You are viewing a single comment's thread from:

RE: পুত্র না কন্যা সেটা বড়ো কথা নয়,সন্তান যদি মানুষের মতো মানুষ হয়।

in Incredible Indialast year

খুব সুন্দর লাগলো কথা গুলো , একজন বাবা আর মায়ের কাছে সবচেয়ে বড় প্রাপ্প হচ্ছে তার সন্তানদের ভালো মানুষ হিসেবে গরে তোলা বড় মানুষ হতে দেখা, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, কোন মানুষ যাতে আঙ্গুল তুলে কথা বলতে না পারে , এমন ভাবে বাচ্চাদের শিক্ষা দেয়া দরকার, ছেলে বলে বেশি যত্ন হবে টা একদম ই ঠিক না, আর এখনকার সমাজে মেয়ে রা ও অনেক এগিয়ে আছে , আগের দিনের গ্রাম গঞ্জে দেখা যেত , ছেলে আর মেয়ে আলাদা, মেয়েদের কত কিছু করতে বারন করত, ঘর থেকে বের হয়াও নিষেধ ছিল, কিন্তু এখনকার যুগে মেয়ে রা অনেক এগিয়ে আছে , সকল কর্মস্থানে, ব্যাংক , শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, আদালত সব জাইগায় দেখা যায় মেয়েদের সংখ্যা বেশি, আজকাল এর যুগে ছেলে মেয়ে বলে কথা নয়, ভালো মানুষ হিসেবে গরে তোলা টা ই হল বাবা মা এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62784.93
ETH 2465.43
USDT 1.00
SBD 2.63