Better Life with Steem|| The Diary Game||23 Jun 2025||

in Incredible India2 months ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000011618.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

1000011595.jpg

সকালবেলা ঘুম থেকে উঠি আটটার দিকে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর আমাকে বলে নাস্তা দিতে। আম্মু আমাকে নাস্তা দেয় নাস্তা করে বাড়ি থেকে বের হই। কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে চলে আসি। সেখান থেকে একটা গাড়ি নিয়ে চলে যায় সোজা কোচিংয়ের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যে আমি কোচিং এর সামনে এসে পড়ি। দেখতে পাই আমার এক বন্ধু দাঁড়িয়ে আছে আমার জন্য।

1000011606.jpg

ওই বন্ধুর সাথে অনলাইনে আমার যোগাযোগ হয়েছিল তাই আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপর দুজনে মিলে কোচিং এর মধ্যে ঢুকে যাই। সেখানে গিয়ে দেখি আমার অন্য বন্ধুরাও চলে এসেছিল। তো সবাই মিলে বেশ অনেকটা সময় লেখাপড়া করতে থাকে। কোচিং ছুটি দেয় সেখান থেকে কলেজের মধ্যে চলে আসি। অল্প কিছুক্ষণ কলেজের মধ্যে সময় কাটিয়ে সেখান থেকে চলে যায় পার্কে। সেখানে আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাই। সেখানে গিয়ে বেশ অনেকটা সময় সেখানে কাটিয়ে দেই।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

বেশ অনেকটা সময় সেখানে কাটানোর পরে সেখান থেকে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি তারপর গোসল করার জন্য বাহিরে বের হয়। অল্প কিছুক্ষণের মধ্যে গোসল শেষ করে ঘরে চলে আসে। ঘরে এসে কিছুক্ষণ বসে থাকার পরে আম্মু ডাক দেয় সবাইকে খাবার খেতে। তো আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি বেশ ভালই লাগে। কথা বলতে বলতে খাওয়া-দাওয়া করলাম সবাই একসাথে ।

1000011618.jpg

খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নেই। তারপর কিছুক্ষণ অনলাইনে ফেসবুকে ভিডিও দেখতে থাকি বেশ ভালই লাগে। বেশ অনেকটা সময় কেটে যায় এভাবেই তারপর বাড়ি থেকে বেরিয়ে চলে আসি দোকানের দিকে। দোকানে এসে কিছুক্ষণ সবার সাথে বসে কথাবার্তা বলি। তারপর রং চা পান করি বেশ ভালই লাগে রং চা পান করতে। বেশ অনেকটা সময় সেখানে বসে থাকতে কেটে যায়। তারপর সেখান থেকে উঠে কলেজের দিকে চলে আসি। বেশ অনেকটা সময় কলেজে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কাটিয়ে দেই।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

সন্ধ্যার দিকে অল্প কিছু বন্ধুরা মিলে কলেজের মধ্যে বসে আড্ডা দেই বেশ অনেকটা সময়। সেখানে বসে আমরা যে যার মত ফোন দেখি ও কথাবার্তা বলি হাসি ঠাট্টা করি। সন্ধ্যার পরে বেশ ভালোই আড্ডা জমে অনেক দিন পরে আমাদের। বেশ অনেকটা সময় সেখানে কাটিয়ে দেই আমরা সবাই। তারপর সেখান থেকে উঠে যে যার মত বাড়ির দিকে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাড়ির দিকে চলে আসতে পারি।

1000011627.jpg

বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকার পরে বই নিয়ে অল্প কিছুক্ষণ টেবিলে বসে থাকি। অল্প কিছু পড়ালেখা করি আমি। তারপর আম্মুকে খাবার দিতে বলি আম্মু আমাকে খাবার দেয়। আমি একা একাই সবার আগে খাওয়া-দাওয়া করে নেই। খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ সবার সাথে বসে কথাবার্তা বলি টিভি দেখি বেশ ভালই সময় কেটে যায়। তারপর সেখান থেকে উঠে চলে যাই রুমে। রুমে গিয়ে কিছুক্ষণ অনলাইনে কিছু মানুষের সাথে কথাবার্তা বলি। তারপর ঘুমানোর জন্য বিছানা ঠিক করে নেই।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 111305.12
ETH 4328.19
USDT 1.00
SBD 0.83