Better Life With Steem | | The Diary Game | | 13 May, 2024

in Incredible Indialast month

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

The Diary Game_ _ 13 May,2024_20240514_145136_0000.png

Edit by canva

আলহামদুলিল্লাহ প্রতিদিনের থেকে গতকালকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠার পিছনে একটা কারণ রয়েছে। বিগত পোস্টে বলেছিলাম, আমি রাতে ডিউটি থেকে বাসায় আসার পথে মাছ নিয়ে এসেছি। কিন্তু মাছগুলোতে তেমন একটা পছন্দ হয়নি এজন্য অল্প করে নিয়েছিলাম।

IMG_20240513_081104.jpg

তাই গতকালকে সকালবেলা আবারো আমাদের গ্রামের পার্শ্ববর্তী বাজারে মাছ কিনতে গিয়েছিলাম। গ্রামের বাজার গুলোতে খুব সকালবেলা অনেক তাজা মাছ পাওয়া যায়।

যাইহোক, বাজারে গিয়ে অনেকগুলো মাছ নিয়েছিলাম। কারণ কয়েকদিন থেকে মাছ কেনা হয় না, ফ্রিজ একদম ফাঁকা হয়ে গিয়েছিল। আবারও বাসায় এসে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে মা সকালের নাস্তা খাওয়ার জন্য নাস্তা বানিয়েছিল। পরে আর বেশি দেরি না করে ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।

IMG_20240513_091525.jpg

গতকালকে ল্যাবে যাওয়ার সময় গ্রামের রাস্তা দিয়ে গিয়েছি। কিছু কিছু সময় গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে ল্যাবে পৌঁছে গিয়েছিলাম। ল্যাবে প্রবেশ করে আমার যে, সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে সেরে নিয়েছি।

পরে অবসর সময়ে সামনের হোটেলে গিয়ে নাস্তা খেয়েছি। যদিও সকালবেলা মা নাস্তা বানিয়েছিল কিন্তু আমি না খেয়ে বেরিয়েছিলাম। গতকালকে সকালবেলা কোন ডাক্তার ছিল না। সপ্তাহে চার দিন ডাক্তার আসে এছাড়া সবসময়ের জন্য আমাদের প্রতিষ্ঠানে একজন সহকারী ডাক্তার থাকে। বাইরের ডাক্তার না থাকলেও দেখা যায় তিনি সবসময় রোগী দেখেন।

IMG_20240513_105201.jpg

মোটামুটি বেলা হয়ে গেলে একটু অবসর সময় পেয়েছি। এজন্য আগামী দিনের জন্য পোস্ট সাজিয়েছি এবং বন্ধুদের পোস্টে কমেন্ট করেছিলাম। এর মাঝে খালা আমার জন্য বাসা থেকে তরমুজ নিয়ে এসেছিল। সত্যিই এই গরমে তরমুজ খেতে অনেক ভালো লাগে। তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল।

আবার এর মাঝে লালমনিরহাটের এক বড় ভাই আমাকে ফোন দিয়েছিল। বড় ভাই বলতে আমাদের কমিউনিটির সবুজ ভাই। সবুজ ভাইয়ের দুলাভাই এ্যাক্সিডেন্ট করেছে ইতিমধ্যে আমরা সবাই জেনেছি। দুলাভাইয়ের আবারো একটু ছোট্ট সমস্যা হয়েছে এজন্য আমাকে ফোন দিয়ে কিছু পরামর্শ নিয়েছিল।

IMG_20240513_134225.jpg

মোটামুটি দুপুর হয়ে গেলে দুপুরের খাবার খেয়েছি। খাওয়া শেষ করে প্রতিদিনের মতোই বিকেল পর্যন্ত শুয়ে রেস্ট করেছি। এর মধ্যে ঔষধ কোম্পানির লোক এসেছিল ঔষধ দেওয়ার জন্য। পরে তাদের কাছ থেকে ঠিকভাবে ওষুধগুলো বুঝিয়ে নিয়েছি।

IMG_20240513_181342.jpg

বিকেল হয়ে গেলে, খালা আমাকে চা খেতে দিয়েছিল। বিকেলের দিকেও কাজের কোন চাপ ছিল না। এজন্য বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। মোটামুটি সন্ধ্যা হয়ে গেলে তাড়াতাড়ি ল্যাব বন্ধ করে দিয়েছি।

IMG_20240513_200743.jpg

ল্যাব বন্ধ করে পার্বতীপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। বিগত পোস্টে জানিয়েছিলাম, আমার মায়ের ফোনের জন্য নতুন ব্যাটারি কিনেছিলাম। কিন্তু চার্জ কম থাকার জন্য আবারো দোকানে গিয়ে ব্যাটারি পরিবর্তন করে নিয়েছি।

বাসায় আসার সময় আমার গাড়ির চাকায় হাওয়া কম ছিল। পরে সার্ভিসিং দোকানে গিয়ে একটু হাওয়া দিয়েছি। বাসায় এসে রাতের খাবার খেয়ে ল্যাপটপে নাটক দেখেছি। পরে মোটামুটি রাত হয়ে গেলে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি।

ধন্যবাদ

Sort:  
Loading...
 last month 
  • আপনি তাজা মাছ কেনার আশায় সকালে বাজারে গিয়েছিলেন। মাছ কেনার ক্ষেত্রে আমিও এই পন্থা অবলম্বন করি। সকালের বাজারে তাজা ও সতেজ মাছ কিনতে পাওয়া যায়।

  • সকালে নাস্তা না করার কারনে হোটেল থেকেই নাস্তা করেছিলেন। সারাদিনই ল্যাবের কাজে ব্যস্ত ছিলেন, এর মাঝে সবুজ ভাইয়ের সাথে ফোনে কথাও বলেছিলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

জি ভাই আমিও এরকমটাই করি। সকালে মাছ কিনতে হলে গ্রামের বাজারে খুব সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে যাই।
কেননা সকালবেলা গ্রামের বাজারে টাটকা মাছ পাওয়া যায়।
আপনার মন্তব্য পরে ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

গ্রামে থাকার এই এক সুবিধা সব কিছু টাটকা পাওয়া যায়। সকাল বেলার বাজারের মাছ গুলো দেখেই মনে হচ্ছে অনেক টাকটা সতেজ।

গ্রামের এই রাস্তাটা তো বেশ সুন্দর। এই রাস্তা দিয়ে হেটে গেলেই তো মন ভরে যাবে।

বাইকের ঠিক্টহাক মেইন্টেইন্যান্স করাটা ভালো বাইকার দের একটা গুণ। আপনার মধ্যে সেটি আছে।

 last month 

গ্রামের বাজার মানেই সব টাটকা সবজি। শহরে তো এরকম টাটকা সবজি পাওয়া বড়ই মুশকিল।
গ্রামের রাস্তাগুলো বরাবরই সুন্দর থাকে। গ্রামের রাস্তায় হাঁটলে যেন একটা শান্তি মিলে।

সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

গ্রাম অঞ্চলের হাট গুলোতে খুব সকাল সকাল অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় খাল বিলের মাছ খুবই সুস্বাদু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার পরবর্তী দিনের কার্যক্রম পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন ‌।

 last month 

আপনি একদম মনের কথা বলেছেন। গ্রামের বাজারগুলোতে সকালবেলা সব সময় টাটকা সবজি বা মাছ মাংস পাওয়া যায়।
আর গ্রামের মাছগুলো সব সময় পুকুরের হয়ে থাকে। এজন্য স্বাদও অনেক বেশি।

সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আজকে আপনি ভোরে একটু দ্রুতই ঘুম থেকে উঠে গিয়েছিলেন।
গতকাল রাতে আপনি ল্যাব থেকে বাড়ি ফেরার পথে কিছু মাছ কিনে এনেছিলেন কিন্তু সে মাছগুলো তেমন একটা ভালো না থাকার সামান্য মাছই কিনে এনেছিলেন।
এদিকে সময় না পাওয়ার কারণে আপনার মাছ তেমন একটা কেনা হচ্ছে না যার কারনে ফ্রিজও একদম খালি হয়ে গেছে।
তাই আজকে সকাল সকাল উঠেই বাজারে গিয়েছিলেন মাছ কিনতে।
বাজার থেকে ফিরে গোসল করে ফ্রেশ হয়ে হয়ে ল্যাবে গিয়েছিলেন। আজকে আপনি আপনাদের গ্রামের পথ ধরে ল্যাবে গিয়েছেন। গ্রামের রাস্তাটা কিন্তু আসলেই খুব সুন্দর। এই রকম রাস্তা আমার সব সময় খুব ভালো লাগে।
তরমুজটা দেখেই মনে হচ্ছে যে খুব মিষ্টি হয়েছে।
লাব থেকে ফেরার পথে আপনি আপনার মায়ের ফোনের জন্য একটা নতুন ব্যাটারি কিনে নিয়ে এসেছেন। কারণ আগেও একটু ব্যাটারি কিনেছিলেন সেটা চার্জ কম থাকে তাই সেটাকে চেঞ্জ করে আজকে আবারো একটি নতুন ব্যাটারি নিয়েছেন।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। ভালো থাকবেন সব সময় শুভকামনা রইলো আপনার জন্য।

 last month (edited)

আমি মাঝে মাঝেই দেখা যায় খুব সকালবেলা গ্রামের বাজারগুলোতে বাজার করতে যাই। কারণ গ্রামের বাজার গুলোতে সকালবেলা অনেক টাটকা শাকসবজি ও মাছ মাংস পাওয়া যায়।
সেদিন গ্রামের রাস্তা ধরে ল্যাবে গিয়েছিলাম। প্রায় সময় আমি এরকম মেইন রাস্তা বাদ দিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করি।
আপনার মন্তব্য পরে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

এটা আপনি একদম সঠিক বলেছেন গ্রামে বাজারে সকাল বেলায় অনেক টাটকা মাছ পাওয়া যায়।। আর হ্যাঁ গ্রামের রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগে।। এই গরমের মধ্যে তরমুজ খেতে আমার বেশ ভালো লাগে।।

ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ভাল থাকবেন।।

 last month 

গ্রামের বাজার মানেই তো সকালবেলা টাটকা শাকসবজি মাছ মাংস পাওয়া যায়। শুধু আমাদের এদিকের গ্রামের বাজার নয়। আমার মনে হয় সব জায়গাতেই গ্রামের বাজারে টাটকা সবজি পাওয়া যায়।
তরমুজ অনেক ঠান্ডা জাতীয় ফল। গরমের মাঝে খেলে খুব ভালো লাগে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য।

 last month 

আমাদের এখানেও বাজারে সকালে টাটকা মাছও সবজি পাওয়া যায়।। আর সকালে বাজার করতে বেশ ভালই লাগে।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64078.16
ETH 3471.05
USDT 1.00
SBD 2.52