আমার হাতের আঁকা গোলাপি রঙের জবা ফুল

in Incredible India2 years ago (edited)

IMG_20221209_010841.jpg

(গোলাপি জবা ফুল)

প্রিয়,
বন্ধুরা,

আশাকরি আপনার সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন।

গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আসাম ঘুরতে যাওয়ার কিছু কথা। আর তার সাথে অনেক নানান গল্প। সব থেকে বড়ো জিনিস বাগান বাড়িতে ঘুরতে গিয়ে বিভিন্ন ধরনের গাছ এবং ফুল গাছের কথা বলেছিলেন।

আজ আমি একটা অন্য রকম ছবি আঁকা আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি এঁকেছি গোলাপি রঙের জবা ফুল।

আজ ভোরবেলায় ফুল তুলতে উঠে দেখলাম মা একটা গোলাপি রঙের জবা ফুল গাছ লাগিয়েছে, তার একটা ফুল ও আজ ফুটেছে। তাই যখষ ছবি আঁকতে বসলাম তখন ভাবছিলাম যে কি আঁকি। আর সেই সময় মাথায় আসলো গোলাপি রঙের জবা ফুলটির কথা। তৎক্ষণাৎ এঁকে ফেললাম।

আসুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আজকের ছবিটি আমি কি কি ব্যবহার করে এবং কিভাবে আঁকলাম। ক

-:আঁকার সরঞ্জাম:-

১) আঁকার কার্টিস পেপার খাতা
২) ফোর বি পেনসিল।
৩) রবার।
৪) পেনসিল কাটার।
৫) মোম রঙ।

IMG_20221208_235239.jpg

-:আঁকারপদ্ধতি:-

-:প্রথম ধাপ:-

Polish_20221208_234142469.jpg

  • প্রথমে ফুলের প্রথম পাপড়ি আঁকতে শুরু করলাম।

  • এরপর দ্বিতীয় পাপড়ি।

  • তারপর একটা একটা করে পাপড়ি গুলো আঁকা শুরু করলাম।

  • এরপর ফুলটা সম্পুর্ন ভাবে এঁকে নিলাম।

-:দ্বিতীয় ধাপ:-

Polish_20221208_234200735.jpg

  • তারপর পাতা আঁকতে শুরু করে দিলাম।

  • এরপর সব দুটো পাতা এঁকে নিয়েছি।

  • এবং পাতা গায়ে কাটা এবং পাতার ভেতরে থাকা শীরা এঁকে দিলাম।

-:তৃতীয় ধাপ:-

IMG_20221208_234116.jpg

  • ফুলের মাঝখানের পরাগরেণু এঁকে নিয়েছি।

-:চতুর্থ ধাপ:-

Polish_20221208_235514519.jpg

  • এরপর প্রথম ফুলের বর্ডার দিয়ে নিলাম গাঢ় গোলাপি রঙ দিয়ে।

  • তারপর দ্বিতীয় পাপড়ি।

  • এরপর ফুলটা সম্পুর্ন ভাবে গোলাপি রঙ দিয়ে বর্ডার দিয়ে নিলাম।

-:পঞ্চম ধাপ:-

Polish_20221208_235556137.jpg

  • প্রথমে নীচ থেকে একটি পাপড়ি গোলাপি রঙ করতে শুরু করলাম।

  • তারপর দ্বিতীয় পাপড়ি এবং তৃতীয় পাপড়ি রঙ করেছি।

  • সব শেষে পুরো ফুলটি সম্পূর্ণ ভাবে গোলাপি রঙ করে দিলাম।

-:ষষ্ঠ ধাপ:-

Polish_20221208_235714610.jpg

  • এরপর প্রথমে প্রথম ফুলের ভেতরের দিকে হালকা করে গাঢ় গোলাপি রঙ দিয়ে সেড দিয়ে দিলাম।
  • তারপর সব পাপড়ি গুলিতে ঠিক আগের মতোই গাঢ় গোলাপি রঙ দিয়ে সেড করে নিলাম।

-:সপ্তম ধাপ :-

Polish_20221208_235728766.jpg

  • এরপর প্রথম একটি পাতা গাঢ় সবুজ রঙ দিয়ে বর্ডার করে নিলাম।

  • তারপর দুটি পাতার বর্ডার ও শিরা বর্ডার দিয়ে নিয়েছি।

  • এরপর হালকা সবুজ রঙ দিয়ে পাতা গুলো রঙ করে নিলাম।

-:অষ্টম ধাপ:-

Polish_20221209_005150855.jpg

  • এরপর পরাগরেণু রঙ করে দিলেই আমার আঁকা গোলাপি রঙের জবা ফুল আঁকা হয়ে গেলো।

আমার জবা ফুল খুব ভালো লাগে, আর গোলাপি রঙের ফুলটা ও খুব সুন্দর হয়।
আজকের আমার আঁকা গোলাপি রঙের জবা ফুলটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।

আপনার সকলেই ভালো থাকবেন।
এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Sort:  
Loading...
 2 years ago 

বেশ ভালো হয়েছে তোমার জবা ফুল আঁকাটা। আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থেকো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61320.84
ETH 2394.93
USDT 1.00
SBD 2.56