Better Life with Steem|| The Diary Game||23 November 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকাল বেলা ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয় নেই। আজকে সকাল বেলা ঘুম ভাঙে ৯ টার ও উপরে। আমি সব আমার আরো কয়েকজন সহপাঠীর ঘুম ভাঙ্গে দেরিতে। তাই আমি একটু ঘুমাতে পারলাম। কারণ আমরা সবাই মিলে বেশ অনেকটা সময় আড্ডা দিয়েছি তাই ঘুমাতে দেরি হয়েছে ঘুম ভাঙতেও দেরি হলো। আরো সব থেকে বড় কথা হচ্ছে ।
সকালবেলা খাবার আসতে দেরি করে। তাই রুমের কারো তেমন একটা হইচই ছিল না। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া-দাওয়া শেষ করে চলে গেলাম ক্লাসে। ক্লাসে গিয়ে স্যার আমাদের পরীক্ষার বিষয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করে। আমরাও সবাই খুব মনোযোগ সেই কথাগুলো শুনতে থাকি। তারপর আমাদের কিছু করা দেয় সেগুলো পড়তে পড়তে কেটে যায় সময়টা।
ঠিক ১২ টার দিকে আমাদের ছুটি দেয়। তারপর সবার সাথে রুমে চলে আসি রুমে এসেই ব্যাগ রেখে বাইরে বের হই। বাহিরে প্রচন্ড রোদ লাগতেছিল আজকে। তো অল্প কিছুক্ষণ বাইরে সময় কাটানোর পরে। আবার হোস্টেলের দিকে চলে যাই। হোস্টেলে গিয়ে সোজা রুমের মধ্যে ঢুকে যাই। রুমে গিয়ে শুয়ে শুয়ে বেশ অনেকটা সময় ফোন দেখতে থাকি।
বেশ অনেকটা সময় পরে বিছানা থেকে উঠে গোসল করতে চলে যায়। গোসল করে এসে কিছুক্ষণ বসে থাকি রুমের মধ্যে। তারপর দুপুরের খাওয়া-দাওয়া করতে ডাক দেওয়া হয়। চলে যায় খাওয়া দাওয়া করতে। খাওয়া-দাওয়া শেষ করে রুমে এসে বেশ অনেকটা সময় বিশ্রাম নেই। বেশ ভালই ছোট মোটো একটা ঘুম হয়ে যায় তখন।
ক্লাসে যাওয়ার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠি। তারপর হাত মুখ ধুয়ে ঠিক ৩:৩০ এ ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে স্যারে আমাদের প্রাকটিক্যাল পরীক্ষা নিতে থাকে। বেশ অনেকটা সময় ধরে আমাদের এভাবেই প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে দিতে কেটে যায়। একেক জন মানুষ অল্প সময়ে পায় প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পন্ন করার জন্য। কিন্তু সবাইকে মিলে বেশ অনেকটা সময় লেগে যায়।
তারপর পাঁচ টার দিকে আমাদের ছুটি দিয়ে দেয়। আমরা রুমে এসে শীতের কাপড় পরে বাইরে বের হই। আমরা একসাথে রাতে আবার হোস্টেলে আসবো তাই এখনই বের হই। আমরা একটু মেলার দিকে যাব সবাই মিলে। তো আমরা মেলার দিকে যাওয়ার আগে রাস্তায় বেশ হাসা হাসি করতে করতে সেখানে চলে যায়। বেশ ভালই লাগে হাসা হাসি করতে করতে রাস্তায় হাঁটতে।
সন্ধ্যার অল্প কিছুক্ষণ আগে সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করি। তারপর সেই টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করি আমরা। বেশ অনেকটা সময় এদিক ওদিক ঘোরাঘুরি করি সেখানে। বেশ ভালোই সময়টা কেটে যায় সন্ধ্যার। আগের থেকে অনেকটা বেশি উন্নতি ও দোকানপাট করেছে মেলার মধ্যে।
সেগুলো দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় আমরা বুঝতেই পারিনি। এদিক ওদিক হাঁটা হাঁটি করতে করতে বিভিন্ন কিছু দেখতে দেখতে খুব সুন্দর ভাবে সময়টা কেটে যায়। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসি হোস্টেলের দিকে। আবারো হাঁটতে হাঁটতে চলে আসি হোস্টেলের দিকে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলের মধ্যে চলে আসি। সোজা যে যার মত রুমে চলে যাই। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে। খাওয়া দাওয়া করতে চলে যাই। খাওয়া-দাওয়া শেষ করে রুমে এসে বিছানা গুছিয়ে শুয়ে পড়ি।






শীতের এই সময়ে অনেক জায়গায় মেলার আয়োজন হয়ে থাকে আপনারা কয়েকজন বন্ধু মিলে বিকেলে মেলায় যাওয়ার প্রস্তুতি নেন শীতের পোশাক পড়ে তারপর হাঁটতে হাঁটতে মেলায় গিয়েছেন বন্ধুদের সাথে গল্প করলে আর হাঁটলে ভালই লাগে।
যাইহোক সন্ধ্যার পরে সেখানে গিয়ে পৌঁছে আনন্দময় কিছু মুহূর্ত পাঠিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দিনের কার্যক্রম আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কমেন্টে পড়ে খুব সুন্দর রিপ্লে দেওয়ার জন্য ভালো থাকবেন।
পরিক্ষার আগে স্যারের পরামর্শ অনেক বেশি জরুরি। স্যারের সাজেশন অনুযায়ী পড়ালেখা করলে সেটা আমাদের জন্যেই ভালো হয়। আজ অনেক সময় পড়ালেখার মধ্যে কাটিয়েছিলেন। আজ বাইরে রোদ ছিলো আপনাদের এখানে। তবে শীতকালে রোদ কিন্তু ভালো লাগে, তাই না। বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন, যেটা মন ভালো রাখতে অনেক সাহায্য করে। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Thank you 🥰