ভালো কাজ করলে আমাদের মন ভালো থাকে।

in Incredible Indialast month

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি অনেক সুস্থ আছি।প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন বিষয়ে কথা বলার জন্য। আজকে আমার কথা বলার বিষয়টা হচ্ছে - ভালো কাজ করলে আমাদের মন ভালো থাকে।কিছু সময় যদি আমরা ভালো কাজ করি তাহলে দেখা যায় আমাদের মন এবং আমাদের মস্তিষ্ক দুইটাই ভালো থাকে। কারণ আমি জানিনা কিন্তু আমাদের ভালো লাগে ভালো কাজ করলে।

1000030398.jpg
pixabay

ভালো কাজ করার ফলে আমাদের মন ভালো থাকার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, এটি আমাদের আত্মবিশ্বাস এবং সুখের অনুভূতি বাড়ায়। আর যখন কোন ভালো কাজ করি তখন আমরা সাধারণত আমাদের মন থেকেই করি। মন থেকে যেকোনো কাজ করলেই আমরা শান্তি পাই তবে সেটা যদি ভালো কাজ হয় তাহলে আরও বেশি শান্তি পায়। ভালো কাজ করার ফলে আমাদের একটা সুন্দর মন মানসিকতা তৈরি হয়।আমরা যদি কোন ব্যক্তিকে সাহায্য করি তখন সেই ব্যক্তিও খুশি হয়এবং আমাদেরও ভালো লাগে।

যখন আমরা অন্যের সাহায্য করি বা সমাজে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে চেষ্টা করি, তখন আমাদের মধ্যে একটি গভীর তৃপ্তি সৃষ্টি হয়।আমায় যে কোন খারাপ কাজ হলে যেমন আমাদের বাধা দিতে হবে। তেমনি ভালো কাজ করতে না পারলেও সেই কাজে সাহায্য করতে হবে।ভালো কাজের বিরোধিতা করা যাবে না। আমরা আমাদের মন থেকে যখন কোন ভাল কাজ করি তখন আমরা মানসিক শান্তি উপলব্ধি করি। ভালো কাজের এটাই একটা বড় গুণ মানুষের মনে শান্তি এনে দেয়।

1000030399.jpg
pixabay

ভালো কাজের ফলে আমাদের সম্পর্কও গভীর হয়, যা মানসিক শান্তি এবং সমর্থন প্রদান করে।আমরা যখন কোনো ভালো কাজ একত্রে সবাই মিলে করি তখন আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। যদি আমরা স্বার্থপরের মতো শুধু খারাপ কাজ করি তখন দেখা যাবে যে আমরা নিজেরাই একটা খারাপ বস্তুতে পরিণত হয়ে যাব। আমাদের ভালো কাজ করতে হবে আর ভালো কাজে সহযোগিতা করতে হবে। ভালো কাজ করলে আমাদের মস্তিষ্ক সুন্দর থাকে এবং আমাদের মন থেকে দুশ্চিন্ত দূর হয়ে যায়।

ভালো কাজের মাধ্যমে আমরা নিজেরাই উপকৃত হই, যা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ এবং সুখময় করে তোলে।ভালো কাজ করলে শুধু আমাদের চারপাশে সবাই উপকৃত হবে এটা না আমরা নিজেরাও উপকৃত হতে পারব। কোন মানুষ যখন বিপদে পড়ে তখন আমাদের উচিত তাকে সাহায্য করা।আমরা যদি অর্থ দিয়ে সাহায্য করতে না পারি তাহলে তাকে সুন্দর পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি।

1000030400.jpg
pixabay

আমাদের উচিত তাকে সাহায্য করা। তবে মানুষ মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক। মানুষের সাথে কখনো বেইমানি করা যাবে না। যে ব্যক্তি কোন মানুষের সাথে প্রতারণা করেছে কখনো শান্তি লাভ করতে পারে না। তারা কখনো নিজেকে সংশোধন করতে পারে না। সব সময় তারা অন্যের ক্ষতি করে বেড়ায়। আসলে ভালো কাজ করলে আমাদের মন ভালো থাকে।

খোদা হাফেজ

Sort:  
Loading...
 last month 

অবশ্যই সকলেরই ভালো কাজ করলে মন এমনি ভাল হয়ে যায়। আমার তো যে কোন ভালো কাজ করলে মন খুব ভালো হয়ে যাই। আমি সর্বদাই মানুষের সাহায্য করতে ভালোবাসি। কোন মানুষ যখন বিপদে পড়ে তাকে সর্বদাই সাহায্য করার চেষ্টা করি। আমি জীবনে আরো অনেকেই ভালো ভালো কাজ করতে চাই। এমনকি মানুষের পাশে দাঁড়াতে চাই। আপনার সুন্দর পোস্ট করে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76343.25
ETH 3042.42
USDT 1.00
SBD 2.62