সূর্যমুখী ফুল আঁকার প্রচেষ্টা

in Incredible India2 years ago

IMG_20220930_000333.jpg

আমার আঁকা সূর্যমুখী ফুল, সাথে প্রজাপতি

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আজকের দিনটা নিশ্চই খুব ভালো কাটিয়েছেন ।

দুদিন আগে মা দূর্গার যে ছবিটি আমি এঁকেছিলাম, সত্যি কথা বলতে সেই ছবিটি যেমন আপনাদের ভালো লাগেনি, মন মতো হয়ে ওঠেনি,তেমনি আমার নিজেরও ভালো লাগে নি। আমি নিজেই নিজের কাজে সন্তষ্ট হত পারি নি।

আসলে শারীরিক অসুস্থতার কারণে ছবিটি ভালো করে আঁকা হয়ে উঠেনি। আঁকতে বসে ঠিক বুঝতে পারছিলাম যে ঠিক কেমন হচ্ছিলো। তবে আমি যেটা করে ফেলেছি এটা তার জন্য কোনো বাহানা নয়। নিজের ভালো লাগছিলো না তাই আজ আবারও আঁকতে বসলাম।

আশা করছি এরপর থেকে আপনাদের সাথে আরও ভালো ছবি আমি শেয়ার করবো। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আপনাদের মন মতো ছবি দিতে পারি।

আমি আজ একদম নতুন ধরনের ছবি দিচ্ছি, আশা করছি সকলের ভালো লাগবে। আজ আমি একটি সূর্যমুখী ফুল আঁকার চেষ্টা করেছি। আমার নিজের অনেক পছন্দ সূর্যমুখী ফুল।যেমন আমাদের সকালের সূর্য দেখলে মনটা ভালো হয়ে যায়, তেমনই সূর্যমুখী ফুল দেখলে আমার মন ভালো হয়ে যায়। তাই ভাবলাম আজ একটু ফুলের ছবি আঁকি।আমি কিভাবে ছবিটি আঁকলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি।

আঁকার সরঞ্জাম:

১)একটি আট পেপার
২)ফোর বি পেনসিল।
৩)রবার।
৪)কাটার।
৫)ব্ল্যাক বর্ডার পেনসিল।

IMG_20220930_000103.jpg

প্রথম ধাপ:- প্রথমে আমি একটি আর্ট পেপার নিলাম। তার সাথে আমার প্রয়োজনীয় পেন্সিল, রাবার নিয়ে আঁকতে বসলাম।

IMG_20220930_000124.jpg

দ্বিতীয় ধাপ:-.প্রথমে একটি গোল করে নিয়েছি যেটাকে আমি সূর্যমুখী ফুল হিসাবে আঁকবো।

IMG_20220930_000142.jpg

তৃতীয় ধাপ:- তারপর সূর্যমুখী ফুলটির বীজ গুলো আঁকার জন্য আরেকটি গোলটি করে নিলাম।

IMG_20220930_000202.jpg

চতুর্থ ধাপ:- তারপর সূর্যমুখী ফুলের ভিতরের বীজ এবং পাপরি এক এক করে এঁকে নিলাম।

IMG_20220930_000242.jpg

পঞ্চম ধাপ:- এরপর প্রজাপতির গুলি এঁকে কালো ব্ল্যাক বর্ডার পেনসিল দিয়ে রং করে নিলাম।

IMG_20220930_000304.jpg

ষষ্ঠ ধাপ: এরপর সূর্যমুখী ফুলের উপরের আলপনা গুলিকে এঁকে সেগুলো কালো বর্ডার পেনসিল দিয়ে রং করে নিলাম।

IMG_20220930_000333.jpg

সপ্তম ধাপ: একে একে পাপরি গুলিকে ব্ল্যাক বডার পেনসিল দিয়ে রং করে নিলাম।

এইভাবে আমি আমার ছবি আঁকা শেষ করলাম ।

আমার আঁকা সূর্যমুখী ফুলটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমা্য জন্য খুবই গুরুত্বপূর্ণ,যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে ভালো ভাবে কাজ শিখতে পারি।

আমার আঁকা ছবিটি সাতটি ধাপে লেখা হয়েছে।আশা করছি আপনাদের আমার আঁকা এই ছবিটি ভালো লাগবে।আমার যদি কোনো ভুল-এুটি হয় তাহলে আমাকে মার্জনা করবেন। এবং এখন থেকে চেষ্টা করবো যাতে আপনাদের সাথে বিভিন্ন ধরনের ছবি শেয়ার করতে পারি।

আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রাত্রি।

Sort:  
Loading...
 2 years ago 

এই ছবিটি ভালো হয়েছে। আগামীদিনে অন্যরকম ছবি দেখার অপেক্ষায় রইলাম @swetab97 । ভালো থাকবেন।

 2 years ago 

@baishakhi88 ধন্যবাদ দিদি। হ্যাঁ আগামীদিনে আমি আপনাদের সাথে অন্য রকম ছবি শেয়ার করবো। ভালো থাকবেন।

 2 years ago 

ছবিটা সত্যি সুন্দর হয়েছে, তবে আঁকতে আঁকতে একটা ছবি তুলতে পারতে, যাইহোক সেটা আবশ্যক নয় তবে, এখানের সব মানুষ সমান নয় তাই এই পরামর্শটি দিলাম।
এই ভাবেই ভালো কাজ করে যাও।

 2 years ago 

@sduttaskitchen ম্যাম আগে থেকে সেটার খেয়াল রাখবো, যে আঁকতে আঁকতে একটা ছবি তুলতে হবে। পরামর্শ দেবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 years ago 

@swetab97 আপনার আকা ছবিটা খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন আপনার পুজো ভালো কাটুক।

 2 years ago 

@piudey ধন্যবাদ দিদি। শুভ পঞ্চমী। আপনারও পূজো ভালো কাটুক। ভালো থাকবেন।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে এই বারের সূর্যমুখী ফুলের আঁকা ছবিটি। এইরকম সুন্দর প্রতিভা নষ্ট হতে দিও না কখনো।

 2 years ago 

@pulook ধন্যবাদ স্যার। এখন থেকে এমনই ছবি আমি আপনাদের সাথে শেয়ার করবো। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.26
JST 0.040
BTC 97942.52
ETH 3485.30
USDT 1.00
SBD 3.26