কাগজের ফুল তৈরির পদ্ধতি!
নমস্কার বন্ধুরা! আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রাতের বেলায় নিজের ঘরে বসে ছিলাম। হাতে খুব বেশি কোনো কাজ ছিলো না। রাতের খাবার পর সাথে সাথে শুয়ে পড়া উচিত নয় তাই বসে ছিলাম। শুধু শুধু বসে থাকতে ইচ্ছে করছিলো না।
তাই ইউটিউবে ভিডিও দেখছিলাম। তখন একটা খুব সুন্দর ভিডিও আমার সামনে আসে। যেখানে একটা কাগজ কেটে ফুল তৈরি করছিলো। ভিডিওটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। হাতে যেহেতু কোনো কাজ ছিলো না তাই ভাবলাম নিজেই একটু চেষ্টা করা যাক।
শুধুমাত্র একটা কাগজ আর কাঁচি দিয়ে ফুল তৈরির পদ্ধতিটা দেখে আমিও চেষ্টা করলাম কিছুটা তাদের মতো করার। চলুন সেটাই শেয়ার করি আপনাদের সাথে।
১ |
---|
২ |
---|
প্রথমে বর্গাকৃতির একটা কাগজ নিয়ে সেটিকে ভাজ করে ত্রিভুজের মতো আকৃতি দিতে হবে। যদি কাগজের কোনাগুলো একটার সাথে অন্যটা না মেশে অর্থাৎ একটির থেকে অন্যটি বাইরে বেরিয়ে থাকে তাহলে কাঁচির সাহায্যে কেটে সমান করে নিতে হবে।
ত্রিভুজাকৃতির মতো তৈরি করার পর ২নং ছবিতে দেখানো ত্রিভুজের ১নং ও ২নং প্রান্তের একসাথে মিশিয়ে ভাজ করে নিবেন। তাহলে কাগজটি আবারও ত্রিভুজাকৃতি ধারন করবে।
৪ |
---|
৩ |
---|
এবার আবারও পূর্বের মতো করে ত্রিভুজের দু প্রান্ত একসাথে করে ভাজ করতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য ত্রিভুজের যে দুই প্রান্ত ভাজ করতে হবে সেই দুই প্রান্তকে ১ ও ২ নং নামকরণ করেছি যেটা ৪নং ছবিতে দেখতে পাচ্ছেন।
৬ |
---|
৫ |
---|
দ্বিতীয়বার কাগজটি ভাজ করার পর ৫নং ছবির মতো আকৃতি ধারন করবে। তখন ছবিতে চিহ্নিত করা ১ ও ২ নং অংশ আবার একসাথে করে ভাজ করতে হবে। কাগজ দিয়ে এই ধরনের ফুল তৈরি করার জন্য সঠিক নিয়মে ভাজ করাটা অন্তত জরুরি। যে যত নিখুঁতভাবে ভাজ করতে পারবে তার তৈরি করা ফুল ততবেশি সুন্দর হবে দেখতে।
৭ |
---|
৮ |
---|
৯ |
---|
১০ |
---|
৬ নং ছবির মতো করে ভাজ করার পর বাড়তি যে অংশটুকু থাকবে সেটা কাঁচির সাহায্যে কেটে ফেলতে হবে। ৭ নং ছবিটি দেখলে বুঝতে পারবেন যে কোন অংশটুকু কাটতে হবে।
তারপর একটা পেন্সিল দিয়ে ৮ নং ছবির মতো করে কাগজে নকশা করতে হবে। নকশা তৈরি করে নিলে আমাদের কাঁচি দিয়ে কাটতে সুবিধা হবে।
১১ |
---|
১২ |
---|
১৩ |
---|
এবার কাঁচির সাহায্যে দেখানো ছবিগুলোর মতো করে নকশা অনুযায়ী কাগজের বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। খুব সাবধানের সাথে কাটতে হবে না হলে ভুল অংশ কেটে ফেললে সম্পূর্ণ নকশাটা নষ্ট হয়ে যাবে। তাই সাবধানের সাথে কাজ করবেন।
১৪ |
---|
১৫ |
---|
ফুল তৈরির এবার শেষ ধাপে পৌঁছেছি আমরা। এবার ১৪ নং ছবিতে ক্রচ চিন্হ দেওয়া অংশটুকু কেটে ফেলতে হবে কাঁচির সাহায্যে। সাবধানতার সাথে কাটার পর ১৫ নং ছবির মতো আকৃতি দেখতে পাবেন।
১৬ |
---|
১৭ |
---|
এবার ধাপে ধাপে কাগজের ভাজগুলো খুলতে হবে। তাহলে ফুল তৈরি হয়ে যাবে। আমার তৈরি কাগজের ফুল হয়ত ওতটা সুন্দর হয়নি তবে আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। আপনাদের কাছে কেমন লাগলো আজকের পোস্টটি সেটা অবশ্যই জানাবেন।
ছোটবেলায় স্কুলে বসে বসে ঠিক এভাবেই কাগজ দিয়ে বিভিন্ন রকম ফুল তৈরি করতাম অসম্ভব সুন্দর হয়েছে আপনার এই লাভ আকৃতির কাগজের ফুল।
মনে ভালোবাসা থাকলে সব সময় লাভ আঁকতে ভালো লাগে যাইহোক একটু মজা করলাম । কাগজ দিয়ে ফুল বানানোর পদ্ধতি গুলো খুব ভালোভাবে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন।
ছোটবেলায় অনেক কিছু তৈরি করতে পারতাম তবে সেগুলো এখন ভুলে গেছি। হ্যা, ঠিক মনে ভালোবাসা থাকলে যেকোনো কাজ বারবার চেষ্টা করার মাধ্যমে করা সম্ভব হয়। আমার বানানো কাগজের ফুল আপনার নিকট ভালো লেগেছে যেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।