আন্ত টেক্সটাইল ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ হলো।

in Incredible India15 days ago (edited)

প্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভাল আছি অনেক সুস্থ আছি।প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন বিষয়ে কথা বলার জন্য। আজকে আমার কথা বলার মূল বিষয়টা হচ্ছে গতকাল আন্ত টেক্সটাইল ক্রিকেট টুর্নামেন্ট এর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খুব সুন্দর খেলা উপভোগ করেছি আমরা। এই সম্পর্কে আজকে কিছু কথা বলবো।

1726972979768.png

1000030069.jpg

আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট। সকল টেক্সটাইল এর মধ্যে থেকে ছয়টি দল খেলায় অংশগ্রহণ করেছে আর আমাদের দল সহকারে মোট সাতটি দল খেলায় অংশগ্রহণ করেছে। আজকে প্রথম পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে এবং তিনটি দল বাদ পড়ে গেছে। আর বাকি চারটি দল নিয়ে সেমিফাইনাল কালকে অনুষ্ঠিত হয়েছে। প্রথমেই বলতেছি সাতটি দল হচ্ছে :

১)বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। ( সিরাজগঞ্জ)

২)নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট (নাটোর)

৩)রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট (রংপুর)

৪)শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট (জামালপুর)

৫)নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট (নওগাঁ)

৬)টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট (টাঙ্গাইল)

৭)বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট (বরিশাল)

1000030070.jpg

1000030049.jpg

এই দলগুলোর মধ্যে থেকে চারটি দল সেমি ফাইনালে গিয়েছিল সেই চারটি দল হচ্ছে:-

১)বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। ( সিরাজগঞ্জ)

২)বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট (বরিশাল)

৩)রংপুর টেক্সটাইল ইনস্টিটিউট (রংপুর)

৪)শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট (জামালপুর)

চারটি দল নিয়ে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সকালে। চারটি দল থেকে দুটি দল বাদ পড়ে গিয়েছিল এবং বাকি দুটি দল ফাইনালে গিয়েছিল। যে দুটি ফাইনালে অংশগ্রহণ করেছে সেই দুটি দল হচ্ছে :-

1000030047.jpg

1000030069.jpg

১)বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। ( সিরাজগঞ্জ)

২)বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউট (বরিশাল)

ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিকাল তিনটা থেকে। দুর্ভাগ্যবশত কারণে খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয়। দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।সম্পূর্ণ খেলা সুন্দরভাবে চলছিল কিন্তু ফাইনালের দিন এসে বৃষ্টি হয়ে গেল। কিছুই করার নেই। যাইহোক খুবই সুন্দর ভাবে খেলা অনুষ্ঠিত হয়েছে এবং খেলা শেষে যখন বৃষ্টি শুরু হয় তখন সবাই মিলে আমরা ফুটবল খেলি।

ফুটবল খেলার মজাই অন্যরকম। ফাইনাল খেলা সম্পূর্ণ শেষ করা সম্ভব হয়নি যার কারণে সকলে ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিয়েছে। কিছু সময় ফুটবল খেলার পর সবাই কলেজে চলে যায়। পরবর্তীতে রাতে কলেজের সকল শিক্ষক মিলে দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেয়। বরিশালের সকল খেলোয়ার তো আর অনেকদিন থাকতে পারবেনা। তারা আজকে চলে যাবে।

1000030045.jpg

1000030050.jpg

সবাইকে অভিনন্দন জানাই। তবে খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। আমরা সব সময় চেষ্টা করবো ম্যাচ জিতে মাঠ থেকে বের হওয়ার।আশা করি আমাদের এই টুর্নামেন্ট চলতেই থাকবে। আমাদেরে আন্ত টেক্সটাইল টুর্নামেন্টে আমাদের সকল শিক্ষক ছিলেন। আমাদের কলেজের সকল শিক্ষকের অনেক অবদান রয়েছে আমাদের এই টুর্নামেন্টে।

তবে কিছু সময় আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। আমাদের খেলাররা খুবই সুন্দর ভাবে খেলেছে।সব শেষ একটা কথাই বলবো সকলে খুবই সুন্দর ভাবে খেলাটি উপভোগ করেছি এবং সকল দল খুব সুন্দরভাবে খেলেছে। আগামীতে আবারো ইনশাআল্লাহ আয়োজন করবে কোনো এক টেক্সটাইল।ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

খোদা হাফেজ

Sort:  
Loading...
 9 days ago 

ভাই আমি দেখেছি যে আপনার খেলাধুলার প্রতি ভালই আকর্ষণ। খেলাধুলা সম্পর্কে আপনি খুব সিরিয়াস থাকেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলাধুলা সম্পর্কে আমাদের অবগত করার জন্য এবং আনন্দময় মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63696.24
ETH 2486.53
USDT 1.00
SBD 2.69