আমার আঁকা পাহাড়ের দৃশ্য

in Incredible India2 years ago (edited)

IMG_20221124_232150.jpg

(আমার আঁকা পাহাড়ের দৃশ্য)

প্রিয়,
পাঠকগণ,

আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, এবং সুস্থ আছেন, আজকে আপনাদের দিনটা কুশলেই কেটেছে।

গতকাল আপনারা সকলেই আমার আঁকা ছবি অনেক পছন্দ করেছেন তারজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আঁকা একটি পাহাড়ের দৃশ্য।আসলে কাল সকালেই আমারা আসাম ঘুরতে যাচ্ছি। এবং ইমনের মামাবাড়ি থেকে পাহাড় দেখতে পাওয়া যায়।

তাই ভাবলাম আজ আপনাদের সাথে পাহাড়ের সুন্দর দৃশ্য ভাগ করে নেবো। আপনারা তো সকলেই আমার মায়ের পোস্ট পড়ে নিশ্চয়ই জানতে পারেন যে কাল আমরা আসাম যাচ্ছি। পাহাড় আঁকার জন্য আজ একদম সঠিক দিন।

আসুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আজকের ছবিটি আমি কি কি ব্যবহার করে এবং কিভাবে আঁকলাম।

-:আঁকার সরঞ্জাম:-

১) কার্টিস পেপার খাতা
২) ফোর বি পেনসিল।
৩) রবার।
৪) ব্লাক বর্ডার পেনসিল।
৫) পেনসিল কাটার।
৬) মোম রঙ।

IMG_20221125_000829.jpg

-:আঁকারপদ্ধতি:-

-:প্রথম ধাপ:-

Polish_20221124_232225219.jpg

  • প্রথমে আমি পাহাড়ের পাদদেশে পেনসিল দিয়ে এঁকে নিলাম।
  • এবং এরপর গাছ আঁকার জন্য একটি দাগ দিয়ে নিয়েছি।
  • এরপর গাছের ডাল পাল এঁকে গাছটি ভালো করে এঁকে নিলাম।

-:দ্বিতীয় ধাপ:-

IMG_20221124_233233.jpg

  • এরপর পাহাঢড় আঁকার জন্য প্রথমে একটি দাগ দিয়ে নিয়েছি।

  • তারপর দ্বিতীয় পাহাড় এঁকে নিলাম।

  • এরপর কিছু জঙ্গল এঁকে নিলাম এবং সাথে গাছের পাতা গুলো এঁকেছি।

-:তৃতীয় ধাপ:-

IMG_20221124_233250.jpg

  • এরপর পাহাড়ের পাদদেশে সবুজ রঙ দিয়ে বর্ডার করে নিয়েছি।

  • তারপর গাঢ় সবুজ ও হালকা সবুজ রঙ দিয়ে পাদদেশে ভালো করে নিয়েছি।

-:চতুর্থ ধাপ:-

IMG_20221124_233306.jpg

  • এরপর আকাশ হালকা করে গাঢ় নীল রঙ করে বর্ডার করে নিয়েছি।

  • তারপর একটা আকাশি রঙ দিয়ে পুরো আকাশ রঙ করে নিয়েছি।

-:পঞ্চম ধাপ:-

IMG_20221124_233335.jpg

  • এরপর আমি এ্যাস রঙ নিয়ে পাহাড়ের বর্ডার করে নিয়েছি।

  • তারপর পুরো পাহাড়ের এই রঙ করে নিলাম।

  • একসাথে আমি ছোট্টো জঙ্গলে সবুজ রঙ করে নিয়েছি।

-:ষষ্ঠ ধাপ:-

IMG_20221124_233357.jpg

  • এরপর গাছের পাতায় প্রথমে হলুদ এবং হালকা সবুজ রঙ করে নিয়েছি।

  • এবং এরপর গাঢ় সবুজ রঙ করে নিয়েছি।

-:সপ্তম ধাপ:-

IMG_20221124_233452.jpg

  • এরপর আমি গাছের রঙ গাঢ় ব্রাউন রং দিয়ে বর্ডার করে নিলাম।
  • তারপর পুরো গাছের আমি হালকা ব্রাউন রং করে নিয়েছি।

  • এর সাথে আকাশে তিনটি পাখি কালো বর্ডার পেনসিল দিয়ে এঁকে নিলাম।

-:অষ্টম ধাপ:-

IMG_20221124_233727.jpg

  • তারপর গাঢ় সবুজ রঙ দিয়ে ছোটো বড়ো মিলিয়ে ঘাস আঁকলাম।

  • এরপর ঘাস গুলি কালো বর্ডার পেনসিল দিয়ে বর্ডার করে নিয়েছি।

  • এবং ঘাসের উপরে ছোটো ছোটো কয়েকটি ফুল এঁকে দিয়েছি লাল রঙ দিয়ে।

IMG_20221124_233618.jpg

  • ব্যস তৈরি হয়ে গেলে আমার পাহাড়ের দৃশ্য।

আমার পাহাড়ের দৃশ্য আঁকা হয়ে গেলো।আজ তবে এখানেই শেষ করলা। আমাকে অবশ্যই জানাবেন আমার আঁকা পাহাড়ের দৃশ্য ছবি আপনাদের কেমন লাগলো।

আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Sort:  
Loading...
 2 years ago 

আশা করবো আপনাকে আমাদের মডারেটর যে ফিডব্যাক দিয়েছেন, সেটা সঠিকভাবে পালন করবেন।

 2 years ago 

আপনার কাজের পদ্ধতি শুরুর মত নেই এই বিষয় আমিও সহমত পোষণ করি। আপনার দিদিকে দেখে আপনার কিছু শেখা উচিত।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 95957.12
ETH 3307.71
USDT 1.00
SBD 3.34