'মায়া'

in Incredible Indialast month

আসসালামু আলাইকুম

আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমাদের উত্তরবঙ্গে কয়েকদিন থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তবে বর্ষাকাল অনুযায়ী বৃষ্টি হওয়া স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়া কখনোই ভালো নয়। যাইহোক, আজকে বৃষ্টি ভেজা সকালে পোস্ট লিখতে বসেছি। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব 'মায়া' শব্দটি নিয়ে। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :

night-5226682_1280.png
Source

'মায়া' শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। কারন আমার কাছে মনে হয় এই মায়া শব্দটির মাঝে অনেক মানুষের স্মৃতি জড়িয়ে আছে। তবে সেটা মিথ্যে মায়া হতে পারে, আবার সত্যিকারের ও হতে পারে। তবে হ্যাঁ! ভালোবাসার গল্পের মাঝে মায়া জিনিসটা বড়ই অদ্ভুত। কারণ সত্যিকারের কাউকে ভালবাসলে এই মায়ার মোহটা কেটে উঠা বড় কঠিন হয়ে যায়।

কিন্তু মাঝে মাঝে সত্যিকারের মায়া এবং মিথ্যে মায়ার পার্থক্যটা বোঝাও বড় মুশকিল হয়ে যায়। আরেকটি বড় কথা হল, একজন মানুষের প্রতি যদি অন্য মানুষের মায়ার সম্পর্ক না হতো । তাহলে এই পৃথিবীতে মানুষ বলে আর মানুষই থাকত না। এই মায়া শব্দটি বেঁচে আছে বলেই, আমরা এখনো মানুষ বলেই পরিচিত।

heart-1563067_1280.jpg
Source

একজন মানুষের প্রতি মায়া বিভিন্নভাবে জন্ম নেয়। তবে ভালোবাসার মানুষের ক্ষেত্রে মায়া জিনিসটা পুরোটাই ভিন্ন রকম হয়। কাউকে যদি সত্যিকারে ভালোবাসা যায়। সেই মানুষটার প্রতি মায়ার মোহটা একটু ভিন্ন রকম থাকে। যেটা চাইলে ও কোনদিনও ভুলে থাকা সম্ভব নয়।

একজন মানুষের প্রতি ভালোলাগা থেকেই ভালোবাসা শুরু হয়। আর সেই ভালোবাসা থেকেই তৈরি হয় মায়া। তবে সবাই যে, এই মায়ার বন্ধন টাকে আবদ্ধ করতে পেরেছে এমনটা নয়। হোক না সে অন্য কারো, কিন্তু আমার কাছে সেই মানুষটা মায়ায় থেকে যাবে।

man-1846050_1280.jpg
Source

যে ব্যক্তি নিজের ভালোবাসার মানুষকে মন থেকে ভালবাসতে জানে। সেই মানুষ কখনো তার প্রিয় মানুষের খারাপ চাইবে না। সে দিনশেষে একটা কথাই বলবে, যেখানেই থাকুক সে ভালো থাকুক। এটাই হয়তো ভালোবাসা। এখান থেকেই একজন মানুষের প্রতি মায়ার গুরুত্বটা বোঝা যায়।

সত্যি কথা বলতে কি, মায়া কথাটির কোন সংজ্ঞা নেই। কারণ এর অর্থ কখনো বলে শেষ করা যাবে না। ঐ যে একটা কথা প্রথমেই বললাম না, একজন মানুষের প্রতি বিভিন্নভাবে মায়ের সম্পর্ক গড়ে উঠতে পারে। নিজের পরিবারের মানুষের সাথেই তো মায়ার সম্পর্ক।

পরিবারের মানুষ যতই আঘাত বা কষ্ট দিক না কেন। দিনশেষে তারপরও সবাই বলবে নিজের পরিবার অনেক ভালো থাকুক। আবার দেখা যায়, নিজের আত্মীয়-স্বজন বা বন্ধুদের সাথেও মায়ার সম্পর্ক থাকে। তাদের সাথেও আমাদের মায়ার বন্ধন।

heart-591692_1280.jpg
Source

নিজের প্রিয় জনকে হয়তো মুহূর্তেই বলে দেওয়া যায়, তাকে ছাড়া আমি অনেক ভালো থাকবো। কিন্তু যারা সত্যিকারের অর্থে ভালবাসতে জানে এবং ভালবাসে তারা কখনোই ভালো থাকতে পারে না। কারণ দিনশেষে একবার হলেও সেই প্রিয় মানুষটার কথা মনে পড়বে। এটাই হয়তো মায়া।

মানুষের জীবনে কিছু কিছু অনুভূতি থেকে যায়। যার সত্যিকারের কোন অর্থ হয় না।সর্বশেষ একটা কথাই বলবো, ভালোবাসার মানুষের মায়া মহব্বত কাটিয়ে উঠা বড়ই দায়। আজকে এই পর্যন্তই ছিল।

ধন্যবাদ

Sort:  
 last month 

আসলে মায়া সম্পর্কে আজকে আপনি যে কথাটি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই সম্পর্কে আমি একমত তোর মায়া সবার প্রতি থাকতেই পারে যেমন একজন মেয়ে তার বাবার প্রতি মায়া কিংবা ভালোবাসার মানুষের প্রতি মায়া এ সকল কিছুই এই মায়ের কারণে। যাইহোক আজকে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল আপনাকে অসংখ্য ভাবে ধন্যবাদ জানাই।

 last month 

আমরা প্রত্যেকেই এই মায়া কথাটি সঙ্গে পরিচিত। এই মায়া এমন একটি শব্দ যার অর্থ কখনো বলে শেষ করা যাবে না। একজন মানুষের প্রতি বিভিন্নভাবে মায়া জন্মাতে পারে। সেটা নিজের ভালোবাসার মানুষ হোক বা নিজের পরিবারের সদস্যদের মাঝে হোক। কিন্তু যে ব্যক্তি সত্যিকারে ভালোবাসে সেই ভালোবাসা থেকেই একজনের প্রতি মায়া তৈরি হয়। যে মায়া কোনদিনও চাইলেও ভোলা সম্ভব নয়।

আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো ভাই।ধন্যবাদ।

Loading...
 last month 

খুবই চমৎকার একটি কথা বলেছেন ভাই বর্তমান সময়ে সত্যিকারের মায়া আর অভিনয়ের মায়া বোঝাই মুশকিল।। কিন্তু হ্যাঁ সত্যি কারের মায়া কখনো ভোলা যায় না।। মায়া নিয়ে আপনি অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছেন খুবই ভালো লেগেছে আজকের পোস্টটি।।

 last month 

বর্তমানে তো ভাই ভালোবাসার নামে চলছে ছলনা। তবে যারা সত্যিকারের অর্থ ভালোবাসে, তারা কখনো ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারে না। কারণ একজন মানুষের প্রতি ভালোবাসা থেকে মায়া জন্ম নেয়। যে মায়া কখনো চাইলেও বলা সম্ভব নয়। তবে হ্যাঁ একজন মানুষের প্রতি বিভিন্নভাবে মায়া জন্মাতে পারে। সেটা নিজের ভালোবাসার মানুষ হোক বা নিজের কাছের আপনজন।

আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাই।

 last month 

একদম সঠিক বলেছেন ভাই বর্তমান সময়ে ভালোবাসা মানে ছলনা চলছে তারপরও মানুষ ভালোবেসে যায়।। আর সত্যিকার অর্থে ভালোবাসা কোনো স্বার্থ দেখেনা নিঃস্বার্থভাবে ভালবেসে থাকে।।

 last month 

ভাই মায়া এই জিনিস টা ছোট হলেও এর অনুভূতি অনেক ভয়ংকর ৷ আমি মনে করি এই মায়া একজন সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারে আর একজন অসুস্থ মানুষকে সুস্থ করে দিতে পারে ৷

আমি নিজেও মায়ায় পড়েছি যেই মায়ার কোন মুল্য পাই নি ৷ যাই হোক বললে অনেক বলা যাবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last month 

আপনার সাথে আমিও সহমত পোষণ করছি ভাই। আমরা প্রত্যেকেই মায়া শব্দটির সাথে জড়িত। কিন্তু সেটা বিষয়ভিত্তিক ভাবে বিভিন্নভাবে জড়িত। কিন্তু হ্যাঁ ঠিকই বলেছেন, মায়া শব্দটির অনুভূতি ভয়ংকর। যারা সত্যিকার অর্থে ভালোবাসতে জানে। আর সেই ভালোবাসা থেকেই মায়া তৈরি হয়। আর সেই মায়ার অনুভূতি কখনো ভোলা সম্ভব নয়।
আপনার মন্তব্য পরে খুব ভালো লাগলো ভাই ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56