Better Life with Steem|| The Diary Game||13 April 2025||

in Incredible India5 months ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20250413_165553_154.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

সকালবেলা এগারোটার দিকে ঘুম থেকে উঠে। কাল রাতে অনেক দেরি করে ঘুমিয়ে ছিলাম তাই আর সকালে তাড়াতাড়ি উঠতে পারলাম না। অনেক দেরি করে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ঘরের সামনে কিছুক্ষণ বসে থাকে। অল্প কিছুক্ষণ পরে আম্মু আমাকে সকালের খাবার দেয়। তারপর খুব সুন্দর ভাবে সে খাবারগুলো খাই আমি। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকে।

IMG_20250413_124104_664.jpg

বেশ অনেকটা সময় পরে উঠে গোসল করতে চলে যাই। আমার এক জায়গায় দাওয়াত আছে তার জন্য সেই জায়গায় যেতে হবে। আমার এক আন্টির বাসায় দাওয়াত আছে দুপুরের খাবার খেতে যেতে হবে। তাই তাড়াতাড়ি গোসল করে পরিপেটি হয়ে বাড়ি থেকে বের হই। একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বের হই যেন খাবার দেওয়ার আগে কিছুক্ষণ সবার সাথে কথা বলতে পারি। একটা গাড়ি তে উঠে পড়ি তাড়াতাড়ি করি সে বাসায় পৌঁছে যায়।

🌸 দুপুর বেলা 🌸

সে বাসায় গিয়ে বেশ অনেকটা সময় সবার সাথে কথাবার্তা বলতে থাকে। খুব সুন্দর একটা সময় কেটে যায় তাদের সাথে কথাবার্তা বলতে বলতে। তারপর সবাই মিলে দুপুরের খাওয়া-দাওয়া করি বেশ আনন্দ করে। খাওয়া-দাওয়া শেষ করে সবাই মিলে বেশ অনেকটা সময় কথাবার্তা বলতে থাকি আমরা। অনেকদিন পরে আমি সেই বাসায় গিয়েছিলাম। বেশ ভালই লাগলো সবার সাথে এভাবে অনেকদিন পরে আড্ডা দিতে।

🌸 বিকাল বেলা 🌸

IMG_20250413_165553_154.jpg

সাড়ে তিনটার দিকে সে বাসা থেকে বের হই আমি। বাড়ির দিকে রওনা হই সে বাসা থেকে বেরিয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি এলাকায় চলে আসি। এলাকার সামনে এসে দেখতে পাই আমার দুজন বন্ধু আমার খালাতো ভাই দাঁড়িয়ে আছে। তারপর তাদের সাথে আমিও সেখানে দাঁড়াই। বেশ অনেকটা সময় তাদের সাথে সেখানে বসে আড্ডা দেই বেশ ভালই সময়টা কেটে যায়। তারপর আমি বাড়িতে চলে আসি।

🌸 সন্ধ্যা বেলা 🌸

IMG_20250413_182807_828.jpg

বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে নরমাল ভাবে বাড়ি থেকে বের হয়। চলে যাই দোকানের দিকে গিয়ে ক্রাম বোর্ড নামিয়ে খেলতে শুরু করে দেয়। বেশ অনেকটা সময় সেখানে সবার সাথে ক্রাম বোর্ড খেলতে খেলতে কাটিয়ে দেয়। আজকে তেমন মানুষ ছিল না ক্রাম বোর্ড খেলতে তাই আমরা অনেকটা সময় ক্রাম বোর্ড খেলতে পারি। বেশ অনেকটা সময় খুব সুন্দর ভাবে ক্রাম বোর্ড খেলতে খেলতে কাটিয়ে দেই আমরা চারজনে।

🌸 রাত্র 🌸

এভাবেই বেশ অনেকটা সময় কেটে যায় তারপর সেখান থেকে বাড়িতে চলে আসি আমি। বাড়িতে এসে ঘরের সামনে বসি তারপর অনলাইনে কিছু মানুষের সাথে কথাবার্তা বলি। বেশ অনেকটা সময় এভাবেই অনলাইনে কথা বলতে বলতে কেটে যায়। তারপর ঘরের মধ্যে উঠে আম্মুকে বলি খাবার দিতে। আম্মু খাবার দেয় খাওয়া দাওয়া করি ও আম্মু আম্মার পাশে বসে থাকে। খাওয়া দাওয়া করি আর আম্মুর সাথে কথা বলি। বেশ ভালই লাগে খাওয়া-দাওয়া শেষ করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

 5 months ago 

Thank you 😊

Loading...
 5 months ago 

আজকে যেহেতু আপনার আন্টির বাসায় আপনার দাওয়াত রয়েছে তাই আগে থেকেই রেডি হয়ে গিয়েছেন এরপর ওখানে গিয়ে দাওয়াত গ্রহণ করে নিয়েছেন সবার সাথে কৌশল বিনিময় করে আবার বাড়িতে ফিরে এসেছেন আসার সময় দেখেন আপনার খালাতো ভাই এবং আপনার বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আছে বিকেল বেলায় আবার সবার সাথে কেরাম বোর্ড খেলায় মেতে উঠেছেন অসংখ্য ধন্যবাদ আপনার আরো একটা দিনের কার্যক্রম তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 5 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 109530.47
ETH 4309.94
USDT 1.00
SBD 0.82