Better Life With Steem || The Diary game || 12th August 2024

in Incredible Indialast month
IMG_20240812_124448.jpg

প্রতিটিটা দিনের শুরুটা হচ্ছে মেঘলা আকাশ আর বৃষ্টির সাথে। ঋতু পরিবর্তন সাথে সাথে প্রকৃতি একেক সময় একেক রূপ ধারন করে। কেউ কারো প্রয়োজন বুঝুক না নাই বা বুঝুক প্রকৃতি ঠিকই মানুষের প্রয়োজন বোঝে। এখন মানুষের ধান চাষ করার সময় আর ফসল ফলাতে বৃষ্টির বিকল্প নেই।

তবে আজ সকালটা অন্য দিনের থেকে কিছুটা ব্যতিক্রম ছিলো। আকাশে হালকা মেঘ থাকলেও রোদের দেখা পেয়েছি। রোদের সময় হালকা বৃষ্টি নামলে ছোটবেলায় সবার মুখে মুখে একটাই প্রবাদ ফুটে উঠতো,

রোদ হয়, বৃষ্টি হয়,
শিয়াল- কুকুরের বিয়ে হয়!

এখন অবশ্য এটা মনে পড়লে হাসি পায়! আপনারা কি কখনও জীবনে একবার হলেও এই প্রবাদটা শুনেছেন সেটা অবশ্যই জানাবেন। আজও তেমনই রোদের তো ছিলো তবে মাঝে মাঝে ফিসফিস করে বৃষ্টি হচ্ছিলো। তখন ছোটবেলার সেই পুরানো স্মৃতিগুলো নতুন করে মনে সাড়া দিলো।

IMG_20240812_124537.jpg

সকালবেলা ঘুম থেকে কিছুটা বেলা করেই উঠলাম। অনিবার্য কারনের জন্য প্রায় প্রতিটা রাতই জাগতে হচ্ছে তাই সকালবেলা কিছুতেই যেন ঘুম ভাঙ্গতে চায় না। মায়ের রান্না শেষ হলে বারবার ডাকতে থাকে এজন্য উঠতে হয়। উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিলাম। বাড়িতে কিছুক্ষণ বসে থাকার পর রাস্তায় এসে দেখলাম সকলে ধান শুকাতে দিচ্ছে। অনেক দিন রোদের দেখা পায় না তো এজন্য আজ সুযোগ পেয়ে প্রয়োজন অনুসারে ধান শুকিয়ে নিচ্ছে কারন এটাই তো বেঁচে থাকার মূল্য উপাদান। তবে মাঝে মাঝে ফিসফিস করে বৃষ্টি নামার কারনে তাদের বেশ ঝামেলা হচ্ছে। রাস্তায় গিয়েছিলাম সকলের সাথে কিছুক্ষণ বসে গল্প করবো এই আশায় তবে কাউকে দেখতে না পেয়ে আবারও বাড়িতে চলে আসলাম।

IMG_20240812_152002.jpg

বাড়িতে এসে স্নান করতে যাবো তখন বাবা বললো যে পুকুরে মাছ ধরতে যেতে হবে। তবে বৃষ্টির কারনে পুকুরের জল কানায় কানায় হয়ে গিয়েছে তাই মাছ ধরাটা কষ্টকর হয়ে পড়েছে। পুকুরে মাছ থাকতেও মাছ কিনে খেতে হচ্ছে। মাছ না পেয়ে, স্নান সেরে আসলাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম।

সকাল থেকে বেশ ভালোই রোদ ছিলো তবে দুপুরের পর পরই আকাশে মেঘ ঘনিয়ে এলো। চারিদিকে অন্ধকার হয়ে গেলো। বাইরে অনেক কাপড় শুকাতে দেওয়া ছিলো, তাড়াতাড়ি সেগুলো ঘরে তুললাম। যতটা গর্জায়, ততটা বর্ষায় না প্রবাদটা বাস্তবে ফলে গেলো কারন যেভাবে মেঘ করেছিলো ভেবেছিলাম জোরে বৃষ্টি নামবে তবে তার ছিটেফোঁটাও হলো না।

IMG_20240812_201214.jpg

সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গিয়েছিলাম। সেখানে সকলে মিলে গল্প করলাম এবং সেই সাথে নিজেদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করলাম। ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত তবে ভবিষ্যৎ নিয়ে সকলেরই পরিকল্পনা করা উচিত। যদিও সব সময় সব কিছু আমাদের পরিকল্পনামাফিক হয় না।

সত্যি নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি। কি করবো, কোনটা করলে ভালো হবে এর সঠিক উওর খোজার চেষ্টা করছি সবাই তবে সব কিছুই সৃষ্টিকর্তার হাতে। তার পরিকল্পনার বাইরে যাওয়া ক্ষমতা আমাদের নেই।

Sort:  
Loading...
 last month 

আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটির মূল্যায়ন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 59439.79
ETH 2290.08
USDT 1.00
SBD 2.48