The Diary Game | | A Beautiful Day | | 12-01-2024

in Incredible India2 years ago

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

IMG_20240112_103150.jpg

প্রতিদিনের ন্যায় আমি গতকালকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি বেলা ১০টা বেজে গিয়েছিল। আমি আসলে এভাবে এত দেরি করে কখনোই ঘুম থেকে উঠি না। আসলো গত কয়েকদিন থেকে খুব ঠান্ডা হওয়ার কারণেই এরকম দেরি করে ঘুম থেকে উঠা হচ্ছে। যাইহোক আমি ঘুম থেকে উঠেই আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখি।

নিজের জিনিসপত্র গুছিয়ে রেখে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে বাড়ির সামনে দিয়ে একটু হাটাহাটি করতে ছিলাম। তেমন একটা কুয়াশা না থাকলেও কিন্তু হালকা করে ঠান্ডা বাতাস ছিল। বাড়ির সামনে দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি বাসায় এসে আমার যে পছন্দের সকালের নাস্তা চা ও মুড়ি খেয়ে ছিলাম।

IMG_20240113_093910.jpg

সকালে নাস্তা খাওয়া শেষ করে আমি আর কোথাও বাইরে যাই নাই কারণ খুব ঠান্ডা থাকার কারনে। তারপর মোটামুটি বেলা হয়ে গেলে আমি স্টিমিটে ঢুকে কয়েকটা ঘুরে ঘুরে কমেন্ট করলাম। তারপর মা আমাকে সকালের ভাত খেয়ে নিতে বলে তখন মোটামুটি প্রায় দুপুরেই হয়ে গেছিল। যোহরের আযান দেওয়ার সময় হয়ে গিয়েছিল, তবুও আমি মায়ের কথামতো ভাত খেয়ে নেই। ভাত খাওয়ার পরপরই দুপুরের আজান দিয়ে দেয়।

গতকালের দিনটি শুক্রবার ছিল তারপর আমি নামাজ পড়তে যাব তাই গোসল করে নিলাম। খুব ঠান্ডা ছিল কিন্তু তবুও আমি গোসল করলাম। গোসল শেষ করে আমি পাঞ্জাবি পড়ে মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ পড়া শেষ করে আমি আবারও বাসায় চলে আসি।

IMG_20240112_103120.jpg

বাসায় আসার পড়তে তেমন একটা ক্ষুধা ছিল না তাই আমি শুয়ে টিভি দেখেছিলাম। প্রচুর ঠান্ডা থাকার কারণে পরে দেখি মা ও আমার পাশে এসে শুয়ে টিভি দেখতেছে। পরে টিভি দেখতে দেখতে আমি যে কখন ঘুমিয়ে গেছি আর বলতেই পারি না। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি আবারো ফ্রেশ হই, পরে মা আমাকে সন্ধ্যার নাস্তা হিসেবে মুড়ি ও চানাচুর মেখে দিয়েছিল।

তারপর মা এবং আমি দুজনে মিলে মুরি ও চানাচুর খেয়েছিলাম। তারপর আমার একটি কাজ থাকার কারণে বাইরে যাই মূলত আমি ফোনে টাকা রিচার্জ দেওয়ার জন্যই দোকানে গিয়েছিলাম। তারপর সেখানে টাকা রিচার্জ দিয়ে আমি আবারও বাসায় চলে আসি।

IMG_20240112_173330.jpg

বাসায় আসার পর মা বলে রাতের জন্য চিনি ও মুড়ি লাগবে। পরে আবারো আমি দোকানে গিয়ে চিনিও মুড়ি কিনে নিয়ে আসি। রাতের বেলা অনেক ঠান্ডা ছিল তবুও বাইরে গিয়েছিলাম। বাসায় আসার পর দেখি মোটামুটি ভালই রাত হয়ে গিয়েছিল। পরে মা আমাকে রাতের ভাত খেতে দেয়, ভাত খেয়ে টিভি দেখতে দেখতে ঘুমানোর সময় হয়ে যায়। তারপর ঘুমিয়ে যাই।

ধন্যবাদ

Sort:  
Loading...
 2 years ago 

আজকে আপনার ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গিয়েছিলো।১০টার দিকে ওঠে চা দিয়ে মুড়ি খান। ুরপর মায়ের কথামতো ভাত খেয়ে নেন। ভাত খেয়ে নামাজ শেষ করে বাসায় ফিরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পরেন।
ঘুম থেকে উঠে মুড়ি দিয়ে চানাচুর মাথা খান। আর রাতে ভাত খান। এভাবেই আপনার দিন শেষ যায়।
শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার পোস্ট পড়ে এতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

তারপর মা এবং আমি দুজনে মিলে মুরি ও চানাচুর খেয়েছিলাম।

  • আমরা ভাই মাঝেমধ্যে এই কথায় কথায় বলি যে যদি আবারও শৈশবে ফিরে যেতে পারতাম! কিন্তু আমি বলব ওইটা শুধুমাত্র কথা কিন্তু আপনি এই যে মুহূর্তটা আপনার মায়ের সাথে উপভোগ করেছেন এটাই আপনার বা আমার জন্য সোনালী সময়। এই সময়গুলোকেই উপভোগ করা উচিত যেটা ফিরে পাওয়া সম্ভব না সেটা নিয়ে চিন্তা করে কি লাভ।

তাছাড়া আপনার সম্পূর্ণ জিনিস কার্যক্রম বেশ উপভোগ্য ছিল আমার কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি দিনলিপি আমাদেরকে উপহার দেওয়ার।

 2 years ago 

একদম সঠিক কথা বলেছেন। আমি আমার আর আমার মার সোনালী দিনগুলো পার করে এসেছি। ইচ্ছে থাকলেও এখন আর সেই সোনালী সময়ে ফেরার কোনো উপায় নেই।

 2 years ago (edited)

Mistake

 2 years ago 

@piya3

মন্তব্য বাড়ানোর জন্য গোটা স্টিমিট প্ল্যাটফর্ম যথেষ্ট। আপনার করা মন্তব্যের সাথে আমি নিজেকে রিলেট করতে পেরেছি তাই মন্তব্য করেছি। স্টিমিটে যদি এমন কোনো নিয়ম থেকে থাকে যে অন্যের পোস্টে কেউ কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লাই অন্য কোনো ইউজার দিতে পারবে না, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।

 2 years ago 

আচ্ছা, এটা সম্পর্কে আমিও অবগত ছিলাম না। আমি আমার আন্তরিক ভাবে দুঃখিত, এই বিষয়টির জন্য।🙏

 2 years ago 

আমার পোস্ট পরিদর্শন করে। এতো সুন্দর অভিমত প্রকাশ করার জন্য ধন্যবাদ। দোয়া করবেন যেন প্রতিটি মা- বাবা সারাজীবন সুস্থ থাকে।

 2 years ago 

আপনার গ্রামের প্রকৃতি সত্যি খুব সুন্দর। কত গাছ-গাছালি আপনাদের ওখানে। আর আমরা কলকাতায় ইট-কংক্রিটের জঙ্গলে থাকি। শীতের রাতে বাইরে বেরোনোর নাম শুনলেই আমার জ্বর আসে। আপনাদের ওখানে তো আমাদের এখানকার থেকেও অনেক বেশি ঠান্ডা।

 2 years ago 

আপনি একদম ঠিক বলছেন, বর্তমানে আমাদের এখানে প্রচুর ঠান্ডা।

 2 years ago 

বাইরে থেকে ঘুরে এসে মায়ের সান্নিধেই যেন পুরোটা সময় পার করলেন। মন খারাপ থাকলে সব থেকে ভালো আশ্রয় মা। আশা করি আপনার খারাপ সময় খুব দ্রুতই ফুরিয়ে যাবে।

 2 years ago 

ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন।

 2 years ago 

ওরে বাবা সকাল সকাল আপনি আপনার প্রিয় খাবার নিয়ে বসেছেন। আসলে চা মুড়ি খুবই দারুন একটা খাবার যেটা খেতে ভালো লাগে। কিন্তু চা জিনিসটা আমার কাছে একেবারেই ভালো লাগেনা। খুব কম খাওয়া হয়। বিশেষ করে মসলা জাতীয় চা খেতে ভালো লাগে সেটা মাঝে মাঝে খাই।

সন্ধ্যার পর মুড়ি মাখা খেতে আমারও ভালো লাগে। চানাচুর দিয়ে অনেক বেশি ঝাল দিয়ে টমেটোর শসা ধনিয়া পাতা দিয়ে খেতে খুব মজা লাগে। আপনি খুব সুন্দরভাবেই টিভি দেখতে দেখতে মুড়ি চানাচুর খেয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

আমার পোস্ট পরিদর্শন করে। এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন যেহেতু আপনার একটা জায়গা থেকে এসেছেন আপনার জিনিসগুলো প্রথমে গুছিয়ে নিলেন সকাল সকাল,
এরপরে চা এবং মুড়ি দিয়ে সকালের নাস্তা করলেন, যেহেতু শুক্রবার ছিল তাই জুমার দিন একটু তাড়াতাড়ি গেলেন এবং নামাজ আদায় করলেন বাসায় ফিরে আপনার মায়ের হাতের রান্না করা খাবার খেলেন।
রাতে মুড়ি মাখা খেলেন মায়ের সাথে কিছুটা সময় গল্প করলেন সব মিলিয়ে খুব সুন্দর একটি দিন কেটেছে আপনার।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
  • বাহ দারুন আপনি দারুন ভাবির শীত উপভোগ করছেন। সত্যি কথা বলতে কি এত শীতে কিছু খেতে ইচ্ছে করে না ,তাই শুকনো খাবার গুলো হলেই ভালো হয়। আপনাকে দেখতে পেলাম চা দিয়ে মুড়ি খাচ্ছে যা আমার খুবই পছন্দের একটি খাবার বিশেষ করে শীতে আমি এটি খুবই খাই সকালবেলা স্কুলে যাওয়ার আগে জামুড়িতে বেশি চলে আমার খেতেও ভালো লাগে। আর চানাচুর মুড়ি সারা বছরই
    খাই। এই শীতে গোসল করেই করতে ইচ্ছে করে
    না। দোয়া দোয়া পড়ে বাথরুমে ঢুকি। আপনারও ঠিক একই অবস্থা দেখছি। খুব ভালো লাগলো পোস্টটি পড়ে।
 2 years ago 

সুন্দর অভিমত প্রকাশ করার জন্য আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 
  • ধন্যবাদ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। তবে আপনার দিন হলে পিটি লেখাও খুব সুন্দর হয়েছিল লিখন ভঙ্গি চমৎকার।
 2 years ago 

আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে একটু হাঁটাহাঁটি করেছে নাস্তা করার।।। শুক্রবার থাকাই নামাজও গিয়েছিলেন এবং মায়ের সাথে চানা মুড়ি খাইয়েছেন।।। সব মিলিয়ে অনেক সুন্দর একটা দিন পার করেছেন।।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111107.86
ETH 4299.29
SBD 0.83