানুষের সাথে কাটিয়েছেন এর চাইতে বড় পাওয়া হয়তোবা আর কিছুই হতে পারে না।
আসলে ঐদিন হ্যাংআউট হয়েছিল যেটা আমিও জানতাম কিন্তু নয়টার সময় আমি একটু অপেক্ষা করেছিলাম পরবর্তী সময়ে শশুর অসুস্থ হয়ে যাওয়ার কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে বিশেষ করে নামাজ পড়ার দিকে একটু বেশি খেয়াল করতে গিয়ে ওখানে আর যাওয়া হয়নি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেটা আমি মিস করে ফেললাম ইনশাল্লাহ পরবর্তী সময় অবশ্যই আমারে যুক্ত হওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনার একটা দিনের কার্যক্রম শেয়ার করার জন্য ভালো থাকবেন।