Better Life With Steem || The Diary game || 10th March 2024

in Incredible India7 months ago
Hello Everyone
20240310_090922_0000.jpg
Edit By Canva

নমস্কার বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। অসুস্থ শরীর নিয়ে আজও আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে চলে আসলাম। আজকের পোস্টটিতে আমি আপনাদের সাথে আমার নতুন একটা দিনের কার্যক্রম অর্থাৎ ১০ মার্চ ২০২৪ তারিখ দিনটা কেমন কাটলো সেটা তুলে ধরার চেষ্টা করবো।।

সকাল থেকে রাত

অসুস্থ শরীর যেন আর কোনো ভাবেই ঠিক মতো সুস্থ করে তুলতেই পারছি না। নিয়মিত ঔষধ সেবন করছি এবং সঠিকভাবে চলাফেরা করেও কোনো লাভ হচ্ছে না। তাই বিষয়টা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি। শুধু আমার যে এমন অবস্থা বিষয়টা তেমন নয়, আমাদের আশেপাশের অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছে।

আজ সকালে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিলো, বলতে গেলে ইচ্ছা করেই দেরি করে উঠেছি। মায়ের রান্না শেষ হলে আমাকে বারবার উঠে ফ্রেশ হতে বলছিলো তখনই বিছানা ত্যাগ করেছিলাম। আমরা সবাই একটা কথা মন থেকে মানতে বাধ্য যে, মায়ের মতো এমন খাবার বেড়ে বসে আর কেউ থাকে না। আমি খেতে না গেলে আমার মা খেতে বসে না।

সকাল হতে না হতেই আমার বাবার ক্ষিদে পেয়ে যায়। তাই মায়ের রান্না শেষ হওয়ার সাথে সাথে বাবা সকালের খাবার খেয়েছিলো এবং পরবর্তীতে মা আর আমি একসাথে বসে খাওয়া শেষ করেছিলাম।

IMG_20240310_222929_831.jpg
ঔষধ

সকালের খাবার খেয়ে বসে ছিলাম তখন মা ঔষধ খাওয়ার কথা মনে করিয়ে দিলো। তখন আমি প্রয়োজনীয় ঔষধ সেবন করেছিলাম। জ্বর কমে যাচ্ছে আবার কিছুসময় পর বাড়ছে। তার থেকে বেশি খারাপ লাগছে, সর্দি, কাশি আর গায়ে ব্যথার কারনে।

IMG_20240310_215118_183.jpg
করলার ফুল

কিছুসময় বাড়িতে বসে থাকার পর উঠানের সামনের সবজি বাগানে গিয়েছিলাম। সেখানে নানা ধরনের সবজির চাষ করা হয়েছে। করলার স্বাদ তিতা কিন্তু আমাদের শরীরের জন্য যে কত বেশি উপকারী সেটা আমরা সবাই কম বেশি জানি।

আমাদের সবজি ক্ষেতে করলার চাষও করা হয়েছে। সেখানে গিয়ে দেখলাম করলা গাছে ফুল ফুটেছে। এটাকে অঞ্চল বিশেষে উচ্ছে বা উস্তে অথবা করলা যেকোনো নামেই চিনে থাকে সবাই। তখন করলার কিছু ছবি তুলেছিলাম। আর তাছাড়া দেখতে তো বেশ ভালোই লাগছিলো।

IMG_20240310_222929_631.jpg
IMG_20240310_222929_022.jpg

সবজি ক্ষেতে গিয়ে আরেক গাছের দেখা পেলাম বেশ অনেক দিন পর। এই গাছটার নাম অবশ্য আমি মায়ের কাছে শুনেছিলাম তবে এখন মনে পড়ছে না। এই ফলগুলোর ভিতরে একটু ফাঁপা হয়ে থাকে তাই একটু জোরে চাপ দিলে ফেটে যায় আর তখন একটা শব্দ হয়। ছোটবেলায় এই ফলগুলো পেড়ে কত যে দুষ্টামি করেছি সেগুলো সবই স্মৃতি। গাছ থেকে ফল পাড়ার পর কে কয়টা নেবে এই নিয়ে তো ঝগড়া লেগেই যেতো।

IMG_20240310_215121_036.jpg
ছোটদের সাথে দুষ্টামির মুহুর্ত

বাড়িতে একা একা কিছুই ভালো লাগছিলো না তাই রাস্তায় বেরিয়েছিলাম কিছু সময়ের জন্য। তখন দেখি বাড়ির পাশের দুইটা ছোট ভাই আইসক্রিম খাচ্ছে, তখন ওদের সাথে কিছু সময় দুষ্টামি করলাম আর সাথে ছবিও তুলে নিলাম।

এই ছোটবেলা একবার চলে গেলে হাজার বার চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। সত্যি বলতে যখন ছোট ছিলাম তখন ১ টাকায় আইসক্রিম কিনতে পাওয়া যেত। তখন ঐ ১ টাকা দিয়ে আইসক্রিম খেলে যে আনন্দ পেতাম এখন দাম দিয়ে কিনে খেলেও সেই আনন্দ পাইনা। সময় আর বয়সের সাথে সাথে সুখের ধরনেও পরিবর্তন আসে।

কিছুসময় পর বাড়িতে চলে এসেছিলাম এবং স্নান শেষ করেছিলাম। তারপর দুপুরের খাবার খেয়েছিলাম এবং ঘুমিয়েছিলাম। শরীর অসুস্থ থাকায় এই খাওয়া আর শুয়ে থাকা ছাড়া আর কিছুই হচ্ছে না।

IMG_20240310_222849_069.jpg
পড়ন্ত বিকাল

বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ির পাশের জমিতে হাঁটতে বেরিয়েছিলাম। প্রতি দিনের মতো আজও একা একা হাঁটতে বেরিয়েছিলাম। সন্ধ্যা নামলেই বাড়িতে চলে আসলাম আর এভাবেই দিনের কার্যক্রম শেষ করলাম।

Device NamePoco X4 Pro
Camera64 MP
Shot ByTanay Ray
LocationBangladesh
END
Sort:  

Your post has been upvoted in the lifestyle tag. Subscribe our community for any post related to lifestyle. Participate in our lifestyle diary contest. Season 2 Contest : Share Your Lifestyle Diary Game. 10 steem prize

Steem For Lifestyle Community

We support pennsif.witness for the development of Steemit. Cast your vote at the link below to support @pennsif as a witness.received_324357470609377.gifpennsif.witness&approve

Support the development of the Steem For Lifestyle community by delegating your sp.

50 sp100 sp200 sp300 sp
400 sp500 sp1000 sp2000sp
 7 months ago 

Thank you so much.

Posted using SteemPro Mobile

TEAM 3

¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts anywhere and with any tags.

Coment.jpg


Curated by : @malikusman1


 7 months ago 

Thank you very much, sir.

Posted using SteemPro Mobile

Loading...
 7 months ago 

বর্তমান সময়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আমার মা ভাই ও ভাবিও অসুস্থতার মধ্যে দিয়ে দিন পার করছে।। আপনার হাতে যেটা রয়েছে আমাদের অঞ্চলে এটার নাম বলা হয় ডাব।। আর ছোট ভাইদের মত আমিও দুষ্টামি করতাম আইসক্রিম নিয়ে।। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে আর আপনার সুস্থ কামনা করছি ভালো থাকবেন।।

 7 months ago 

ছোট বাচ্চাদের দুষ্টামি দেখতে আমার বেশ ভালো লাগে।।

ভালো থাকবেন।।

Posted using SteemPro Mobile

 7 months ago 

একটা না কয়েকদিন থেকে আপনার এরকম জ্বর এবং অসুস্থতা লেগে গেছে। আপনাকে পরামর্শ দিব অবশ্যই একজন ভালো মেডিসিন ডাক্তার দেখানোর জন্য। আসলে প্রতিটি মায়েরা এরকম সন্তান না খাওয়া পর্যন্ত নিজে কখনো খায় না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62617.55
ETH 2438.99
USDT 1.00
SBD 2.67