মেডিকেল ল্যাবরেটরি ডিপার্টমেন্টের অর্থ এবং এর কাজ কি?

in Incredible India5 days ago

আসসালামু আলাইকুম

আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখনো সুস্থ রেখেছেন এজন্য সবাই শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হল - মেডিকেল ল্যাবরেটরি ডিপার্টমেন্টের অর্থ এবং এর কাজ কি? তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক:

hospital-4904923_1280.jpg
Source

মেডিকেল ল্যাবরেটরি ডিপার্টমেন্ট চিকিৎসা খাতের অনেক বড় একটি অংশ। এই ল্যাবরেটরী ডিপার্টমেন্ট ছাড়া চিকিৎসা খাত অনেকটাই অচল।মেডিকেল ল্যাবরেটরি ডিপার্টমেন্ট সম্পর্কে অনেকেরই ধারণা আছে। আবার বলতে গেলে অনেকের নেই। এর আগে আমি আপনাদের মাঝে একটি বিষয় ক্লিয়ার করব।

কারণ অনেকের মাঝেই ভুল ধারণা আছে। অনেকেই হয়তো ভাবেন মেডিকেল ল্যাবরেটরী এবং প্যাথলজি দুটি ভিন্ন জিনিস। যারা এরকমটা ভাবেন তাদের ধারণা পুরোটাই ভুল। ল্যাবরেটরি এবং প্যাথলজি দুটোই একই জিনিস। কারণ দুটোরই অর্থ এক।

মেডিকেল ল্যাবরেটরি সাধারণত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালের সাথে যুক্ত থাকে। বিশেষ করে যারা অসুস্থ হয়ে বিভিন্ন টেস্টের জন্য ল্যাবরেটরিতে গিয়েছেন। তারা খুব ভালো করেই এই ল্যাবরেটরি সম্পর্ক জানেন।

laboratory-563423_1280.jpg
Source

মেডিকেল ল্যাবরেটরি মানে হচ্ছে, অসুস্থ রোগীর স্যাম্পল পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করা। শুধু এক প্রকারের স্যাম্পল নয়, বিভিন্ন রকমের স্যাম্পল হতে পারে।

মেডিকেল ল্যাবরেটরি ডিপার্টমেন্টে সাধারণত মেডিকেল টেকনোলজিস্ট কাজ করে থাকে। একজন মেডিকেল টেকনোলজিস্টের কাজ হচ্ছে রোগীর স্যাম্পল পর্যবেক্ষণ করার পর যথার্থ রোগ নির্ণয় করে রিপোর্ট প্রদান করা।

blood-test-5601437_1280.jpg
Source

মেডিকেল ল্যাবরেটরি ডিপার্টমেন্টে অনেক প্রকারের টেস্ট করা হয়। তবে সাধারণ মানুষ খুব একটা না জানলেও আমি একজন ল্যাব টেকনোলজিস্ট হিসেবে খুব ভালো করেই জানি, ল্যাবরেটরীতে কত রকমের টেস্ট করা হয়। ল্যাবে যেসব টেস্ট করানো হয় যেমন :( Blood, Urine, Semen, Stool, Phlegm) এরকম অনেক প্রকারের টেস্ট করা হয়।

তবে প্রতিটা টেস্টের জন্য আলাদা নিয়মকানুন রয়েছে। আরও একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। আমি বর্তমানে আমাদের নিজস্ব উপজেলায় একটা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আছি। এখানে বেশিরভাগ রোগী গ্রাম থেকে আসে।

lab-3498584_1280.jpg
Source

কিন্তু আমি বেশিরভাগ রোগীর ক্ষেত্রে যে বিষয়ে সম্মুখীন হয়েছি সেটা হল, তারা শুধু ভাবে ব্লাড মানে একটি টেস্ট। আসলে এই ধারণাটা পুরোটাই ভুল। যারা শহরে বসবাস করে এবং শিক্ষিত তারা খুব ভালো করেই জানেন, ব্লাড মানে একটি টেস্ট নয়। ব্লাড দিয়ে কয়েক'শত প্রকারের টেস্ট রয়েছে। শুধু টেস্টের নাম গুলো ভিন্ন ভিন্ন।

ল্যাবরেটরীতে একজন মেডিকেল টেকনোলজি নিখুঁতভাবে রোগীর স্যাম্পল পর্যবেক্ষণ করে থাকে। একজন টেকনলজিস্টের মাথায় সবসময় চিন্তা রাখতে হয়, একটি টেস্টের ভুল রিপোর্টে একজন মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে। এজন্য ল্যাবরেটরীতে যেকোন টেস্ট খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে রিপোর্ট দেওয়া হয়।

blood-test-5906819_1280.jpg
Source

ল্যাবরেটরি ডিপার্টমেন্টের রিপোর্টের উপর একজন ডাক্তারও অনেকটাই নির্ভরশীল। কারণ রোগীর টেস্টের রিপোর্টের উপর নির্ভর করে রোগ নির্ণয় করা হয়। সেক্ষেত্রে চিকিৎসা খাতে এই ল্যাবরেটরি ডিপার্টমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা অনেকেই জানি চিকিৎসা খাতের কেমন অবস্থা।

চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করার মাঝে একটা প্রশান্তি খুঁজে পাওয়া যায়। তাই, আমি একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হয়ে গর্বিত।

ধন্যবাদ

Sort:  
Loading...
 5 days ago 

মেডিকেল ল্যাবরেটরি ডিপার্টমেন্টের অর্থ এবং এর কাজ কি এই বিষয়ে আপনি আমাদের সাথে অনেক সুন্দর করে বুঝিয়েছেন যেগুলো জানা ছিল না। সেগুলো আপনার এই পোস্ট করে জেনে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি অনেক সুন্দর করে এই বিষয়টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 4 days ago 

মেডিকেল ল্যাবরেটর ডিপার্টমেন্ট আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে জড়িত। কিন্তু অনেকের সেখানে যেতে হয় আবার কারো দিতে হয় না। তবে যারা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে বা সেন্টারে চিকিৎসা নিতে যায়। তাদের সবাইকে এই ল্যাবে যেতে হয়। মেডিকেল ল্যাবরেটরি ডিপার্টমেন্ট সম্পর্কে আপনার তেমন ধারণা না থাকলেও আমার পোস্ট পড়ে কিছুটা ধারণা পেয়েছেন জেনে ভালো লাগলো।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

আপনি খুব সুন্দরভাবে মেডিকেল ল্যাবরেটরি ডিপার্টমেন্ট সম্পর্কে ব্যাখ্যা করেছেন।আসলে আমরা অনেকেই মেডিকেল ল্যাবরেটরি আর প্যাথলজি এই দুটোকে ভিন্ন মনে করেন।যেমনটা আমিও আগে মনে করতাম।আসলেই একজন ডাক্তারও মেডিকেল ল্যাবরেটরির উপর নির্ভরশীল।কারণ টেস্ট রিপোর্ট ছাড়া ডাক্তার সহজে রোগ সম্পর্কে অবগত হতে পারবেনা।ভালো লাগলো আপনার গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনাটি পড়ে।

 4 days ago 

আমাদের চিকিৎসা খাতের জন্য মেডিকেল ল্যাবরেটর ডিপার্টমেন্টের অবদান অনেক বেশি। কারণ একজন ডাক্তার রোগ নির্ণয় করার ক্ষেত্রে রিপোর্টের উপরেই অনেকটা নির্ভরশীল হয়ে থাকে। আপনি একদম ঠিক ধরেছেন, মেডিকেল ল্যাবরেটরী এবং প্যাথলজি দুইটাই একই জিনিস। মানে দুটোরই অর্থ এক। অনেকেই আছে দুটোকে ভিন্ন ভিন্ন ভাবে।

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 days ago 

হসপিটালের সম্পর্কে কোনটার কি কাজ এ বিষয়ে আমার কোন অভিজ্ঞতাই নেই আজকে আপনার প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম।। আমি আশা করব আপনি এরকম আরো বিভিন্ন জিনিসের বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট করবেন আর সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো।।

 2 days ago 

মেডিকেল ডিপার্টমেন্ট এমন একটি বিষয় যেটা সম্পর্কে সাধারণ মানুষের তেমন ধারণা নেই। যদিও ধারণা থাকে সেটা স্বল্পমাত্র। তবে আমার পোস্ট পড়ে আপনি কিছুটা হলেও জানতে পেরেছেন জেনে ভালো লাগলো। ইনশাআল্লাহ আমি আগামীতেও এরকম মেডিকেল সম্পর্কিত পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।

আমার পোস্টে সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য ধন্যবাদ।

 yesterday 

আমরা যারা রোগী আছি তারা হসপিটালে তে শুধু চিকিৎসায় নিয়ে থাকে তাই কোনটার কি কাজ এ বিষয়ে আমাদের কোন অভিজ্ঞতা নেই।। জেনে ভালো লাগলো আপনি এরকম আরো পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করবেন ‌।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60875.99
ETH 3386.90
USDT 1.00
SBD 2.57