আবেগের আরেক নাম ফুটবল!

in Incredible India8 days ago (edited)

Hello Everyone,,,

এখন বাংলাদেশ সময় রাত ৪ টা আর এখন পোস্ট লিখতে বসলাম। খুব ভালো মন নিয়ে লিখতে বসেছি এমনটা নয়। আমাদের জীবনের বাইরেও এমন কিছু ঘটে যার কারনে আমাদের মন একটু হলেও খারাপ হয়ে যায়, যদিও এসব ঘটনা আমাদের জীবনের উপর তেমন প্রভাব পড়ে না, তবুও।

Screenshot_2024-07-06-03-30-26-507_com.alexdb.footcriclive.jpg

আগেও বহুবার বলেছি ফুটবল খেলা দেখা আমার নেশা, শখ যেটাই বলিনা কেন তাতে কোনো তফাত নেই। আমাদের মধ্যে যারা ফুটবল খেলা দেখি না, বিশ্বকাপ আসলে তারা কিন্তু ঠিকই জেগে ওঠে।

জীবনের প্রথম ফুটবল বিশ্বকাপ দেখেছি ২০১০ সালে। তখন আমাদের গ্রামে কারেন্ট ছিলো না। তাহলে কিভাবে দেখলাম বিশ্বকাপ খেলা??

আমাদের বাড়িতে জেনারেটর ছিলো, আর পাশের এর কাকুর রঙ্গিন টিভি ছিলো। যদিও কারেন্ট ছিলো না তবে, কাকুর শশুরবাড়ি থেকে দিয়েছিলো টিভি টা। জেনারেটর চালিয়ে রঙ্গিন টিভিতে এই প্রথম খেলা দেখা শুরু করলাম।

Screenshot_2024-07-06-03-36-36-733_com.alexdb.footcriclive.jpg

বাবার মুখে কাকা, রোনালদো, রোনালদিনহো, বরিনহো এসব খেলোয়াড়দের নাম অনেক শুনেছি।

সেবার প্রথম টিভির পর্দায় কাকা, রোনালদোকে দেখার সুযোগ হলো। ক্রিস্টিয়ানো রোনালদোকে তো সবাই জানেন। আমার ভালো ভাবে মনে আছে, পর্তুগালের ম্যাচ চলাকালীন সময়ে পর্তুগাল একটা পেনাল্টি পেয়েছিলো তবে রোনালদো সেটা গোলবারের উপর দিয়ে মেরে দেয় এবং পর্তুগাল ম্যাচটা হেরে যায়।

একটা পেনাল্টি দিয়ে তো আর একটা খেলোয়াড়ের যোগ্যতা মাপা যায় না, তাই না।

পরবর্তীতে এত বছর যাবত রোনালদো তার দলকে কিভাবে নেতৃত্ব দিয়েছেন এটা আমাদের জানা। ২০১৬ সালে এই পর্তুগালকে ইউরো কাপও জিতিয়েছেন। তবে বয়সের কাছে একটা সময় সবাইকে হার মেনে নিতে হয়, বয়স তাকে বাধ্য করে হার মেনে নিতে।

Screenshot_2024-07-06-03-36-45-928_com.alexdb.footcriclive.jpg

বয়স এখন ৩৯! আর কত? আর কত নেতৃত্ব দেবে নিজের দলকে। এই বয়সে সাধারণত যেকোনো খেলোয়াড় অবসর নিয়ে নেয়। মনের জোর থাকলেও বয়সের কারনে শরীরের জোর হ্রাস পেতে থাকে এজন্য সব কিছু থেকে সরিয়ে নিতে হয় নিজেকে। হয়ত এবার সেই সময় টা এসে গিয়েছে!

একটা খেলোয়াড় যখন ভালো পারফর্ম করে তখন সবাই তাকে বাহবা দেয় কিন্তু ভালো করতে না পারলে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা, তাই সেটা শুরু হওয়ার আগে সব কিছুকে বিদায় বলে দেওয়া উচিত।

আজ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মুখোমুখি হয়েছিলো ফ্রান্সের। সেই ম্যাচটাই দেখছিলাম এত সময়।

ম্যাচের ৯০ মিনিটেও কোনো গোল দিতে পারে নি দু-দল। দু দলই অনেক সুযোগ তৈরী করেছে তবে গোল করতে ব্যর্থ হয়েছে। তখন ম্যাচ আরও অতিরিক্ত সময়ে গড়ায় সেখানেও গোল না হওয়ায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে।

Screenshot_2024-07-06-03-36-53-778_com.alexdb.footcriclive.jpg

পেনাল্টি শুটআউটে রোনালদো গোল করলেও তার এক সতীর্থ গোল করতে ব্যর্থ হয় আর এখানেই শেষ হয়ে যায় পর্তুগালের ইউরো মিশন।

রোনালদো আগেই জানিয়ে রেখেছিলো, ইউরো কাপের পর সে অবসর নিয়ে নেবে জাতীয় দল থেকে। তার মানে পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে না, রোনালদোকে। এটা ভাবতেই যেন কেমন লাগছে। ফুটবল হয়ত একটা নক্ষত্রকে হারিয়ে ফেলছে।

Screenshot_2024-07-06-03-48-19-616_com.alexdb.footcriclive.jpg
Screenshot_2024-07-06-03-45-34-707_com.alexdb.footcriclive.jpg

আমি বিশ্বাস করি, পর্তুগালের ফুটবল দলকে এত দুর এগিয়ে আনতে রোনালদো সব থেকে বেশি ভূমিকা পালন করেছে।

যাদের খেলা দেখে ফুটবলের প্রতি ভালোবাসা জন্মেছে তাদের আর দেখা যাবে না এটা ভাবতেই খারাপ লাগছে। ফুটবল অনেক বেশি রোমাঞ্চকর , কখনও কখনও এটা প্রেমের থেকেও রোমাঞ্চনীয় হয়ে ওঠে, তেমনই ফুটবল কখনও কখনও সকলকে কাঁদিয়েও থাকে, চোখে জল আনতে বাধ্য করে!

জানি না ফুটবল আর কোনো রোনালদোকে পাবে কিনা তবে, রোনালদোকে মিস করবে ফুটবল প্রেমিকরা এটুকু জানি!

Image Source: প্রতিটা ছবি মোবাইলে খেলা চলাকালীন সময়ে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
END
Sort:  
Loading...
 7 days ago (edited)

আসলে বন্ধু কালকে সারারাত আমিও এই খেলাটি রাত জেগে দেখেছিলাম যখন অতিরিক্ত সময় খেলাটি করিয়েছিল তখন আমার মনে হয়েছিল যে খেলাটা ট্রাইবে করেই হবে তখন আমি আর দেখি নাই পরে সকালে উঠে দেখি পর্তুগাল বিদায় নিয়েছে আসলে এটা আমি কোনভাবেই মেনে নিতে পারছি না।

যাইহোক যেটাই হয়েছে সেটাই ভালো, হয়তো আমাদের দল উঠতে পারে নাই তারপরও নিজেকে মানিয়ে নিতে হবে আপনাকে ধন্যবাদ এই খেলাটির রিভিউ এত সুন্দর ভাবে দেয়ার জন্য।

 6 days ago 

খেলায় সব সময় মনের মতো ফল আসবে না তবে সেটাকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না। প্রিয় দলের খেলা থাকলে না দেখে ঘুমাতে পারি না। রাত জেগে আমিও খেলা দেখছিলাম তবে ফলাফলটা মনের মতো হয় নি। পর্তুগাল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, খারাপ লাগছিলো রোনালদোর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44