Better Life With Steem | | The Diary Game | | 15 April, 2024

in Incredible India6 months ago

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

1713253076154.jpg

Edit by canva

আলহামদুলিল্লাহ গতকালকে সঠিক সময়ের মধ্যে ঘুম থেকে উঠেছিলাম। কারণ গতকালকে থেকে আমি আবারো ল্যাবে ডিউটি শুরু করছি। চার দিন ছুটি কাটানোর পর আবারো কর্মজীবনে যুক্ত হতে হবে। চার দিন ছুটি যেন দেখতে দেখতেই চলে গেল বুঝতেই পেলাম না।কি আর করার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। এদিকে মা ঘুম থেকে উঠে সকালের রান্নাবান্না করেছে।

IMG_20240415_091403.jpg

রমজানে এক মাস দুপুরের খাবার নিয়ে যাওয়ার কোন ঝামেলা ছিল না। কিন্তু এখন প্রতিদিন যাওয়ার সময় দুপুরের খাবার নিয়ে যেতে হবে। তাই আমার আগেই মা ঘুম থেকে উঠে সকালের রান্না করেছে। বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। অনেকদিন ছুটি কাটানোর পর ল্যাবে যেতে ইচ্ছে করছিল না। তবুও তাড়াতাড়ি রেডি হয়ে ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।

IMG_20240415_111329.jpg

আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে নিজ কর্মস্থলে পৌঁছে গিয়েছি। অনেকদিন পর প্রতিষ্ঠানে এসে ভালই লাগছিল। ল্যাবে প্রবেশ করে আমার যে, সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে শেষ করেছি।

গতকালকে পুরো ল্যাব পরিষ্কার করতে হয়েছিল। কারণ চার দিন বন্ধ ছিল সবকিছু ময়লা জমে গিয়েছে। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিষ্ঠানের সবার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। গল্প বলতে সবাইকে জিজ্ঞেস করেছিলাম সবার ঈদ কেমন কাটলো।

IMG_20240415_132633.jpg

গতকালকে অসহ্য পরিমাণ গরম ছিল যা বলার মত নয়। পরে অবসর সময়ে আগামী দিনের জন্য পোস্ট সাজিয়েছি এবং বন্ধুদের পোস্টে কমেন্ট করেছিলাম। ঈদের দুই-তিনদিন পরে তেমন একটা কাজ শুরু হবে না। কয়েকদিন গেলে আবারো আগের মত কাজ শুরু হবে। দুপুরের আগে কিছু ছোটখাটো কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম।

IMG_20240415_140056.jpg

দুপুর হয়ে গেলে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়েছি।খাওয়া শেষ করে প্রতিদিনের মতোই বিকেল পর্যন্ত শুয়ে রেস্ট করেছিলাম। বর্তমানে বিদ্যুৎ যে পরিমাণে সমস্যা করতেছে বলার মত নয়। তবে আমাদের প্রতিষ্ঠানে বিদ্যুৎ চলে গেলেও কোন সমস্যা নেই, কারণ আই পি এস আছে এবং জেনারেটর আছে। সে ক্ষেত্রে গরম তেমন একটা বোঝা যায় না, কিন্তু বাইরে অত্যাধিক গরম।

IMG_20240415_182617.jpg

বিকেল হয়ে গেলে ল্যাবের সামনের যে, বাজার ছিল সেখানে গিয়ে গরম ভাজাপোড়া খেয়েছিলাম। যদিও ভাজাপোড়া খাওয়া গ্যাসের কিন্তু আমি লোভ সামলাতে পারিনা। পরে মাগরিবের পর ল্যাবে কিছু কাজ হয়েছিল সেগুলো শেষ করতে মোটামুটি রাত ৮:০০টা বেজে গিয়েছে। পরে ল্যাব বন্ধ করে দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি।

IMG_20240415_203934.jpg

মা আমাকে বাসায় যাওয়ার সময় কিছু সবজি নিয়ে যেতে বলেছিল। তাই আমাদের পার্বতীপুর বাস টার্মিনালে সবজির দোকান থেকে কিছু সবজি নিয়েছিলাম। পরে গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল, পেট্রোল পাম্পে তেল নিয়ে বাসায় চলে গিয়েছি।

আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়েছিলাম। পরে ঘুমানোর আগে ফ্রিজে আইসক্রিম রাখা ছিল, মা আমাকে আইসক্রিম খেতে দিয়েছিল। আর বেশি রাত জাগিনি তাড়াতাড়ি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি।

ধন্যবাদ

Sort:  
Loading...

All work and no eat makes jack a dull boy 😂. It is really necessary that after the stressful day, one should have time to take quality food and rest for the future again

 6 months ago 

আপনার কর্মব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। ভালো লাগলো আপনার পোস্ট দেখে, ভাজাপোড়া সব সময়ই আমাদের অনেক পছন্দের।

 6 months ago 

জ্বী ভাই! ভাজাপোড়া যদিও অনেকটা গ্যাসের সমস্যা করে, কিন্তু তারপরে ও সবার অনেক পছন্দের।
আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাই কয়েক দিন ধরেই অনেক পরিমাণে গরম পড়ছে।এইটা ভেবে ভালো লাগছে যে রোজার সময় এই রকম রোদ ছিল না থাকলে রোজা রাখতে অনেক কষ্ট হতো সবার।আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই মূল কথা। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি।

 6 months ago 

ওই সময় গরমের জন্য রোজা রাখাটা আসলে অনেক কষ্টকর হয়ে গিয়েছিল।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

ভাই এখন কার গরম টা ওই সময় হলে হয়তো আমরা সব রোজা রাখতে সম্ভব হতাম না তার জন্য আলহামদুলিল্লাহ যে রোজার পরে এই রকম গরম হয়েছে ‌। আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68503.89
ETH 2535.33
USDT 1.00
SBD 2.52