The Diary Game | | A Beautiful Day | | 18-01-2024
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:
প্রতিদিনের ন্যায় গতকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। তবে ঘুম থেকে উঠে মনের ভেতর একটু আনন্দ লাগা কাজ করেছিল। ঘুম থেকে উঠেই আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখি। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে দেখি টানা নয় দিন পর আকাশে রোদ উঠেছে। এরকম অনেকদিন পর রোদ পাওয়াটা প্রায় ভাগ্যের বিষয় হয়ে গেছে।
তারপর আমি আর বাইরে কোথাও না গিয়ে রোদে বসেই সকালের নাস্তা করেছিলাম। নাস্তা খাওয়া শেষ করে রোদের মধ্যে কিছুক্ষণ বসে ছিলাম। তারপর হঠাৎ মাথার মধ্যে চিন্তা এলো আমার সেলুনে যেতে হবে মানে মাথার চুল কাটাতে হবে। কারণ গত কয়েকদিন থেকে শীতের কারণে আমি চুল কাটার মত সময় পাচ্ছি না।
কিছুক্ষণ রোদে বসে সময় কাটিয়ে তারপর আমি আমাদের যে পার্শ্ববর্তী বাজার আছে সেখানে চুল কাটার জন্য চলে যাই। আমি আগেই ফোন করে রেখেছিলাম তাই আমার সিরিয়ালটা তাড়াতাড়ি রেখেছিল। তারপর সেখানে আমার সিরিয়াল হলে আমি চুল কাটিয়ে আবারো বাসার দিকে চলে আসি।
এর মাঝে রাস্তায় খেয়াল করলাম আশেপাশের যে সরিষা ক্ষেতগুলো ছিল সেগুলোতে সরিষা ফুল আর নেই এখন দানাদার বীজ হয়ে গেছে। সেখানেও আমি একটি ছবি তুলেছিলাম তারপর আবারো বাসায় চলে আসি। চুল কাটিয়ে ছিলাম বিধায় আমি আর দেরি না করে তাড়াতাড়ি গোসল করে নিয়েছি। তারপর আবারো কিছুক্ষণ রোদে বসেছিলাম। আসলে অনেকদিন পর রোদ উঠেছিল এরকম রোদে দাঁড়িয়ে রোদ উপভোগ করতে বেশ ভালই লাগছিল।
তারপরে মা আমাকে দুপুরের ভাত খেতে দিয়েছিল। দুপুরে ভাত খেয়ে আমি আবারো বাড়ির সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করি। শীতকালীন রোদ তাই বেশিক্ষণ সময় ছিল না। পরে আমি বাসায় গিয়ে শুয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে।
ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই। অন্যান্য দিনের মতো গতকালকেও আমাদের পার্শ্ববর্তী এলাকায় মাহফিলের আয়োজন ছিল। তারপর আমি আমার বন্ধুকে কল দিয়েছিলাম যে মাহফিলে যাব। তারপর সেও আমার কথামতো আমাদের বাসার কাছে চলে আসে পরে দুইজনে মিলে মাহফিলে গিয়েছিলাম।
মাহফিল যে গ্রামে হয়েছিল আমাদের বাসা থেকে মোটামুটি বেশ কিছু দূরে ছিল। পরে আমরা হেঁটেই সেই গ্রামে চলে যাই। আসলে শীতের দিনে এইভাবে সবাই মিলে হেঁটে যাওয়াটাও একটা বড় আনন্দের বিষয়। তারপর মাহফিলে গিয়ে চারদিকে ঘোরাঘুরি করেছিলাম। মোটামুটি বেশ ভালই দোকানপাট উঠেছিল। সেখানে ঘোরাঘুরি করি, ছবিও তুলেছিলাম।
পরে সবাই মিলে একসঙ্গে নাস্তা করে বেশিক্ষণ বাইরে না থেকে আমরা আবারও বাসার দিকে রওনা হই। পরে সবাই মিলে নিজ নিজ বাসায় চলে যাই আমিও আমার বাসায় চলে আসি। বাসায় আসার পর মা আমাকে রাতের ভাত খেতে দিয়েছিল, পরে ভাত খেয়ে টিভি দেখতে দেখতে ঘুম চলে আসে। তারপর ঘুমিয়ে যাই।
সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিলেন।তারপর রোদে বসে সকালের নাস্তা করেছিলেন।শীতের সময় রোদের মধ্যে বসতে সবারই খুব ভালো লাগে। নাস্তা শেষে নিজের চুল কাটিয়েছেন। আর দিনের শেষ করেন মাহফিলের যাওয়ার মাধ্যমে। আপনি খুব সুন্দর ভাবে নিজের কার্যক্রম শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে।
আমার পোস্ট পরিদর্শন করে এতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ।
আমাদের এখানে আবার চুল কাটার জন্য ফোন করে সিরিয়াল রাখার কোন অপশন নেই সে যত পরিচিতই হোক না কেন। শীতের দিনে রোদে দাঁড়িয়ে রোদ উপভোগ করার মজাই আলাদা হয়। আপনি সন্ধ্যেবেলা আবার বন্ধুর সাথে পাশের গ্রামে মেহফিলে গিয়েছিলেন। ভালোভাবেই দিনটা পার করেছেন আপনি বেশ বোঝা যাচ্ছে।
আমার পোস্ট পরিদর্শন করে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ