Incredible India monthly contest March #04 | My all-time favorite sports

in Incredible India2 years ago (edited)

IMG-20230327-WA0010.jpg
মেড ওন ক্যানভা

আসসালামুআলাইকুম।

আমি শৈশবকাল থেকে খেলার প্রতি আগ্রহী ছিলাম। কারণ, ছোট থেকেই আমি এমন পরিবেশে বেড়ে উঠেছি যেখানে খেলাধুলা করার জন্য উপযুক্ত পরিবেশ বিদ্যমান ছিল। আমি একটি আবাসিক এলাকায় থাকতাম যেখানে ফুটবল, ক্রিকেট, হাডুডু, ভলিবল ইত্যাদি খেলার জন্য দুটি বড় মাঠ ছিল এবং একটি টেনিস কোর্ট ছিল। টেনিস কোর্টের এক কোণায় ব্যাডমিন্টম কোর্ট আছে। ব্যাডমিন্টন খেলার জন্য আবাসিক এলাকার ভিতর আরো কিছু মাঠের ব্যবস্থা আছে।

IMG-20230327-WA0007.jpgIMG-20230327-WA0006.jpg
ছোট মাঠবড় মাঠ

সুতরাং বুঝতেই পারছেন যে, আমাদের আবাসিক এলাকায় খেলাধূলার পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমি আরেকদিক থেকে ভাগ্যবান ছিলাম যে, আমার বন্ধুরাও খেলাধুলায় বেশ আগ্রহী ছিল। আর এরকম বন্ধুদের সাথে খেলার মজাই আলাদা যাদের খেলার প্রতি আগ্রহ আছে এবং এর ফলে খেলায় কিছুটা পারদর্শী হওয়া যায়। আমি মাঠের খেলাগুলোর মধ্যে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হাডুডু এবং ভলিবল খেলায় অংশ নিয়েছি। এগুলোর মধ্যে ক্রিকেট খেলা ছিল আমার সর্বকালের প্রিয় খেলা।


১.আপনার সর্বকালের প্রিয় খেলা কি এবং কেন?
IMG-20230327-WA0005.jpg
মাঠে ক্রিকেট খেলার দৃশ্য

ক্রিকেট খেলা সর্বকালের প্রিয় খেলা- এর বেশ কিছু কারণ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট খেলায় সব থেকে বেশি এগিয়ে। বাংলাদেশ কিকেট খেলার মাধ্যমেই আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বেশি পরিচিতি পেয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের জন্য অনেক গৌরব বয়ে আনছে এবং এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার যথাসাধ্য চেষ্টা করছে।

১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতি ছিল লক্ষণীয়। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছিল, ক্রিকেট বিশ্বকাপে এটা বাংলাদেশের সেরা সাফল্য ছিল। অতি অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট খেলায় অভূতপূর্ব সাফল্যের দেখা পেয়েছে। আর তাই বাংলাদেশের অধিকাংশ মানুষের আবেগের সাথে মিশে আছে এই ক্রিকেট খেলা।

এছাড়া আমাদের দেশে অনেক ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার আছেন যাদের কারণেও এই খেলাটির প্রতি আমার আগ্রহ এত বেশি। আমাদের দেশে ক্রিকেট খেলার জনপ্রিয়তা, এই খেলার প্রতি আবেগ, ক্রিকেট খেলায় বাংলাদেশের রেকর্ড, আমাদের দেশের ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার আর বাংলাদেশ ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাসের কারণে এই খেলাটি আমার কাছে সর্বকালের প্রিয় খেলা।

এই খেলাটি প্রিয় খেলা হওয়ার পেছনে আরো একটি কারণ হল- আমাদের এলাকায় ক্রিকেট খেলার উপযুক্ত পরিবেশ ছিল এবং বছরের বেশিরভাগ সময় আমরা ক্রিকেট খেলতাম। তাছাড়া ক্রিকেট খেলার নিয়মগুলো আমার কাছে ভালো লাগে এবং এই খেলায় অংশগ্রহণের ফলে শরীর ফিট থাকে।উপরোক্ত কারণগুলোর কারণে ক্রিকেট আমার কাছে সর্বকালের প্রিয় খেলা।

২.আপনি কি কখনো কোন খেলায় অংশ নিয়েছেন? যদি হ্যাঁ, তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন

আমি ছোট থেকেই ক্রিকেট, ফুটবল এবং ব্যাডমিন্টন খেলায় নিয়মিত অংশগ্রহণ করতাম। এছাড়া ভলিবল, হাডুডু এই খেলাগুলোতে মাঝে মাঝে অংশগ্রহণ করতাম। তবে ক্রিকেট খেলায় বেশি অংশগ্রহণ করেছি, পরের তালিকায় রয়েছে ফুটবল এবং ব্যাডমিন্টন।

আমাদের এলাকায় বড় মাঠ এবং ছোট মাঠ নামে দুটি মাঠ ছিল। দুটি মাঠেই ছোট থেকেই ক্রিকেট খেলার সুযোগ হয়েছে। এছাড়া আমাদের এলাকার রাস্তাগুলোতে মিনি ক্রিকেট খেলায় অংশগ্রহণ করতাম। মিনি ক্রিকেট খেলা এশিয়ার অন্যতম জনপ্রিয় খেলা এবং মিনি ক্রিকেট খেলা ছোট ছেলেমেয়েদের সব থেকে প্রিয় খেলা হিসেবে পরিচিত।

Screen_Recording_20230327_164624_Instagram_1.gif
আমার ক্রিকেট খেলার একটি মুহূর্ত

ক্রিকেট খেলাটি আমাদের আবেগের সাথে মিশে আছে। বর্ষাকালে ইটের রাস্তায় কিংবা বাসার ছাদে আমরা অজস্রবার মিনি ক্রিকেট খেলেছি। সেই মধুর স্মৃতিগুলো মনে পড়লে এখনো কিছুটা আবেগপ্রবণ হয়ে যাই। কোভিড-১৯ এর মত করুণ সময়ে আবাসিক এলাকার বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল, তখন ক্রিকেট খেলে বেশ আনন্দে সময় পার করেছিলাম।

IMG-20230327-WA0004.jpg
আমাদের মাঠে অনুষ্ঠিত একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন এবং স্টিমিট প্রমোশন

পুরো বিশ্ব যখন বিষাদময়, তখন আমরা আনন্দে সময় পার করেছি, এর থেকে ভালো আর কি হতে পারে, আলহামদুলিল্লাহ্। ক্রিকেট খেলার আগ্রহ থাকলেও কখনো কোন ক্রিকেট টুর্নামেন্ট খেলার সৌভাগ্য হয়নি। তবে এলাকার বেশ কয়েকটি মাঠে গিয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। আমি ব্যাটিং এবং বোলিং দুটোতেই মোটামুটি পারফর্ম করতাম।

৩. আপনার সবচেয়ে প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব কে এবং কেন?

ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আমার সব থেকে প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব। ক্রিকেট খেলায় আমাদের দেশের সব থেকে সেরা পারফর্মার হলেন সাকিব আল হাসান। আমাদের দেশের সেরা বললে ভুল হবে, তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি।

48084991741_6e9562e9e3_b.jpg
Source

তাঁর হাত ধরে বাংলাদেশ ক্রিকেট পৌঁছে গিয়েছে অনন্য উচ্চতায়। খেলার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এক অনন্য মহানায়ক তিনি, যার ঝুলিতে আছে অসংখ্য ওয়ার্ল্ড রেকর্ড। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অনেকবার জয় উপহার দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার ক্রিকেটার।

সাকিব আল হাসান টাইগার ক্রিকেটের একজন জীবন্ত কিংবদন্তি এবং সেই সাথে একজন গ্লোবাল আইকন। তাঁর চার-ছক্কায় কিংবা উইকেট প্রাপ্তিতে গ্যালারিতে বসে থাকা লাখো দর্শকের হৃদয় আনন্দে উদ্বেলিত হয়। ক্রিকেটের বাইশ গজে তিনি যেমন জনপ্রিয়, ক্রিকেট ছাড়াও দেশের অনেক সেবা ও উন্নয়নমূলক কাজেও জড়িয়ে আছে তাঁর নাম।

পরিশেষে বলব সাকিব আল হাসান বাংলার ক্রিকেটের পোস্টারবয়, বাংলার ক্রিকেটের নক্ষত্র, ৭৫ নাম্বার জার্সিতে লেখা এক আবেগের নাম। আর তাই সাকিব আল হাসান আমার কাছে সবচেয়ে প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব।


আমার আমন্ত্রিত বন্ধুরা হলেন - @ridwant, @pea07 & @pelon53কনটেস্ট লিংক

Sort:  
Loading...

Wow great to see cricket is also your favorite sports. Steem on my friend 😊

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Wow great to see cricket is also your favorite sports. Steem on my friend 😊

Thank you brother.

Nice post, all the best in the contest

Thank you.

 2 years ago 

আপনিও দেখছি আমার মত ক্রিকেট পাগল একজন মানুষ আমিও ক্রিকেট খেলা খুবই পছন্দ করি এবং নিজেও খেলেছি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিষয়গুলো আমাদের সাথে তুলে ধরার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

Saludos amigos es muy divertido y emocionante este deporte aunque en mi país no se practica mucho ,te deseo éxitos en este concurso

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68228.03
ETH 2645.06
USDT 1.00
SBD 2.69