সন্ধা ফুলের কিছু সুন্দর ফটোগ্রাফি।

in Incredible Indialast month

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি অনেক সুস্থ আছি।প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন বিষয়ে কথা বলার জন্য। আজকে আমার কথা বলার বিষয়টা হচ্ছে - সন্ধা ফুলের কিছু সুন্দর ফটোগ্রাফিকিছু সম্পর্কে কিছু কথা বলবো। এই ফুলের নাম দেয়া হয়েছে সন্ধ্যা ফুল। কিন্তু এই ফুল সন্ধ্যা কাঁপা নামেও পরিচিত।সন্ধ্যার ফুল গুলো সাধারণত দেখা যায় ফুলের বাগানে।কিছু মানুষ ফুলের টবেও রাখে।

1727835545356.png

সন্ধ্যা ফুল একটি সুন্দর এবং জনপ্রিয় ফুল । এটি সাধারণত সন্ধ্যার সময়ে খোলে এবং ভোরে বন্ধ হয়ে যায়।ফুলগুলোর এরকম বৈশিষ্ট্যের কারণে এই ফুলের নাম দেয়া হয়েছে সন্ধ্যা ফুল। সকলের কাছে এই ফুলটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো লাগার একটি ফুল। আমাদের কাছে এই ফুলগুলো অতি পরিচিত একটি ফুল। ফুলটির রঙ সাধারণত সাদা বা হালকা হলুদ হয়। এর নরম পাপড়ি খুবই সুন্দর।তবে এই ফুলের রঙের কারণে সকলে এই ফুলকে খুবই ভালোবাসে। সুন্দর রঙের কারণে আমার কাছে এই ফুলগুলো খুবই ভালো লাগে।

1000030642.jpg

1000030645.jpg

সন্ধ্যা ফুলের একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এর মিষ্টি সুবাস যা রাতে আরও তীব্র হয়ে ওঠে। রাতের বেলায় সন্ধ্যা ফুলের কাছ দিয়ে গেলে একটা সুন্দর সুবাস বের হয়। দিনের বেলায় এই ফুল থেকে সুবাস বের হয় না। সন্ধ্যা হলে এই ফুল তার সুন্দর আকৃতি ধারণ করেন এবং সকাল পর্যন্ত সেই ভাবেই থাকে। দিনের আলো পেলে এই ফোনে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ফুলটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উষ্ণ আবহাওয়ার অঞ্চলে ভালো জন্মে।তবে বেশিরভাগ জায়গায় দেখা যায় যেখানে একটু গরম বেশি ওই অঞ্চলে একটু ভালো ফুল হয়।

1000030643.jpg

1000030646.jpg

এটি রাতের বেলায় পরিবেশকে সজীব ও আকর্ষণীয় করে তোলে।রাতের বেলার প্রকৃতিকে সুন্দর করে তোলে এই ফুল। ফুল চাষ করতে তেমন কোন কষ্ট হয় না। অল্প খরচে খুব সুন্দরভাবেই ফুলগুলো চাষ করা যায়। তেমন কিছুই করতে হয় না শুধু বীজগুলো বপন করে দিতে হয় এবং সুন্দর করে সেই মাটিগুলো পরিষ্কার করতে হয়। অল্প কিছুদিনের মধ্যে সেই গাছে ফুল আসে। সব সময় এই গাছে ফুল দেখা যায়। বিশেষ করে বসন্তকালে এই গাছের প্রচুর পরিমাণে ফুল আসে।

1000030644.jpg

1000030647.jpg

এর ব্যবহার সাধারণত গার্ডেনের সৌন্দর্য বৃদ্ধিতে এবং পছন্দের গন্ধের জন্য করা হয়।ফুলগুলো দ্বারা বাড়ি চারবার সুন্দর করা হয়। তেমন উপকারিতা হলেও এই ফুল সকলের কাছেই খুবই ভালো লাগে। এই ফুল তেমন কোন অনুষ্ঠানে ব্যবহার করা হয় না। কিন্তু এই ফুল গুলো মানুষ এমনিতেই লাগিয়ে রাখে। এই ফুলের মধ্যে সাধারণত একটা অন্যরকম সৌন্দর্য লুকিয়ে থাকে যার কারণে সকলেরই এই ফুল গুলো খুবই ভালো লাগে।

সন্ধ্যা ফুলের আকৃতি সাধারণত চওড়া এবং গোলাকার।এই ফুলের আকৃতি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। ছোট্ট আকৃতির ফুল হওয়ার কারণে এটিকে অনেক বেশি সুন্দর দেখায়। ফুলটির পাপড়িগুলি নরম এবং পাতলা।যার কারণে ফুলগুলো অল্পতেই নষ্ট হয়ে যায়। সন্ধা ফুল ৫-৬টি পাপড়ি নিয়ে গঠিত হয়ে থাকে। সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

খোদা হাফেজ

Sort:  
Loading...
 last month 

ফুলের ফটোগ্রাফি গুলি খুব সুন্দর হয়েছে। ফুলগুলো রংবেরঙের দেখতে খুব ভালো লাগে। ছোটবেলায় এই ফুলগুলো নিয়ে কত খেলা করেছি। কারণে অকারনে ফুলগুলো ছিড়ে ফেলে দিয়েছি। এই ফুলগুলোর একটা গাছ থাকলেই অনেক গাছ এমনি হয়ে যাই। ফুল গাছগুলো তেমন কোন যত্ন করতে হয় না। তবে এখন আর সেভাবে এই ফুল গাছগুলো চোখে পড়ে না।

 last month 

লেখাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76416.42
ETH 2864.57
USDT 1.00
SBD 2.57