The Dairy Game | | A memorable day | | 30-11-2023
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো: আমার আজকের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:
প্রতিদিনের মতো আমি আজকেও খুব সকালে ঘুম থেকে উঠি। আমার আজকে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, তাই আমি গতকাল রাতেই ফোনে এলার্ম দিয়ে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি আমার নিজের জিনিসপত্র গুছিয়ে রাখি। তারপর ফ্রেশ হয়ে নেই। আমার আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি যে Rangpur Medical College and Hospital এ Internship করেছিলাম। আজকে সেখানে Blood Transfusion Department Medicine মানে ব্লাড ব্যাংকে আমাদের ইন্টার্নির Certificate দিবে। তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, খেয়ে নেই। খাওয়া শেষ করে আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য রওনা হই।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে আমরা সবাই একসাথে হই। আমরা একসাথে ২৭ জন Internship করেছিলাম। তাই আমরা সবাই মিলে আগে ২৭ জন একসাথে হই। সবাই একসাথে হওয়ার পর আমরা ব্লাড বিভাগের মেডিকেল অফিসার Dr. Mufek Mahmud স্যারের চেম্বারে যাই। তারপর স্যারের সাথে আমরা অনেকক্ষণ গল্প করি। আমাদের যেহেতু ৩ তারিখ থেকে সামনে পরীক্ষা আমাদেরকে স্যার অনেক দিকনির্দেশনা দেয়।পরীক্ষা শেষ হওয়ার পর আমরা সবাই বিভিন্ন জায়গায় চাকরি করব। এসব বিষয়ে স্যার আমাদেরকে বিভিন্ন মতামত দেয়। আমাদের কাজই হল রোগীর সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো। আমরা যেন, ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সঠিকভাবে কাজ করতে পারি এসব বিষয়ে কথা বলে। স্যার একজন খুব ভালো মানুষ। তিনি তার সর্বোচ্চটা দিয়ে সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
স্যারের সাথে গল্প করতে করতেই আমাদের Blood Transfusion বিভাগের ম্যাম চলে আসে। Department Head Of Blood Transfusion Dr. Jobayda Jannat..তারপর ম্যাম আমাদের উনার চেম্বারে ডাকে। তারপর আমরা সবাই মিলে ম্যামের রুমে প্রবেশ করি। তারপর ম্যাম আমাদের ভবিষ্যৎ নিয়ে স্যারের মত অনেক দিকনির্দেশনা দেয়। ম্যাম আমাদের প্রশংসাও করেছিল। আমরা অনেক ভালোভাবে দায়িত্ব নিয়ে Blood Transfusion Department এ কাজ করেছি। এসব নিয়ে ম্যাম আমাদের অনেক কথা বলে। আরো বলে তোমরা ভবিষ্যতে বিভিন্ন জায়গায় কর্মরত থাকবে। এই দিক দিয়ে যেন নিজের জায়গা থেকে সবাই সর্বোচ্চটা দিয়ে কাজ যেন করি। তারপর ম্যাম আমাদের একে একে নাম ডেকে ডেকে আমাদের সার্টিফিকেট দিয়ে দেয়।
সার্টিফিকেট দেওয়া শেষ হয়ে গেলে আমরা সবাই ম্যামের সাথে এবং স্যারের সাথে ছবি তুলি।সব মিলিয়ে আমাদের সময়টা অনেক ভাল ছিল। আমরা সবাই অনেকগুলো ছবিও তুলি ও গল্প করি। এভাবে সব কাজ শেষ করে ম্যাম আমাদের ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের বিদায় করে। তারপর আমরা সেখান থেকে বের হয়ে আমাদের নিজ নিজ জায়গায় চলে আসি। আজকে এই পর্যন্ত ছিল, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই জীবনে সফল হতে পারি।
প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আপনার জন্য অনেক শুভকামনা। দেশের একজন ভালো ডাক্তার হয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। কেননা বর্তমান সময়ে গরিব দুঃখী মানুষগুলো চিকিৎসার অভাবে, রাস্তার পাশে পড়ে থাকে। তাদেরকে দেখার মত মানুষ নেই। আপনি যে পজিশনে রয়েছেন। সেই জায়গা থেকে অন্ততপক্ষে একটু হলেও চেষ্টা করবেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য।
আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে জানতে পারলাম। আজকে আপনাদের ইন্টারসিপ এর সার্টিফিকেট দিয়েছে। সেজন্য কলেজে গিয়ে স্যারের সাথে কিছুক্ষণ গল্প করেছেন। এরপর আপনাদের ব্লাড টেস্ট করার ম্যাম চলে এসেছে। উনি আসার পর উনার সাথে ফটোগ্রাফি তুলে নিয়েছেন।
আপনি সার্টিফিকেট পেয়েছেন আপনারা সবাই অনেক খুশি। আশা করি আপনাদের আগামী দিনের পথ চলা আরো অনেক সুন্দর হবে। আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আপনার প্রত্যেকটা দিন এভাবেই ভালো কাটুক। ভালো থাকবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য। ইনশাআল্লাহ আমি সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
Blood Transfusion ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেট পেয়েছেন, তাহলে আপনার জন্য একটা স্মরণীয় দিন গেছে। অভিনন্দন রইলো আপনার সার্টিফিকেট পাওয়ার জন্য। বিশেষ এই দিনটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ও। আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।
আমাদের সাথে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার দিনের কার্যক্রম আমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন।আপনি আজ রংপুর মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে সরাসরি প্রাকটিকাল ক্লাস করেছেন।আগে ছোট৷ ভাই মেডিকেলে পড়াকালীন এসব বিভাগে যেতাম।সেগুলো মনে পড়ল আপনার পোস্ট দেখে। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার পোস্টে ধৈর্য সহ পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার ছোট ভাই ওমেডিকেলে পড়ে এটা শুনে খুব ভালো লাগলো। আপনার জন্য ও শুভকামনা রইল।
প্রথমেই অভিনন্দন জানাই, জীবনের সফলতার গল্পে আরো একটি অধ্যায়ের যুক্ত হওয়ায়। আরো পাড়ি দিতে হবে অনেক পথ। স্যার ম্যামরা যে দিকনির্দেশনা দিয়েছেন তা মেনে সামনে এগিয়ে চলুন এই কামনা করি
ধন্যবাদ। আপনার জন্য ও শুভ কামনা রইল।