The Performance i Conclude During 7 Days as Moderator
Hello Everyone,,,
আশা করি, সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তবে ঠান্ডার কারনে শত চেষ্টা করেও যেনো কাশি কমাতে পারছি না। বিশেষ করে রাতের বেলায় কাশির পরিমাণ বেশি বৃদ্ধি পাচ্ছে। সব কিছু যেনো রাতেই প্রবল হয়।
মায়ের কথা মতো গরম জল ও লবন দিয়ে গার - গিল করছি আর বাবা কথা মতো নিয়মিত চা খেয়েও খুব বেশি সুফল পাচ্ছি না। যাই হোক, সবাই অনেক বেশি সাবধানে থাকবেন।
দেখতে দেখতে আরও একটা সপ্তাহ পার হয়ে গেলো। তাই নতুন সপ্তাহের যাত্রা করার সাথে সাথে বিগত সপ্তাহে মডারেটর ও সদস্য হিসাবে আমার কার্যক্রমগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি।
পরবর্তী ভোটিং সিএসআই |
---|
পূর্বের ভোটিং সিএসআই |
---|
আমি আগেও বলেছি, আমরা নতুন সদস্যকে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমরা জানি আমাদের সকলেরই নিজের নিজের ভোটিং সিএসআই বৃদ্ধির দিকে খেয়াল রাখতে হয়। তবে নতুন সদস্যরা এই বিষয়ে অনভিজ্ঞ হয়ে থাকেন।
আমাদের সাথে যুক্ত হওয়ায় নতুন মেম্বারের ভোটিং সিএসআই একদমই ছিলো না তাই তার সাথে ডিসকর্ডে কথা বলে সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম। কিভাবে নিজের ভোটিং সিএসআই বৃদ্ধি করবে এবং নিজের ভোটিং সিএসআই কত রয়েছে সেটা কিভাবে দেখতে হয় সেটাও ভালো ভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আপনারা উপরের স্ক্রিনশটের মাধ্যমে ভোটিং সিএসআই পার্থক্যটা বুঝতে পারছেন আশা করি।
মডারেটর হিসাবে কমিউনিটিতে আমার প্রধান কাজ হলো পোস্ট ভেরিফিকেশন করা। প্রত্যেক সপ্তাহে পোস্ট ভেরিফিকেশনের সংখ্যা একই হয় না। একেক সপ্তাহে পোস্ট ভেরিফিকেশনের সংখ্যা একেক রকম হয়ে থাকে। কমিউনিটির সদস্যরা যত বেশি সক্রিয় হয়ে পোস্ট শেয়ার করবে আমাদের ভেরিফিকেশনের সংখ্যাও বৃদ্ধি পাবে।
Date | Post Count |
---|---|
12-11-2024 | 7 |
13-11-2024 | 6 |
14-11-2024 | 0 |
15-11-2024 | 2 |
16-11-2024 | 4 |
17-11-2024 | 4 |
18-11-2024 | 5 |
আমি বিগত সাত দিনে যতগুলো পোস্ট ভেরিফিকেশন করেছি সেটা উপরের তালিকায় তুলে ধরেছি। তুলনামূলক ভাবে সদস্যদের পোস্ট সংখ্যা কমে যাওয়ার কারনে আমাদের ভেরিফিকেশনের সংখ্যাও কমে গিয়েছে। তাই সকলের কাছে বেশি বেশি পোস্ট করার অনুরোধ রইলো।
মডারেটর হিসাবে পোস্ট ভেরিফিকেশনের পাশাপাশি নিয়মিত পোস্ট শেয়ার করাও আমার দায়িত্ব কারন সকলেরই এই প্লাটফর্মে নিজের সক্রিয়তা বৃদ্ধি করা বাধ্যতা মূলক। আমি নিম্নোক্ত পোস্টগুলো বিগত সপ্তাহে শেয়ার করেছি।
বিগত সপ্তাহে আমি পোস্ট করার পাশাপাশি অন্যের পোস্টে নিজের মতামত জানানোর মাধ্যমে নিজের সক্রিয়তা বৃদ্ধির চেষ্টা করেছি। কমিউনিটির সকলকেই নিজের নিজের সক্রিয়তা বৃদ্ধি করার সুফল জানানোর পরও অনেকে এই বিষয়ে সোচ্চার হতে পারে না। এটা খুবই দুঃখজনক।
আমি যেমনটা আপনাদের বলেছিলাম যে, আমাদের সকলেরই উচিত পাওয়া আপ করা এবং যেকোনো একটা ক্লাবের অর্ন্তভুক্ত থাকা। আমাদের একটু অসচেতনতার কারনে আমরা ক্লাব বহির্ভূত হয়ে যেতে পারি আর একারনেই সকলকে সপ্তাহে একবার পাওয়ার আপ করার পরামর্শ দেওয়া হয়। আমি বিগত সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।
আমি আপনাদের মাঝে আমার বিগত সপ্তাহের কার্যাবলীগুলো তুলে ধরেছি। আমরা যারা স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত রয়েছি তারা অবশ্যই জানি এখানে ভালো কিছু করতে হলে অবশ্যই ধৈর্য্য ধরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে কাজ করতে হবে। আশা করি, আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন।
সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার একটি সপ্তাহের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য। একজন মডারেটর হিসেবে আপনার ওপরে অনেক দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব গুলো পালন করে থাকেন। তার পাশাপাশি পোস্ট ভেরিফিকেশন করার দায়িত্ব তো আছে আপনাদের। যেগুলো আপনারা অনেক সুন্দর ভাবে পালন করে থাকেন। আসলে জ্বর ঠান্ডা কাশি এখন বর্তমান অধিকাংশ মানুষের হচ্ছে তার মধ্যে আমিও একজন আমিও আজ কয়েক দিন ধরে অসুস্থ আছি ঠান্ডা লেগেছে অনেক যাই হোক দোয়া রাখি আপনি খুবই দ্রুত সুস্থ হয়ে যান।