Better Life with Steem|| The Diary Game||31 December 2024||

in Incredible India10 days ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20241231_112830_956.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

IMG_20241231_093900_404.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। ফোন নিয়ে ঘরের উপরে ছাদে গিয়ে বসে পড়ি। এখানে বসে বসে গায়ে রোদ লাগাচ্ছিলাম ও কবুতর গুলোকে খাবার দিলাম। তারপর সেখানে বসে বসে বেশ অনেকটা সময় ফোন দেখতে থাকি। তারপর সেখান থেকে নিচে নেমে নাস্তা করে নেই। নাস্তা করে রুমে চলে আসি।

রুমে এসে বেশ অনেকগুলো নোংরা জামা কাপড় নেই। বেশ অনেকগুলো কাপড় ধৌত করতে হবে আজকে আমাকে। সেই চিন্তায় আমি পুরো শেষ হয়ে যাওয়ার অবস্থা। তারপরও খুব সুন্দরভাবে সেগুলোকে একত্রিত করে নিয়ে কল পারে চলে যায়। তারপর সেখানে গিয়ে কাপড় গুলো ভিজিয়ে রেখে দেই বালতিতে করে।

IMG_20241231_102354_481~2.jpg

বেশ অনেকটা সময় এভাবেই ভিজিয়ে রাখি তারপর সবগুলোকে ধৌত করতে শুরু করে দেয়। ধৌত করার সময় আমাকে আমার দাদী অনেকটা সাহায্য করেছিল। বেশ কিছু কাপড় চাই সেগুলো ধৌতো করতে আমার বেশ অনেকটা সময় লেগে যায়। খুব সুন্দর ভাবে সেগুলো ধৌত করে রোদে শুকাতে দিয়ে দেই।

🌺 দুপুর বেলা বিকাল বেলা 🌺

তারপর বাইরের দিকে বের হই গোসল করার জন্য। রাস্তার দিকে এসে আমি আমার খালাতো ভাইকে কল দেই তারপর দুজনে মিলে গোসল করে আসি। খুব সুন্দর হবে দুজনে বেশ কথাবার্তা বলতে বলতে গোসল করে নাই। তারপর যে যার বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিতে থাকি।

IMG_20241231_112830_956.jpg

বেশ অনেকটা সময় পরে বাড়ি থেকে বের হই বাহিরের দিকে। বাইরের দিকে বেরিয়ে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় তাকে নিয়ে আমি একটু দুর হাটাহাটি করি। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার এক জনের কাছে শুনতে পাই আজকে ক্রিকেট লিগ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। তারপর দুজনে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। দুজনে একটা গাড়িতে উঠে পড়ি অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে পৌঁছে।

IMG_20241231_163811_763.jpg

সেখানে গিয়ে দেখতে পাই খুব সুন্দর ভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার জন্য প্যান্ডেল সাজানো হয়েছে। বেশ অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাদের বক্তব্য শুনতে থাকি। এভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। তারপর সন্ধ্যা হয়ে দেখে আমরা দুজনে বাড়ির দিকে রওনা হই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনে বাড়ির দিকে চলে আসি।

🌺 সন্ধ্যা বেলা রাত্র 🌺

IMG_20241231_181537_023.jpg

সন্ধ্যা হয়ে আসছে দেখে আমি বাড়ির দিকে চলে যাই। বাড়িতে গিয়ে গরম কাপড় চোপড় পড়ে নেই। তারপর এক কাপ কফি তৈরি করে সেই কফি সোফার উপরে বসে বসে পান করি। তারপর সেখানে বসে বসে বেশ অনেকটা সময় ফোন দেখতে থাকি। বেশ ভালই কেটে যায় সময়টা। তারপর ব্যাডমিন্টন খেলার জন্য বাহিরে বের হয় ব্যাড নিয়ে।

IMG_20241231_205105_826.jpg

ব্যাড নিয়ে চলে আসি আমাদের সেই পুরনো মাঠে। সেখানে আমাদের খেলার জন্য আবার মাঠ সাজিয়ে দিয়েছে তারা যাদের সাথে ঝামেলা হয়েছিল। যাক এই মাঠটা রাস্তার পাশে ও বাড়ির কাছে তাই বেশ অনেকটা সময় ব্যাডমিন্টন খেলা যায়। আরো পাশে দোকানপাট থাকায় আমাদের যদি ক্ষুধা লেগে যায় তো আমরা কিছু দোকান থেকে খেতে পারি। বাড়ির কাছে হয় খুব তাড়াতাড়ি বাড়ি ও যাওয়া যায় আরো বেশি সময় ব্যাডমিন্টন খেলা যায়। যাক অনেক দিন পরে আবারো আমরা পুরনো মাঠ ফিরে পেয়ে বেশ আনন্দিত। তাই বেশ অনেকটা সময় ব্যাডমিন্টন খেলি মাঠে আজ।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 9 days ago 

প্রিয় বন্ধু প্রথমে নতুন বছরের শুভেচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠেছেন ।
ছাদে গিয়ে রোদে বসেছেন সেই সাথে কবুতরের খেলা করা, এরপরে অনেকগুলো জামাকাপড়ও ধুয়েছেন সাথে আপনার দাদি হেল্প করেছে বিষয়টা শুনে অনেকটা ভালো লাগলো।

দাদির কথা পড়তে গিয়েই মনে পড়ে গিয়েছিল আমার দাদির কথা, আমার দাদী আমাকে খুব ভালোবাসতো দাদির ছবিটা চোখের সামনে ভেসে উঠেছে আমার।

এরপরে বন্ধুকে নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাওয়া বাড়িতে ফিরে গরম গরম কফি খাওয়া, সব মিলিয়ে শীতের দিন গুলো ভালো কাটছে আশা করছি। এভাবেই সামনের দিনগুলো কাটুক সেই প্রত্যাশায় রাখছি।

 9 days ago 

প্রথমেই আপনাকে জানাই happy New Year। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ । ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...
 8 days ago 

আসলে আমাদের যখন একটা বয়সে পরিণত হয় তখন নিজের কাজ নিজে করাটাই উত্তম বর্তমান সময়ে ছেলেমেয়েরা এই কাজগুলো করতে অনিহা প্রকাশ করে তবে আপনার ক্ষেত্রে এটা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো কেননা আপনি নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করে থাকেন এটা খুবই ভালো একটা অভ্যাস।

নিজের প্রিয় মানুষ এবং খালাতো ভাই বোনের সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে যেটা আমিও করে থাকি তবে বর্তমান সময়ে করা হয় না অনেকটা পর হয়ে গেছে মনে হয় কেননা সবার বিয়ে হয়ে গেছে যে যার মত করে সংসার করছে ব্যাডমিন্টন বর্তমান শীতের সময় খুবই প্রিয় একটা খেলা সবাই খেলতে অনেক বেশি পছন্দ করে মাঝে মাঝে আমি নিজেও ট্রাই করে থাকি ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 8 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে এত সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে আমার পোস্টটি পড়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 7 days ago 

ভাই অবিবাহিত থাকলে নিজের কাপড় নিজেরই ধৌত করতে হবে।। তাই বলছি দ্রুত বিয়েটা করে ফেলেন তখন অন্ততপক্ষে কাপড় ধোয়া থেকে কিছুটা রেহাই পাবেন।। যদিও আমি এখনো নিজের কাপড় নিজেই ধৌত করি 😂😂😂 যাই হোক স্কুলে যখন পড়তাম এরকম ক্রিকেট খেলার জন্য অনেক বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতাম খুব আনন্দের সাথে সেই খেলা গুলো খেলতাম।।

 7 days ago 

থাক ভাই এত তাড়াতাড়ি বিয়ে করা লাগবো না একটু কষ্ট করলে কিছু হইবে না। তাও নিজের কাপড় নিজেই ধৌত করতে হলেও সমস্যা নেই একটু কষ্ট তো করাই যায়। এখন মোটামুটি ভাবে খেলার একটা সৃজন। তাই প্রায় জায়গায় এরকমের লীগ দেখা যায় কোথাও কোথাও ফুটবল লিগ কোথাও ক্রিকেট লিগ। যেখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে দল রেখে থাকে ও খুব সুন্দরভাবে খেলা করে থাকে। যেটা আমাদের মত দর্শকের কাছে বেশ আনন্দজনক।

 7 days ago 

ভাই বর্তমান সময়ে মানুষের আয়ু অনেক কমে গেছে তাই তাড়াতাড়ি করে ফেলেন।। হ্যাঁ এটা একদম সঠিক বলেছেন বর্তমান সময়ে খেলার সিজন তাই অনেক জায়গায় ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করে থাকে।।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.040
BTC 94957.40
ETH 3309.45
USDT 1.00
SBD 7.50