অবসর সময়ে গৃহপালিত পশু ভেড়া লালন পালন এর কিছু সুন্দর মুহুর্ত।

in Incredible India2 months ago

প্রিয় বন্ধুরা

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করার জন্য এসেছি। আজকের বিষয়টা একটু অন্যরকম আজকের বিষয়টা হচ্ছে লালন পালন করা ভেড়ার কিছু সুন্দর ফটোগ্রাফি যাআপনাদের খুব ভালো লাগবে। তবে এইসব বেরা সাধারণত ফাঁকা জমিতে লালন পালন করা হয়।

GridArt_20240805_090142087.jpg

ভেড়া হলো এক ধরনের গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী যা প্রধানত তাদের মাংস, দুধ এবং উলের জন্য পালন করা হয়। এছাড়াও ভেরার একটি বিশেষ গুণ রয়েছে সেটা হচ্ছে ভেরাজে এখানে ছেড়ে যাওয়া হয় ওইখানেই তার হার সংগ্রহ করে। ছোট ছোট ঘাস খুবই সুন্দরভাবে খেয়ে তাকে ভেড়া। ভেড়ার লালন পালন করা খুবই সহজ যদি আমরা সুন্দরভাবে বেড়া লালন পালন করতে চাই তাহলে আমরা লালন পালন করতে পারবো।

IMG_20240805_071603_674.jpg

IMG_20240805_071603_910.jpg

ভেড়ার দেহ তুলনামূলক ছোট, ত্বক উল দিয়ে ঢাকা, আর তাদের দুধ, মাংস ও উল থেকে মানুষ অনেক উপকার পায়। ভেড়ার দাঁত ও মুখের আকৃতি ঘাস এবং অন্যান্য ছোট উদ্ভিদ খাওয়ার উপযোগী।সাধারণত দেখা যায় ভেড়া বিশেষ করে ফসলি জমিতে যখন ফসল কেটে নিয়ে আসা হয় তখন ছোট্ট ছোট্ট ঘাস থাকে সেই ঘাসগুলো হচ্ছে ভেড়ার সবচাইতে প্রিয় খাবার হিসেবে পরিচিত। শুকনো খাবার ভেড়ার একটি বিশেষ খাবার হিসেবে পরিচিত।

IMG_20240805_071604_017.jpg

IMG_20240805_071604_065.jpg

সাধারণত, ভেড়ার রং সাদা বা কালো হয়, তবে অন্য রংও থাকতে পারে। ভেড়ার জীবনকাল প্রায় ১০-১২ বছর হয়ে থাকে। এর চাইতে বেশি বছরও কিছু ভেড়া বেঁচে থাকে। তবে আমরা সবাই লালন পালন করতে পারবো না যারা লালন পালন করার জন্য কিছু পরিমাণে ফাকা জায়গা প্রয়োজন হয়। ফাঁকা জায়গায় ভেড়া গুলোকে রেখে সুন্দরভাবে খাবার খাইয়ে লালন পালন করা যায়।

IMG_20240805_071603_535.jpg

তারা সাধারণত দলের মধ্যে থাকে এবং একটি দলকে ফ্লক বলা হয়। ভেড়ার প্রজননক্ষমতা উচ্চ এবং একবারে এক বা একাধিক বাচ্চা জন্ম দিতে পারে।ভেড়া একসাথে অনেকগুলো বাচ্চা দেয় যার কারণে ভেড়া পালনের প্রচুর পরিমাণে লাভবান হওয়া যায়। অল্প দিনে দেখা যায় যে অল্প কয়েকটি বেড়া থেকে অনেকগুলো ভাড়া হয়ে যায়। শুধু বংশ বৃদ্ধি বেশি নয় বরং এর খাবারও কম প্রয়োজন।

ভেড়ার দুধ ও উল থেকে দই, পনির, কাপড় এবং বিভিন্ন ধরনের বস্ত্র তৈরি করা হয়।ধারার লোন থেকে বিভিন্ন প্রকারের পোশাক তৈরি করা হয়। বাংলাদেশের একটি জনপ্রিয় ফাইবার হিসেবে পরিচিত। সর্ব দিক থেকে দেখতে গেলে দেখা যায় বেড়া আসলে একটু উপকারী প্রাণী। এতক্ষণ পর্যন্ত আমার লেখাটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।

খোদা হাফেজ।

DeviceName
AndroidOPPOA16
Cameracamera 13MP 2MP 2MP
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@sohag10
Sort:  
 2 months ago 

ভেড়া গুলোকে দেখতে খুব সুন্দর লাগছে।সারা গায়ে লোমে ভরা। তবে অবসর সময়ে বাড়িতে বসেই গৃহপালিত পশু পালন করা খুবই ভালো। কিছু সময়ও কাটে। ভেড়া সম্বন্ধে অনেক কিছু জানতে পেরে ভালো লাগলো ।আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62311.78
ETH 2418.00
USDT 1.00
SBD 2.67