Better Life with Steem|| The Diary Game||15 july 2025||

in Incredible India2 months ago (edited)

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000016888.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

সকালবেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কারণ আজকে আমার পরীক্ষা ছিল। পরীক্ষা ধন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করি। নাস্তা করে অল্প কিছুক্ষণ বইয়ের সামনে বসে থাকি। তারপর এক কাপ কফি তৈরি করি কারণ আমার সকালে ঘুম ঘুম এখনো কাটেনি। তাই এক কাপ কফি তৈরি করে ঘরের সামনে বসে খুব আনন্দ সহকারে পান করি। কফি পান করে তৈরি হয়নি পরীক্ষা দিতে যাওয়ার জন্য।

1000016855.jpg

অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি পরীক্ষার হলে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমি রাস্তায় বেরিয়ে একটা গাড়ি পেয়ে যাই। সেই গাড়িতে করে আমি আমার কলেজের সামনে গিয়ে পৌঁছায়। তারপর কলেজের মধ্যে চলে যাই ক্লাসরুমে গিয়ে বসে পড়ি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের স্যার ম্যাডাম চলে আসে আমাদের খাতা নিয়ে। আমাদেরকে পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা দিয়ে দেয় কিছুক্ষণের মধ্যে। আমরা সবাই খুব সুন্দর ভাবে পরীক্ষা দিতে থাকি।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

১:২০ এর দিকে আমাদের পরীক্ষা শেষ হয়। আমরা আমরা সবাই পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হই। সবাই মিলে বেশ অনেকটা সময় কলেজের বাহিরে একটা চায়ের দোকানে বসে কথাবার্তা বলি ও আড্ডা দেই। বেশ কিছুক্ষণ আমরা কলেজের এদিক ওদিক হাঁটাহাঁটি করে তারপর যে যার বাড়ির দিকে চলে আসি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে চলে আসি বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকার পরে। গামছা লুঙ্গি নিয়ে বের হয়ে গোসল করার জন্য।

1000016879.jpg

একা একা গিয়ে গোসল করে অল্প কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে আসি। ঘরে এসে খাওয়া-দাওয়া করে নেই খাওয়া-দাওয়া শেষ করে বিছানায় শুয়ে বেশ অনেকটা সময় বিশ্রাম নেই। বেশ ভালই কেটে সকাল থেকে আমার দিন টা। তারপর বিকেলের দিকে বাহিরে বের হই বাড়ি থেকে। নানা বাড়ির সামনে যাওয়াই মামা আমাকে বলে আজকে খিচুড়ি খাব। তার জন্য একটু চিনিগুড়া চাল নিয়ে আয়। তো মামা আমাকে টাকা দেয় আমি বাজারে গিয়ে অল্প চাল নিয়ে আসি। অল্প কিছু চাও বাড়িতে ছিল তার জন্য বাকি যতটুকু প্রয়োজন ততটুকু চাল নিয়ে আসি।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

বাড়িতে এসে সেগুলো মামীর কাছে দিয়ে আসি। তারপর আমি সেখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে বেশ অনেকটা সময় শুয়ে বসে কাটিয়ে দেই। তারপর বেশ অনেকটা সময় পরে চলে যায় নানা বাড়িতে গিয়ে দেখতে পাই মামী রান্না করতেছে। তো তার সাথে বসে বসে কিছুক্ষণ কথাবার্তা বললাম। বেশ অনেকটা সময় কেটে যায় সে বাড়িতে আমার। তারপর খিচুড়ি হয় আমরা সবাই মিলে বেশ মজা করে একসাথে বসে খাওয়া দাওয়া করি।

1000016888.jpg

খাওয়া-দাওয়া শেষ করে আমি নয়টার মধ্যে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ শুয়ে বসে কাটিয়ে দেই। তারপর আমার বাসার সবাই একসাথে টিভির সামনে গিয়ে বসি। সেখানে বসে বেশ কিছুক্ষণ আমরা সবাই মিলে কথাবার্তা বলি। তারপর আমরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নেই। অনেকদিন হয়েছে আমরা এভাবে একাত্রে ছবি তুলি না। আমাদের সাথে আরেকজন যদি থাকতো তাহলে আমাদের পরিবারের সবার ছবি খুব সুন্দরভাবে তুলে দিতে পারতো। তারপরও আমরা মোটামুটি ভাবে বেশ সুন্দর ছবি তুলেছি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 109238.80
ETH 4347.73
USDT 1.00
SBD 0.83