Better Life With Steem | | The Diary Game | | 16 July, 2024

in Incredible India2 months ago

আসসালামু আলাইকুম

আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব গতদিনের কার্যলিপি নিয়ে। তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক :

1_20240717_142136_0000.png

Edit by canva

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই গতকালকেও সঠিক সময় উঠেছি। তবে অন্যান্য দিনে সকালবেলা তেমন একটা কাজ থাকে না। কিন্তু গতকালকে আমার একটা কাজ ছিল। কাজ বলতে, আমাদের বাড়িতে কিছু জমানো ধান ছিল সেগুলো বিক্রি করা হয়েছে। ধান নিয়ে যাওয়ার জন্য বাইরে থেকে লোক এসেছিল। তাই ঘুম থেকে উঠে তাদেরকে সব ধান ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং টাকা বুঝিয়ে নিয়েছিলাম।

IMG_20240716_082506.jpg

যাইহোক, ধান নিয়ে যাওয়ার পর আমি বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো সবাই জানেন, বর্তমানে গ্রাম এলাকায় ধান লাগানোর কাজ চলতেছে। আমাদের গ্রামেও ধান লাগানোর জন্য কৃষকরা কাজ করছে। পরে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়েছি। এদিকে মা আমার জন্য নাস্তা রেডি করেছিল।

IMG_20240716_090921.jpg

কাঁঠাল খেতে তেমন একটা ভালো লাগে না। কিন্তু নিজের গাছের ফল না খেলেও হয় না। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা খেয়েই ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। ল্যাবে প্রবেশ করে আমার যে, সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে সেরেছিলাম।

IMG_20240716_100131.jpg

বেশ কয়েকদিন থেকে সকালবেলায় ল্যাবে মোটামুটি কাজ হচ্ছে। বিশেষ করে, সকালবেলা ডায়াবেটিসের রোগী বেশি ব্লাড টেস্ট করায়। যাইহোক, কাজ শেষ করার পর মোটামুটি দুপুর পর্যন্ত ফার্মেসিতেই ছিলাম। কারণ অবসর সময় ল্যাবে একা বসে থাকতে ভালো লাগে না। ফার্মেসিতে গেলে সবার সঙ্গে কথাবার্তা হয় এবং সেই সাথে কাজও করা হয়।

দুপুরের দিকে খাওয়ার সময় হলে খেয়ে নিয়েছি। খাওয়া শেষ করে প্রতিদিনের মতোই শুয়ে রেস্ট করেছিলাম। তবে দুঃখের বিষয় হলো আবারও সেই আগের মতো রোদ শুরু হয়েছে। রোদের তাপমাত্রা এত বেশি ছিল যা বলার মত নয়। আমরা ঘরের ভিতরে আছি তাতেই আমাদের যে অবস্থা।

IMG_20240716_144646.jpg

কিন্তু যারা মাঠে বা খেতে কাজ করতেছে তাদের অবস্থা কি, সেটা তারাই ভালো বলতে পারবেন। বিকেলের দিকে বাইরে একটু হাটাহাটি করেছি। বিকেলবেলা রংপুর থেকে ডাক্তার আসার কথা ছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কি রকম সেটা প্রত্যেকেই জানি।

গতকালকে আমাদের রংপুরের অবস্থাও ভালো ছিল না। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে ডাক্তারের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই বিকেলবেলা আমি সামনের বাজারে গিয়েছিলাম। হঠাৎ একটি কলার 'পীর'(আমাদের গ্রামের বাসায় পীর বলা হয়) দেখতে পেলাম। সেখান থেকে টাটকা কয়েকটা কলা কিনেছিলাম।

IMG_20240716_223454.jpg

ডাক্তার মোটামুটি সন্ধ্যা ৭:০০টার দিকে এসেছিলেন। ডাক্তার এসে রোগী শুরু করে। এদিকে আমারও ল্যাবের কাজ শুরু হয়। তবে গতকালকে ডাক্তার নিজেই অনেক বেশি অসুস্থ ছিল। এজন্য ডাক্তার স্যার আমাকে চেম্বারে ডেকেছিলেন। পরে তিনি আমাকে কিছু ব্লাড টেস্টের কথা বলেছিল। পরে ডাক্তার স্যারের ব্লাড সাম্পেল কালেকশন করেছিলাম।

IMG_20240716_211454.jpg

আলহামদুলিল্লাহ ভালোভাবে সব রিপোর্ট দিতে পেরেছি। সেই সাথে আরেকটি বিষয় হলো, ডাক্তার স্যারের সাথে একজন গেস্ট এসেছিলেন। স্যার আমাদের প্রতিষ্ঠানের সব স্টাফকে নাস্তা খাওয়াইছেন। আলহামদুলিল্লাহ কাজ শেষ করে মোটামুটি রাত 9 টা নাগাদ ল্যাব বন্ধ করে বাসায় যার উদ্দেশ্যে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে বাসায় পৌঁছে গিয়েছি।

ধন্যবাদ

Sort:  
Loading...

TEAM 2

Congratulations! This post has been voted through steemcurator04. We support quality posts, good comments anywhere and any tags.

Post.jpg


Curated by : @anailuj1992

 2 months ago 

যখন ধান বিক্রি করার সময় হয় তখন ধান বিক্রি করার জন্য আমাদের কাছে থাকতে হয়, বর্তমান সময়ে মানুষের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে এই কারণে ফার্মেসিতে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য অনেক মানুষের সাথে থাকে, আপনার সারাদিনে কার্যক্রম দেখে ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পুষ্টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60085.46
ETH 2416.33
USDT 1.00
SBD 2.43