হিমোগ্লোবিন (Haemoglobin) | | 20-11-2023

in Incredible India9 months ago

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো: একজন মানুষের রক্তের হিমোগ্লোবিন (Haemoglobin)নিয়ে ।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

1700489447186.jpg

আমাদেরকে বেঁচে থাকতে হলে, আমাদেরকে সবার প্রথম নিজের স্বাস্থ্যের জন্য নিজেকেই সচেতন থাকতে হবে। বর্তমানে আমাদের পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষেই সব সময় অসুস্থ থাকে। শারীরিক সুস্থতা হলো উপরওয়ালার নিয়ামত। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে, সব সময় স্বাস্থ্য সচেতন হতে হবে। আগেরকার দিনের থেকে বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। মানুষ যেরকম অসুস্থ হচ্ছে দিনে দিনে,সেরকম বর্তমানে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। যেরকম রোগ নতুন নতুন বের হচ্ছে ঠিক তেমনি নতুন নতুন চিকিৎসার জন্য টেকনোলজিও বের হচ্ছে। বর্তমানে আমাদের পুরো বিশ্ব চিকিৎসার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে। তাই আমরা বলতে পারি শারীরিক সুস্থতাই মানুষের একমাত্র বেচে থাকার চাবিকাঠি।

1700489252109.jpg

আমাদেরকে বেঁচে থাকতে হলে,একজন প্রাপ্তবয়স্ক বা শিশু থেকে শুরু করে, মানব দেহের জন্য হিমোগ্লোবিন বা শরীরের রক্তের পরিমাণ কতটা গুরুত্বপূর্ণ। মানুষকে বেঁচে থাকতে হলে এই হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক থাকতে হবে। কারণ এই হিমোগ্লোবিনের বা রক্তের পরিমাণ যদি শরীরে কমে যায় তাহলে একটা মানুষ শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাবে। তাই আমাদের মানব দেহের জন্য এই হিমোগ্লোবিন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা হিমোগ্লোবিন শরীরের দুই ভাবে দেখতে পারি।এক হলো CBC টেস্টের মাধ্যমে। এই টেস্টের মাধ্যমেও হিমোগ্লোবিন দেখা যায়। আর কেউ যদি শুধু হিমোগ্লোবিন দেখতে চায়। তাহলে সেটাও দেখা সম্ভব।একজন প্রাপ্তবয়স্ক মানুষের হিমোগ্লোবিন স্বাভাবিক না থাকলে শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।

হিমোগ্লোবিনের Normal Value:
Male : 13.0-18.0 g/dl
Female: 11.5-16.5 g/dl
Child : 14.0- 22.0 g/dl


1700489601299.jpg

1700489534913.jpg

আমরা সবাই জানি, শিশু বাচ্চাদের হিমোগ্লোবিন সবসময় বেশি থাকে। তার কারণ হলো:একটি ছোট বাচ্চা সম্পূর্ণটাই Blood এর উপর বেঁচে থাকে। তাই তাদের হিমোগ্লোবিন টা সবসময় একটু বেশি থাকে। আমাদের ল্যাবে যদি শুধু হিমোগ্লোবিন টেস্ট করানো হলে,তাহলে আমরা Human 3000 Analyzer মেশিন দিয়ে করে থাকি। আর যদি কেউ CBC টেস্টের মাধ্যমে হিমোগ্লোবিন দেখতে চায়, তাহলে আমরা Cell Counter machine (Sysmex - XN-550) দিয়ে করে থাকি।আমাদের এখানে এক এক মেশিনের হিমোগ্লোবিন টেস্টের Reagent ভিন্ন ভিন্ন রকমের।আমাদের মানবদেহে স্বাভাবিকভাবে চলাচল করতে এই হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক থাকা খুব খুব গুরুত্বপূর্ণ। আবার কারো শরীরে খুব যদি বেশি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। তাহলে আমরা নিজের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক রাখতে অন্য কারো কাছ থেকে ও Blood Donate করতে পারি।এভাবেও মানবদেহে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক রাখা যায়।

ধন্যবাদ

Sort:  
 9 months ago 

হিমোগ্লোবিন মানুষের শরীরের জন্যে খুব ই দরকারি বলতে গেলে অপরিহার্য। এর মাত্রা নিয়ন্ত্রণে রাখা সবার ই জন্যে দরকারি। ধন্যবাদ এত সুন্দর উপস্থাপন এর জন্যে

 9 months ago 

ধন্যবাদ ভাই

Loading...
 9 months ago 

আমার বড় ছেলে যখন প্রেগন্যান্ট ছিল। তখন আমি হিমোগ্লোবিন সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম ডাক্তারের কাছ থেকে। কিন্তু আজকে আপনার পোস্ট পরিদর্শন করার মাধ্যমে, হিমোগ্লোবিন সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারলাম।

আমাদের চারপাশের মানুষ দেখলাম বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আজকে বুঝতে পারলাম আমাদের শরীরে হিমোগ্লোবিন কম থাকলে, বা বেশি থাকলে। আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে। ধন্যবাদ চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপু

 7 months ago 

হিমোগ্লোবিন সম্পর্কে জানলেও খুব একটা জানা ছিল না তবে আপনার এই তথ্যবহুল পোস্টটি পড়ার পরে খুব অনেক কিছু জানতে পেরেছি।
যেটা কিনা এই পোস্টটা না পড়লে জানাই হত না আমরা যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হই ঠিক তেমনি এই হিমোগ্লোবিনের পরিমাণটাও স্বাভাবিক রাখা খুবই জরুরী বেশি হলেও ক্ষতি কম হলেও ক্ষতি। খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57339.41
ETH 2522.28
USDT 1.00
SBD 2.31