সবাই মিলে নৌকা ভ্রমনের কিছু সুন্দর মুহুর্তের ফটোগ্রাফি

in Incredible Indialast month

প্রিয় বন্ধুরা

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করার জন্য এসেছি। আজকের বিষয়টা একটু অন্যরকম আজকের বিষয়টা হচ্ছে আমরা সকলে মিলে নৌকা ভ্রমণ গিয়েছিলাম। যে সময়টা কোন ভাবে ভোলা যায় না।

GridArt_20240730_061332972.jpg

আমরা যখন বোকা বানিয়ে গিয়েছিলাম তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমরা সেখানে কি কিছু রান্না করে খাবো।আমরা ঠিক সেই পরিকল্পনা নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা সকালবেলা বাজারে গিয়ে আমরা আমাদের মত করে বাজার করে নিয়ে আসে এবং সকাল ৯ টার দিকে আমরা আমাদের নৌকা ছাড়ি দিগন্তব্যের উদ্দেশ্যে।

IMG_20240730_061240_121.jpg

IMG_20240730_061233_586.jpg

তবে আমাদের নৌকা ছাড়া আর কিছুক্ষণের মধ্যে আমরা আবার নৌকাটি বন্ধ করি।তবে একটা নৌকায় থাকা অবস্থায় কিছু ছবি তুলেছি যে ছবিগুলো আমি আপনাদের দেখিয়েছি। নৌকায় থাকা অবস্থায় আমরা একে অপরের সাথে কিছু গল্প কিছু হাসাহাসি করেছি। নৌকার ভিতর আমরা একটা ফল খেয়েছি সেই ফলটার নাম হচ্ছে জাম্বুরা। ফলটার ছবি আমার কাছে নেই।

IMG_20240730_061233_327.jpg

IMG_20240730_061233_586.jpg

এরপর আমরা নৌকার ভিতর একটা সুন্দর কাঁঠাল নিয়ে গিয়েছিলেন এবং সেই কাঁঠাল আমরা সুন্দরভাবে সকলে মিলে যদি পার হওয়ার পর খেয়েছি। আমরা নৌকা থেকে নেমে আমাদের সঠিক উদ্দেশ্যের জন্য রওনা হবে এবং কিছুক্ষণ পর একটা গাছের নিচে অবস্থান করি। গাছের নিচে অবস্থান করার পর আমরা সেখানে কিছু সময় বিশ্রাম করি। এরপর আমরা আবার গন্তব্যের দিকে চলে যাই।

IMG_20240730_061233_210.jpg

IMG_20240730_061233_591.jpg

সবকিছু ঠিকঠাক মতোই চলছিল তারপর আমরা আমাদের রান্নার কাজ শুরু করি।কাজ শেষ হতে আমাদের প্রায় ২ ঘণ্টা সময় লেগেছিল। এবার আমরা কিছু সময় পানিতে গোসল করি এবং কিছু সময় মাছ ধরি। এরপর আমরা আমাদের আবার গন্তব্যের দিকে চলে আসি।কিছু করার নেই আমরা আমাদের খাবার তৈরি করেছিলাম সেই খাবারগুলো খেয়ে নিলাম।

বার শেষ করার পর আমরা আবার নৌকাটি একটি চরের দিকে নিয়ে গেলাম। নৌকাটি পরের দিকে নেওয়ার পর সেখানে আমরা সকলে নেমে সেই জ্বরটা সুন্দরভাবে দেখলাম এবং একটা সুন্দরবাদ হয়েছে সেই বাঁধ দেখলাম। সব কিছু আমরা আবার বাড়ির দিকে চলে আসলাম। আশা করি আমাদের এই নৌকা ভ্রমন আপনাদের অনেক ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।

খোদা হাফেজ

DeviceName
AndroidOPPOA16
Cameracamera 13MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@sohag10

Sort:  
Loading...
 last month 

আপনার ফটোগ্রাফি গুলি সত্যিই খুব অসাধারণ হয়েছে। আসলে ভ্রমণ করতে সবাই ভালোবাসে। কিন্তু জলপথে ভ্রমণ খুব ভালো লাগে। আমার আবার জলপথে ভ্রমণ করতে খুব ভয় করে।জল দেখলেই আমার ভীষণ ভয় করে। আপনার ভ্রমণের আনন্দের মুহূর্ত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে আমার লেখাটি পড়ে মন্তব্য করার জন্য।

 last month 

নৌকা ভ্রমণ সবার ভালো লাগে। নৌকাতে চড়ার সবার ইচ্ছা থাকে। বিশেষ করে আমার নৌকা ভ্রমণ অনেক ভালো লাগে। নৌকায় চলার পর যদি বৃষ্টি হয়। তাহলে আরো সুন্দর লাগবে। কিন্তু যারা সাঁতার জানে না তারা নৌকাতে উঠতে ভয় পায়। কিন্তু আমার নৌকাতে উঠতে কোনদিন ভয় লাগেনি। কারণ আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে নদী রয়েছে সেখানে নৌকা রয়েছে প্রায়ই নৌকাতে ওটা হয়। যাইহোক আপনার পটি পড়ে আমাদের অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last month 

আমরা সবাই নৌকা ভ্রমণ ভালোবাসি এটা বাস্তব। তবে এখানে প্রচুর মজা আছে। অন্যান্য ভ্রমণের চেয়ে নৌকা ভ্রমণ খুবই ভালো। এত সুন্দর কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57428.63
ETH 2425.69
USDT 1.00
SBD 2.34