Better Life with Steem|| The Diary Game||21 June 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
কালকে রাতে অনেক দেরি করে ঘুমানোর জন্য সকালে ঠিক সময় ঘুম থেকে উঠতে পারি না। তাও কোন সমস্যা ছিল না কারণ আজকে শুক্রবার তাই দেরি করে ঘুম থেকে ওঠাও কোন সমস্যা নেই। তো ঘুম থেকে উঠে আমি আর আমার বন্ধুরা হাত মুখ ধুতে যাই। কালকে রাতে অনেক দেরি করে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে। তাই আর আমার দুজন বন্ধুদের বাড়িতে যেতে দেয় নাই। আমাদের বাড়িতে রেখে দিয়েছিলাম। তো হাত মুখ ধুয়ে এত জোরাজুরি করলাম ওদের যে আয় আমরা নাস্তা করি তারপর যে যার বাড়িতে যাবি আনে।
কে শুনি কার কথা তারা হাতমুখ ধুয়ে আর বাসায় আসলো না। সোজা সেখান থেকেই রওনা দিল তাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমি তাদের সাথে বেশ অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে যাই। তো তাদের আগিয়ে দিয়ে বাড়িতে চলে আসি আমি। বাড়িতে চলে এসে আমার প্রচন্ড ক্ষুধা পেয়ে যায়। দেখি আমাদের জন্য কফি তৈরি আছে। তো ওরা তো আর আসলো না। আমি একাই কফি খেতে বসে গেলাম সাথে বেশ কিছু বিস্কিট নিলাম।
তারপরে একটা সাইকেল নিয়ে বের হলাম বাসা থেকে। অনেকদিন পর সাইকেল চালাচ্ছিলাম। বেশ আনন্দ লাগতেছিল এলাকায় সাইকেল চালাতে। বেশ অনেকটা সময় এলাকার এদিক-ওদিক ঘোরাঘুরি করলাম সাইকেলে করে।
অল্প কিছুক্ষণের মধ্যেই আজান দিল। আজকে শুক্রবার জুম্মার সালাত আদায় করতে হবে। তাই আমিও তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। তো বাড়িতে গিয়ে সাইকেলটাকে ঘরে উঠিয়ে রেখে গোসল করতে চলে যাই। অনেক তাড়াতাড়ি গোসল করতে আসায় আমি বেশ অনেকটা সময় পাই গোসল করার জন্য। তো গোসল করা শেষ করে ঘরে এসে নামাজে যাওয়ার জন্য তৈরি হই।
তারপরে চলে যাই মসজিদে। মসজিদে গিয়ে ইমাম হুজুরের বেশ সুন্দর ওয়াজ নসিহত শুনতে পারি। ইমাম হুজুরের ওয়াজ নসিহত শুনতে আমার প্রচন্ড ভালো লাগলো আজকে। আমাদের মসজিদে নতুন ইমাম হুজুর তাই তার হজ নসিহত একটু নতুন নতুন ভালই লাগে। এই ইমাম আমাদের মসজিদে আজ দ্বিতীয় জুম্মার সালাত আদায় করাবেন। আগের জন চলে গেছে এখন নতুন হুজুর এসেছে। তো খুব ভালোভাবেই সবার সাথে সালাত আদায় করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে খাওয়া দাওয়া করি তারপরে একটু বিছানায় শুয়ে পড়ি। বিছানায় শুয়ে শুয়ে বেশ অনেকটা সময় ফোন দেখতে থাকি। তারপরে আমি আমাদের দুটো কবুতর আছে। সেই কবুতর দু'টোকে খাবার দেই। আম্মু একটু অসুস্থ থাকায় আমাকে এই খাবার দিতে হচ্ছে। তো আমি আগে অনেক কবুতর পালন করতাম। এখন আর আগের মত ভালো লাগে না তাই আর তেমন একটা আসি না কবুতরের কাছে। তো আজকে এসে দেখি আমাদের আগের মতো ক্ষোভ ভর্তি কবুতর নেই। মাত্র দুটো কবুতর আছে। তো সে দুটোকে খাবার দিয়ে নিচে চলে আসি।
নিচে এসে মুরগির বাচ্চার জন্য খাবার নিয়ে সামনে চলে যায়। তো সামনে গিয়ে দেখি আমার হাতে খাবার দেখে ওরা সবগুলো দৌড় মেরে চলে এসেছে। আমি খাবারের বাটিটা নিচে রাখতেই ওরা খাওয়া শুরু করে দেয়। জিনিসটা আমাকে খুব আনন্দ দেয়। আগে আমি অনেক হাঁস মুরগি কবুতর লালন পালন করতাম। এখন আর তেমন কোন কিছুরই কাছে যাওয়া হয় না। আজ হঠাৎ করেই সবকিছুকে খাবার দিতে এসে আমার বেশ আনন্দ লাগলো। মুরগির বাচ্চাগুলো খাবার দিয়ে আমি সেখান থেকে চলে গেলাম। বাচ্চাগুলো খাবার খেতে থাকল।
তারপর পরিপাটি হয়ে বাড়ি থেকে বের হলাম। তো বাড়ি থেকে বের হয়ে অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এলাকায়। তো এলাকায় আর ভালো লাগতেছিল না তাই চলে যাই কলেজ রোড। আমরা কলেজের মধ্যে ছাড়া আর কোথায় গিয়েই বসবো। তাই আমি কলেজে গিয়ে সোজা কলেজের মধ্যে গিয়ে বসি। অল্প কিছুক্ষণ পর আমার এক বন্ধু আসে ওর সাথে বেশ অনেক সময় আড্ডা দেই কলেজের মধ্যে বসে।
তো সন্ধ্যা হয়ে আসতেছিল আমি আর আমার বন্ধু কলেজ থেকে বের হই। কলেজ থেকে বের হয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো আমি একটা গাড়িতে করে সোজা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে হালকা কিছু নাস্তা করে। সোজা পড়ার টেবিলে চলে যাই। আগেই ভেবেছিলাম আজকে অনেক সময় ধরে লেখাপড়া করব।
তাই আর ফোন না ধরে সোজা বই নিয়ে বসে যাই। বেশ অনেকটা সময়ই লেখাপড়া করি। এই কয়দিন বইয়ের কাছে না বসতে না বসতে। আজ একটুও ভালো লাগতেছিল না লেখাপড়া করতে। তো অল্প কিছুক্ষণ পরেই লেখাপড়া শেষ করে দেই। তারপরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে রেখে। অপর পাশে গিয়ে বসে করি। সেখানে বসে ফেসবুকে রিলস দেখতেছিলাম। তারপরে পোস্ট লেখতে বসে যাই।
অন্যান্য দিন আর শুক্রবার ছুটির দিনের পার্থক্য অনেক। ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠলে সমস্যা হয় না। বিগত দিন পিকনিক করেছিলেন সেটা আমরা জানি আর সেই অনুষ্ঠান শেষ করতে অনেক রাত হয়ে যায় তাই আপনার বন্ধুকে বাড়ি যেতে দেন নি এটা খুব ভালো করেছিলেন। যদিও আমি কখনও কবুতর পালন করি নি তবে আমার দাদার ছিলো। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
গত দিনে রাতে অনুষ্ঠান করেছেন এর জন্য রাতে ঘুমাতে দেরি হয়েছে। ঘুম থেকে উঠে বন্ধুরা মিলে একসাথে নাস্তা খাওয়ার কথা ছিল। কিন্তু তারা নাস্তা না খেয়ে বাড়ি চলে গিয়েছে।
শুক্রবারের দিন ছিল এজন্য গোসল করে মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছেন। বাহ! আপনার বাড়ির মুরগিগুলো তো বেশ ভালই। ডাক দিলে একদম আপনার কাছে চলে আসে।
সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনার দুই বন্ধু আপনার সাথে রাত কাটিয়েছে, কিন্তু সকাল বেলায় যখন তাদেরকে নাস্তা করতে বললেন। তখন তারা আপনাদের বাড়িতে ফিরে আসলো না,তাই নিজেই নাস্তা করে নিয়েছেন। যেহেতু শুক্রবার ছিল তাই আপনি কিছুটা সময় মোবাইল দেখা কাজে ব্যস্ত ছিলেন, তারপর নামাজ পড়ে নিয়েছেন।
কবুতর এবং মুরগি পালন করলে কিন্তু লাভবান হওয়া যায়। আপনার যেহেতু পালন করছেন তাই বেশ ভালই কাজ করেছেন। বন্ধুদের সাথে কাটানো এবং মোটামুটি পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।